উচ্চ মাধ্যমিক ইতিহাস (ছোট প্রশ্ন ও উত্তর)

SHUVAJOY SIR 



i. উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা?  

HS '16

👉 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ছিলেন 'উন্মুক্ত দ্বার' নীতির প্রবক্তা। এই নীতিতে বলা হয়, বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশ কর্তৃক অধিকৃত চিনের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে।


ii. বর্ণবৈষম্য নীতি কোন্ দেশে বলবৎ হয়? HS '17

👉 বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকাতে বলবৎ হয়।


iii. সিংহল কাদের উপনিবেশ ছিল? HS '17

👉 সিংহল ইংল্যান্ডের উপনিবেশ ছিল।


অথবা, লগ্নি পুঁজি কাকে বলে? HS '17

👉 শিল্প অথবা বাণিজ্য ক্ষেত্র থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প অথবা বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ করে আরও অধিক মুনাফা লাভ করার উদ্যোগ গ্রহণ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে অভিহিত করা হয়।


iv. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? HS '16

👉 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ-উদ্‌দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।


অথবা, কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

সংসদ নমুনা প্রশ্ন-2018

👉 1793 খ্রিস্টাব্দে গর্ভনর জেনারেল লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।


V. কর্নওয়ালিশ কোড কী? HS '22

👉 গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ এদেশে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ন্যায়, সততা ও কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে যে সকল নিয়মবিধি প্রবর্তন করেন তা কর্নওয়ালিশ কোড নামে পরিচিত।


অথবা, অবশিল্পায়ন কী? HS '22

👉 অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত অবস্থা। যখন কোনো দেশে নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে প্রতিষ্ঠিত শিল্প ধ্বংসের পথে অগ্রসর হয় তখন তাকে বলে অবশিল্পায়ন।


vi. সাহুকার কাদের বলা হয়?  HS '16

👉 দক্ষিণ ও পশ্চিম ভারতে সুদখোর মহাজনদের বলা হয় সাহুকার।


vii. 'চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝায়? HS '17

👉 1835 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে 'চুইয়ে পড়া নীতি'-র কথা তুলে ধরেন। তাঁর এই নীতি অনুসারে ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমশ সমাজের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।


viii. দলিত কাদের বলা হত? HS '15

👉 দলিত শব্দটি এসেছে দলন থেকে, যার অর্থ হল দমিয়ে রাখা। ভারতীয় সমাজের উচ্চবর্ণের মানুষদের দ্বারা নিম্নবর্ণের যে শোষিত, নির্যাতিত ও অস্পৃশ্য মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখা হত তাদের দলিত বলা হত।


ix. AITUC কবে গঠিত হয়?

সংসদ নমুনা প্রশ্ন-2018

👉 1920 খ্রিস্টাব্দে AITUC বা All India Trade Union Congress গঠিত হয়।


x. সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? HS '18

👉 সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আগা খান।


অথবা, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

👉 ভারতে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি। এই তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। ভারতে দ্বিজাতিতত্ত্বের জনক স্যার সৈয়দ আহমেদ খান।


xi. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়?

👉 1940 খ্রিস্টাব্দে লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয়।


অথবা, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়?

👉 শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়।


xii. ফরওয়ার্ড ব্লক দল কে, কবে গঠন করেন?

👉 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন।


xiii. UNRRA-এর সম্পূর্ণ অর্থ কী?

👉 UNRRA-এর সম্পূর্ণ অর্থ 'United Na- tions Relief and Rehabilitation Association'


xiv. ইমরে নেগি কে ছিলেন?

👉 ইমরে নেগি ছিলেন হাঙ্গেরির যুক্তফ্রন্টের নেতা।


অথবা, NATO কবে গঠিত হয়?

👉 NATO বা North Atlantic Treaty Organisation গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে।


xv. SAARC-এর সম্পূর্ণ নাম কী?

👉 SAARC-এর সম্পূর্ণ নাম South Asian Association for Regional Cooperation |


অথবা, বাংলাদেশে 'জাতির পিতা' কাকে বলা হয়?

👉 মুজিবুর রহমানকে বাংলাদেশে 'জাতির পিতা' বলা হয়।


xvi. ভারতে আইনসভার উচ্চকক্ষের নাম কী?

👉 ভারতে আইনসভার উচ্চকক্ষের নাম রাজ্যসভা।


Post a Comment

Previous Post Next Post