medieval-indian-history-mock-test-history
The History Exploring 

🎯 NET/SET পরীক্ষায় প্রায়শই এই টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে

** কমপক্ষে 10 বার পড়তে হবে**

হাকিম - সুলতানি যুগে প্রদেশের গভর্নর

ওয়ালি  - মুঘল যুগে প্রদেশের গভর্নর

হাদিস -  হযরত মুহাম্মদ এর সংকলিত বাণী

 হান - দক্ষিণ ভারতের সোনার মুদ্রা

সেরাই আদল - আলাউদ্দিন প্রতিষ্ঠিত দিল্লির বস্ত্র বাজার

সরফ -  মুদ্রার বিনিময়কারী বা ব্যাংকার

সয়ুরঘল - নিষ্কর সম্পত্তি

সম - দরবেশ দের গান

সদা - একশ গ্রাম এর মালিক

সদর - ই - জাহান - ধর্ম ও দাতব্য প্রতিষ্ঠানের প্রধান

শিকদার - সৈন্য বাহিনীর অফিসার, শিকের বা একটি অঞ্চলের ভারপ্রাপ্ত

শাহানা-ই- মান্ডি - বাজার পরিদর্শক

শাহানা - পুলিশ বিভাগের প্রধান

 রবি - শীতকালীন শস্যের চাষ

 যজমানি - সেবার পরিবর্তে উৎপন্ন ফসলের অংশীদার

মোকাদ্দম - গ্রামীণ ভূস্বামী ও রাজস্ব আদায়কারী

মোকাসা - শিবাজী প্রদত্ত জাগির

মুহতাসিব - শহরের তত্ত্বাবধানকারী

মুশরিক-ই- মামালিক - হিসাব রক্ষক

মুজারিয়ান - ভাগচাষী

মুজারি - কৃষক

উসলুব - সুলতানের আদেশ জারি

 নিবর্তন - জমি পরিমাপ

 রায় - হিন্দু প্রধান 

রায়ত - প্রজা কৃষক 

রায়ান - রায়দের প্রধান

 রাবাত - হিন্দু প্রধান 

রুপিয়া - রৌপ্য মুদ্রা

সিজদা - আভূমি  নত হয়ে সম্মান প্রদর্শন


🎯 অন্যান্য লেখা গুলি হল:

✍ ভারতীয় সম্বত সমূহ

✍ ইলোরা গুহা


📢📢 আমাদের FACEBOOK GROUP এ যুক্ত হওয়ার জন্য ক্লিক করুন

✍ নেট সেট পরীক্ষায় পাস করতে হলে এই বইটি অবশ্যই পড়তে হবে। বলা চলে এই বইটি হলো নেট সেট পরীক্ষার বাইবেলের সমতুল্য

✍ এই বইটির কোশ্চেন সেট গুলো কমপক্ষে প্রতিদিন দুটি করে প্র্যাকটিস করতে হবেই তবে সাফল্য নিশ্চিত**

Post a Comment

Previous Post Next Post