SET-1

1.ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কোন বংশের শাসকেরা রাজত্ব করতেন?

 🔶ফ্রান্সে  বুরবোঁ বংশের শাসকেরা রাজত্ব করতেন।

2. ফরাসি শাসনব্যবস্থার প্রধান চালিকা শক্তি কারা ছিল?

 🔶ফরাসি শাসন ব্যবস্থার প্রধান চালিকা শক্তি ছিল ইনটেনডেন্ট নামক কর্মচারীরা। 

 3. কোন পরোয়ানা বা আইন দ্বারা ফ্রান্সে যেকোনো ব্যক্তিকে বিনা বিচারে বন্দী করা যেত?

 🔶লেতর দ্যা ক্যাশে। এই পরোয়ানা বা আইন দ্বারা ফ্রান্সের যে কোন ব্যক্তিকে বিনা বিচারে বন্দী করা যেত।

4. অ্যাডাম স্মিথ কে ছিলেন? 

🔶অ্যাডাম স্মিথ ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ।

 5. টেইলি কি? 

🔶টেইলি হলো ফ্রান্সে প্রচলিত ভূমি বা সম্পত্তি কর।

 6. টাইথ কি? 

🔶টাইথ হলো ফ্রান্সে প্রচলিত ধর্ম কর। 

7. ফ্রান্সে কয়টি প্রধান প্রত্যক্ষ কর প্রচলিত ছিল?

 🔶ফ্রান্সের তিনটি প্রধান প্রত্যক্ষ কর প্রচলিত ছিল।

 8. ফ্রান্সে প্রচলিত প্রধান প্রত্যক্ষ কর গুলির নাম লেখ। 

🔶ফ্রান্সে প্রচলিত প্রধান প্রত্যক্ষ কর গুলির নাম হল টেইলি, ক্যাপিটেশন এবং ভেটিয়েম। 

9. করভি কি?

🔶 করভি হল ফ্রান্সে প্রচলিত বেগার শ্রম প্রথা। 

10. ফরাসি সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?

 🔶 ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। 

11. ফ্রান্সে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল?

 🔶ফ্রান্সে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল জাজকরা। 

12. ফ্রান্সের দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল?

 🔶ফ্রান্সের দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল অভিজাত শ্রেণীর মানুষেরা।

13. ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল?

 🔶ফ্রান্সে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল ফ্রান্সের সাধারণ মানুষ। যেমন: মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক প্রভৃতি। 

14. যাজক শ্রেণী কয়টি ও কি কি ভাগে বিভক্ত ছিল?

 🔶ফ্রান্সের যাজক শ্রেণী  দুটি ভাগে বিভক্ত। যেমন: উচ্চ ও নিম্ন শ্রেণীর যাজক। 

15. অভিজাত শ্রেণী কয়টি ভাগে বিভক্ত ছিল?

 🔶দুইটি। পোশাকি অভিজাত এবং জন্মসূত্রে অভিজাত।

16. ফরাসি জনসংখ্যার কত অংশ ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্গত?

 🔶ফরাসি জনসংখ্যা প্রায় ৯৭ শতাংশ ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্গত।

17. ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মধ্যে কৃষকদের সংখ্যা কত ছিল? 

🔶ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মধ্যে কৃষকদের সংখ্যা ছিল প্রায় ৭৫ শতাংশ।

18. ফ্রান্সের কৃষকেরা কয়টি ভাগে বিভক্ত ছিল?

 🔶ফ্রান্সের কৃষকেরা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল।

 19. গ‍্যাবেল কি?

 🔶গ্যাবেল হল ফ্রান্সে প্রচলিত লবণ কর। 

20. ষোড়শ লুই এর রানীর নাম কি ছিল?

🔶 ষোড়শ লুই এর রানীর নাম ছিল মারি আতোয়ানেত।


🔶🔷🔶🔷🔶🔷


📌 সমস্ত নোটস্ এর জন্য ক্লিক করো। 


📌আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হওয়ার জন্য ক্লিক করো👆

Post a Comment

Previous Post Next Post