🎯 বার বার মকটেস্ট দাও মুখস্ত হয়ে যাবে:
👍👍 LIKE OUR FACEBOOK PAGE
বইটির সম্পর্কে কিছু তথ্য:
প্রাচীন ভারতে ‘সময়’ মূলত বৃত্তাকার—বহুদিন ধরে এমন ধারণাই পোষণ করা হয়েছে। যেহেতু ইতিহাসচেতনা রৈখিক সময়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেহেতু কেবল বৃত্তাকার সময়ের ধারণাকে গ্রহণ করার অর্থ হল ভারতীয় ইতিহাসকে অগ্রাহ্য করা।
সময় এবং ইতিহাসের মধ্যে আন্তঃসম্পর্কটি দেখানো এই বইয়ের মূল উপপত্তি। ভারতীয় গ্রন্থে ও নানা পাঠে, যেমন বংশতালিকা, জীবনী এবং কালানুক্রমিক ইতিহাসে, রৈখিক সময়ের ধারণা লক্ষ করা যায়, এবং এই সময় পরিগণনা করা হয়েছে বংশতালিকা, রাজত্বকাল ও যুগ-অব্দ-সালের ভিত্তিতে।
এই বইতে দেখানো হয়েছে কীভাবে বৃত্তাকার ও রৈখিক সময় একাধারে ব্যবহৃত হত, যদিও দুটির প্রয়োগিক ক্ষেত্র আলাদা। বৃত্তাকার সময়ের সম্পর্ক মহাবিশ্বসৃষ্টিতত্ত্বের সঙ্গে, অন্য দিকে রৈখিক সময়ের প্রয়োগ হত ইতিহাস-সংক্রান্ত বিষয়ে। লেখকের মতে প্রাচীন ভারতেও ইতিহাসচেতনা ছিল।
Post a Comment