1. নজরানা কি?

✍ কোন ইউরোপীয় জাতির চিনা সম্রাটকে বিশেষ উপহার দিয়ে বাণিজ্যের অনুমতি নেওয়া কে বলা হত নজরানা ব্যবস্থা।

2. ভারতের প্রথম পাটকল কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

✍ 1855 খ্রিস্টাব্দে বাংলার রিষড়ায়

3. কোড কর্নওয়ালিস কি?

✍ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে কতগুলি আচরণবিধির সংস্কার এবং আইন প্রণয়ন করেন। এগুলি একত্রে কোড কর্নওয়ালিস নামে পরিচিত।

4. ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয়?

✍ 1853  খ্রিস্টাব্দে

5. কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?

✍ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।

6. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত?

✍ উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্শম্যান কে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।

7. দলিত কাকে বলা হয়?

✍ ব্রিটিশ ভারতে ভারতীয় সমাজে অনুন্নত, অস্পৃশ্য ও নিপীড়িত শ্রেণীরা দলিত নামে পরিচিত।

8. কারা নব্য বঙ্গ নামে পরিচিত?

✍ ডিরোজিওর অনুগামীরা ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ নামে পরিচিত। ডিরোজিও ছাড়াও অন্যান্য অনুগামীরা হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র প্রমুখ।

9. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?

✍ চীনের শ্রমিকদের বিদেশে কাজে পাঠানোর আগে এজেন্টরা শ্রমিকদের নির্দিষ্ট বেতনের বিনিময় নির্দিষ্ট সময় কাজ করার এক চুক্তিতে স্বাক্ষর করত। এই ধরনের শ্রমিকরা চুক্তিবদ্ধ শ্রমিক নামে পরিচিত ছিল।

10.  কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?

✍ লর্ড ওয়েলেসলি

11. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল?

✍ ব্রিটিশ সরকার বিরোধী ভারতীয় গণআন্দোলন গুলি স্তব্ধ করা।

12. রশিদ আলী দিবস কবে, কেন পালিত হয়েছিল?

✍ 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলির সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়।

13. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? 

✍ লর্ড ডালহৌসি।

14. TISCO এর পুরো কথাটি কি?

✍ টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি।

15. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

✍ লর্ড মাউন্টব্যাটেন।

16. কে, কবে পার্ল হারবারে বোমাবর্ষণ করে?

✍ জাপান 1941 খ্রিস্টাব্দে।

 17. আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন? 

✍ লক্ষ্মী স্বামীনাথন।

18. সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন?

✍ আগা খান।

19. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

✍ হিদেকি তোজো।

20. বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

✍ 1943 খ্রিস্টাব্দে/ 1350 বঙ্গাব্দ।

21. কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বির্তকের অবসান ঘটান?

✍  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

22. কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

✍ উইলিয়াম জোন্স

23. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

✍ 1759 থেকে চীনের ক্যান্টন বন্দর কে কেন্দ্র করে বিদেশি বণিকদের যে বাণিজ্য প্রথা গড়ে ওঠে, তাকে ক্যান্টন বাণিজ্য বলে।

24. ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলে?

✍ ভারতীয় আমলাতন্ত্রকে।

English Baza,  Malda, W.B 


 

Post a Comment

Previous Post Next Post