WBCS Prelim - 2010
1. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?
(A) চিন
(B) ইরান
(C) রাশিয়া
(D) সুমের
2. মেগাস্থিনিস কে ছিলেন?
(A) সেলুকাসের দূত
(B) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
(C) গ্রিক পরিব্রাজক
(D) চিনা ভ্রমণকারী
3. ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞান ও গণিতবিদ)?
(A) মৌর্যযুগ
(B) গুপ্তযুগ
(C) পালযুগ
(D) দিল্লি সুলতানি
4. রাজতরঙ্গিনী কার লেখা?
(A) কৌটিল্য
(B) মেগাস্থিনিস
(C) কলহন
(D) এঁদের কেউই নন
WBCS Prelim - 2011
1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?
(A) অশ্বঘোষ
(B) নাগার্জুন
(C) হরিষেণ
(D) বসুমিত্র
2. বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন?
(A) কুশীনগর
(B) বুদ্ধগয়া
(C) কাশী
(D) সারনাথ
3. আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন?
(A) ১৬ মাস
(B) ১৯ মাস
(C) ২০ মাস
(D) ২৪ মাস
4. কে অমিত্রঘাত' নামে পরিচিত ছিলেন?
(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) অশোক
(D) কালাশোক
5. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
(A) কুশীনগর
(B) সাঁচি
(C) বুদ্ধগয়া
(D) সারনাথ
6. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
(A) ইলতুৎমিস
(B) আলাউদ্দিন খলজী
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরোজশাহ তুঘলক
7. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল-
(A) সোপারা
(B) তাম্রলিপ্ত
(C) কালিকট
(D) কোচিন
৪. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
(A) পাল
(B) পল্লব
(C) প্রতিহার
(D) চালুক্য
9. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত?
(A) প্রাকৃত
(B) সংস্কৃত
(C) পালি
(D) অর্ধমাগধী
10. নাসিক প্রশস্তি (শিলালিপি) কে প্রচার করেছিলেন?
(A) গৌতমীপুত্র সাতকর্ণী
(B) সমুদ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) ধর্মপাল
WBCS Prelim - 2012
1. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
(A) মনুসংহিতা
(B) ঋবেদ
(C) অথর্ববেদ
(D) শতপথ ব্রাহ্মণ
2. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
(A) কলহন
(B) বিল্হন
(C) বাণভট্ট
(D) হরিষেণ
3. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে কৈবর্ত্ত নেতা কে ছিলেন?
(A) ধোগতা
(B) গান্ধাতা
(C) দিব্য
(D) ময়ূরধ্বজ
4. গুপ্তবংশের কোন সম্রাট 'লিচ্ছবী দৌহিত্র' নামে পরিচিত ছিলেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) কুমারগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
5. 'খলিমপুর তাম্রপট' পালবংশীয় কোন রাজার সময়কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে?
(A) দেবপাল
(B) রামপাল
(C) ধর্মপাল
(D) প্রথম মহীপাল
WBCS Prelim - 2013
1. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া যায়?
(A) লোথাল
(B) হরপ্পা
(C) মহেঞ্জোদাড়ো
(D) কালিবঙ্গান
2. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে?
(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) সিন্ধু
(D) গুজরাট
3. বুদ্ধ জন্মগ্রহণ করেন-
(A) খ্রিঃ পূঃ ৫২৩
(B) খ্রিঃ পূঃ ৫৬৩/566
(C) খ্রিঃ পূঃ ৬২৩
(D) খ্রিঃ পূঃ ৬০২
4. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন?
(A) অন্তি
(B) মহাপদ্মনন্দ
(C) পুরু
(D) উপরের সবাই
5. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করেন?
(A) প্রিয়দর্শী
(B) ধর্মাশোক
(C) দৈবপুত্র
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শী
6. কোন গুপ্ত শাসক 'বিক্রমাদিত্য' নামে পরিচিত?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
7. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন?
(A) গোপাল
(B) বল্লাল সেন
(C) লক্ষ্মণ সেন
(D) ধর্মপাল
WBCS Prelim - 2014
1. ইন্ডিকার প্রণেতা কে?
(A) হেরোডোটাস
(B) মেগাস্থিনিস
(C) স্ট্রাবো
(D) প্লুটার্ক
2. তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে?
(A) আদি আর্যযুগ
(B) গান্ধার শিল্প
(C) গুপ্ত শিল্প
(D) মৌর্যশিল্প
3. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?
(A) পাল
(B) সেন
(C) গৌড়
(D) কামরূপ
4. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?
(A) সিন্ধু
(B) ঝিলাম
(C) রবি
(D) ইরাবতী
5. কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?
(A) বিম্বিসার
(B) চন্দ্রগুপ্ত
(C) প্রদ্যোৎ
(D) অজাতশত্রু
(6.) সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল?
(A) লোথাল
(B) কালিবঙ্গান
(C) চানহদারো
(D) মেহেরগড়
7. চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন?
(A) বিন্দুসার
(B) অজাতশত্রু
(C) অশোক
(D) হর্ষবর্ধন
৪. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল?
(A) যুদ্ধজয়
(B) ধর্মবিজয়
(C) দিগ্বিজয়
(D) এগুলির কোনোটিই নয়
(গ্রহণ পরিমোক্ষ)
9. প্রাচীনতম বেদ হল-
(A) অথর্ববেদ
(B) ঋকবেদ
(C) যজুর্বেদ
(D) সামবেদ
WBCS Prelim - 2015
1. সিন্ধুসভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
(A) হরপ্পা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) সুর্কোটাডা
2. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জী বর্ণিত বৌদ্ধগ্রন্থ?
(A) সুত্তপিটক
(B) বিনয়পিটক
(C) অভিধম্মপিটক
(D) দীপবশে
3. কাদম্বরী গ্রন্থের রচয়িতা-
(A) যোগেন্দ্র
(B) কলহন
(C) ভবভূতি
(D) বাণভট্ট
WBCS Prelim - 2016
1. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে?
(A) মৃচ্ছকটিক
(B) দেবীচন্দ্র গুপ্ত
(C) মত্তবিলাস
(D) মুদ্রারাক্ষস
2. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো-গ্রিক শাসক কে ছিলেন?
(A) ডিসিট্রিয়াস
(B) প্রথম অ্যান্টিওকাস
(C) মিনান্দার
(D) উপরের কোনটিই নয়
3. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
(A) ধর্মপাল
(B) ধ্রুব
(C) দেবপাল
(D) বল্লালসেন
4. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী
শক্তিগুলি কারা ছিল?
(A) পাল, চোল, পল্লব
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
(C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
(D) পাল, চোল, রাষ্ট্রকূট
*5. 'ভারতীয় প্রত্নতত্ত্বের জনক' কাকে বলা হয়?
(A) আলেকজান্ডার কানিংহাম
(B) গর্ডন চাইল্ড
(C) মার্টিমার হুইলার
(D) জন মার্শাল
6. হরপ্পার কোন অঞ্চল ধানচাষের সঙ্গে যুক্ত?
(A) কালিবঙ্গান
(B) লোথাল
(C) কোটডিজি
(D) রোপার
7. উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি-
(A) খ্রিঃ পূঃ ৬০০ অব্দে
(B) খ্রিঃ পূঃ ৮০০ অব্দে
(C) খ্রিঃ পূঃ ১০০০ অব্দে
(D) খ্রিঃ পূঃ ১৬০০ অব্দে
৪. বৌদ্ধধর্মমতে সকল দুঃখের কারণ হল-
(A) মায়া
(B) কাম
(C) তৃষ্না
(D) ক্রোধ
WBCS Prelim - 2017
1. 'কাদম্বরী'-র রচয়িতা হলেন-
(A) ক্ষেমেন্দ্র
(B) কলহন
(C) ভবভূতি
(D) বাণভট্ট
2. মৌর্য শাসক, যিনি তাঁর আদেশ লিপিগুলিতে 'পিয়দসি' নামের ব্যবহার করতেন, তিনি
(A) বিম্বিসার
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) বৃহদ্রথ
3. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন-
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) প্রথম কুলোতুঙ্গ
4. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন?
(A) বিম্বিসার
(B) অজাত শত্রু
(C) মহাপদ্মনন্দ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
5. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?
(A) মহেঞ্জোদারো
(B) সুকাতাজেনদোর
(C) কলিবঙ্গান
(D) লোথাল
6. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন
(A) কৌটিল্য
(B) নচিকেতা
(C) চরক
(D) জীবক
WBCS Prelim - 2018
1.) নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোন্টি গুজরাটে অবস্থিত নয়?
(A) সুরকোটাডা
(B) লোথাল
(C) ঢোলাভিরা
(D) বানওয়ালি
2. 'বুদ্ধচরিত' গ্রন্থটির রচয়িতা কে?
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোষ
(C) নাগার্জুন
(D) পাণিনি
3. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন?
(A) ফাসিয়ান (ফা-হিয়েন)
(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)
(C) মেগাস্থিনিস
(D) স্ট্রাবো
4. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
(A) অঙ্গ
(B) কোশল
(C) মগধ
(D) অবন্তী
5. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?
(A) বোধগয়া
(B) শ্রাবস্তী
(C) সারনাথ
(D) বৈশালী
6. গ্রিক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্রস' বলা হয়েছে?
(A) অশোক
(B) বিন্দুসার
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) ধননন্দ
7. 'বৃহৎ সংহিতা' গ্রন্থের রচয়িতা কে?
(A) আর্যভট্ট
(B) বরাহমিহির
(C) অমরসিংহ
(D) ব্রহ্মগুপ্ত
৪. কোন্ গুপ্ত শাসক হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) কুমার গুপ্ত
9. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত?
(A) সতীশ চন্দ্র
(B) বিপান চন্দ্র
(C) রামশরণ শর্মা
(D) অমলেশ ত্রিপাঠী
10. কে 'গঙ্গাই কোন্ড চোল' উপাধি ধারণ করেন?
(A) প্রথম রাজেন্দ্র
(B) প্রথম রাজরাজ
(C) প্রথম রাজাধিরাজ
(D) প্রথম কুলোতুঙ্গ
WBCS Prelim - 2019
1. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?
(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশীনগর
(D) বোধগয়া
2. 'মৃচ্ছকটিকম্' নাটকটির রচয়িতা ছিলেন-
(A) বিশাখদত্ত
(B) শূদ্রক
(C) বাণভট্ট
(D) ভাস
3. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন-
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) বিষ্ণুগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
4. অশোকের লিপি ও ব্রাক্ষ্মীলিপির পাঠোদ্ধার করেন-
(A) আলেকজান্ডার কানিংহাম
(B) জেমস প্রিন্সেপ
(C) ম্যাক্সমুলার
(D) মার্টিমার হুইলার
5. নিম্নে উল্লিখিত কোন্ স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাত্
📌📌 For All Mock Test Click here
💠💠💠💠💠💠💠
Post a Comment