স্মৃতি সততই মধুর। প্রতিটি মানব সমাজের অতীতের বিভিন্ন কাহিনী মধুর স্মৃতির পথ বেয়ে বংশপরম্পরায় পরবর্তী যুগে পৌঁছায়। তা দিয়েই প্রতিটি মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়। মানব সমাজের অতীতের এসব ঘটনা ও কাহিনীর বিবরণ যুগের পর যুগ অতিক্রম করে নানা পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের সমাজে প্রবাহিত হয়। এই পদ্ধতি গুলির মধ্যে অন্যতম হলো পৌরাণিক কাহিনী, কিংবদন্তির কাহিনী, লোককথা, স্মৃতিকথা, মুখে মুখে প্রচারিত কথা প্রভৃতি জনশ্রুতি। সুদূর অতীতকাল থেকে বর্তমানে চলে আসা বিভিন্ন জনশ্রুতি গুলিতে মানব সভ্যতার বিবর্তন প্রাচীনকালের শিকারী, খাদ্য সংগ্রহ কারী ও পশুপালক মানুষের জীবন গোষ্ঠীবদ্ধ গ্রাম সমাজের প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় নিয়ে বিভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায় তাই এক কথায় জনশ্রুতি গুলিকে মৌখিক ঐতিহ্য- বাহিত ঐতিহাসিক সাহিত্য বলা যায়।
অতীত স্মরণCHAPTER:1
|
Post a Comment