বিদ্রোহের স্থান  -------   নেতৃবৃন্দ 

কানপুর - তাতিয়া টোপি ও নানাসাহেব, রাওসাহেব, আজিমুল্লাহ খান।

 আসাম-  মনিরাম দেওয়ান। 

বেরেলী-  খান বাহাদুর খান।

 দিল্লি-  দ্বিতীয় বাহাদুর শাহ, বখত খান। 

অযোধ্যা - বেগম হযরত মহল, বির্জিস কাদের।

 উড়িষ্যা - সুরেন্দ্র সাই, উজ্জল সাই। 

রাজস্থান-  জয়দয়াল সিং ও হরদয়াল সিং।

 মথুরা-  দেবী সিং ও কদম সিং।

 বিহার - কুনওয়ার সিং, অমর সিং।

ফৈজাবাদ-  মৌলভী আহমদ উল্লাহ।

 এলাহাবাদ - মৌলভী লিয়াকত আলী। 

ঝাঁসি-  রানী লক্ষ্মীবাঈ। 

ব্যারাকপুর - মঙ্গল পান্ডে।

 মোরাদাবাদ - আব্দুল আলী খান।

 হরিয়ানা-  রাওতুলারাম। 


১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিক মতামত:

সামরিক বিদ্রোহ-  স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেইকস, রবার্ট, ই.এম. এস. নাম্বুদ্রিপাদ।

 সিপাহী বিদ্রোহ- অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নওরোজি।

 গণবিদ্রোহ-  নর্টন, ম্যালেশন, জন কে। 

জাতীয় বিদ্রোহ - রবার্টসন, কার্ল মার্কস, ডিসরেলি, আউট্রাম, ডাফ।

 সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান- সুপ্রকাশ রায়, প্রমোদ সেনগুপ্ত। 

ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ- বিনায়ক দামোদর সাভারকর।

 স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তিসংগ্রাম - অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার।

১৮৫৭ খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম- প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়- রমেশচন্দ্র মজুমদার। 

সামন্ত শ্রেণীর বিদ্রোহ - রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত।

 অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ- রমেশচন্দ্র মজুমদার।


গ্রন্থকার ও গ্রন্থ

 সুরেন্দ্রনাথ সেন- Eighteen Fifty Seven

 রমেশচন্দ্র মজুমদার - The Sepoy Mutiny and the Revolt of 1857

শশীভূষণ চৌধুরী - Civile Rebellion in the Indian Mutinies. 

জন কে - History of the Sepoy War

টি.আর. হোমস- A History of the Indian Mutiny.

 টমাস মেটকাফ- The Aftermath Of Revolt: India

 পি. সি. যোশী - 1857 in our History 

মৌলানা আবুল কালাম আজাদ - Eighteen Fifty Seven

বিনায়ক দামোদর সাভারকর - The Indian War of Independence, 1857.

এরিক স্টোক - The Peasant and the Raj

অশোক মেহতা - 1857, the Great Rebellion

হরপ্রসাদ চট্টোপাধ্যায় - The Sepoy Munity, 1857.

এস.ডি. হোয়াইট- Complete History  of the Indian Mutiny.



https://youtu.be/EtBgdtalTh4

Like our Facebook Page 👍👍




https://youtu.be/EtBgdtalTh4

Post a Comment

Previous Post Next Post