1. নিম্নের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

A) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ৩+৫= ৮

 অথবা,  মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো?  ইতিহাস রচনায় এর গুরুত্ব আলোচনা করো। ২+২+৪=৮

B) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর ফল কি হয়েছিল? ৫+৩=৮

2. নিম্নের আটটি প্রশ্নের উত্তর দাও: ১×৮=৮

১. কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না A)পন্ডিচেরি B)চন্দননগর C)বেসিন D)মাহে

২. ভারতের প্রথম কয়লা খনি টি ছিল - A)আসানসোলে B)রানীগঞ্জের C)ঝরিয়াতে D)দুর্গাপুরে

৩. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় - A)রবার্ট ক্লাইভ B)ভেরেলস্ট C)ওয়ারেন হেস্টিংস D)লর্ড ওয়েলেসলি

৪. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না- A)সিরাজউদ্দৌলা B)মীর কাসিম C)দ্বিতীয় শাহ আলম D)সুজাউদ্দৌলা

৫. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল- A) ব্রিটিশ মিউজিয়াম B) নান্না মিউজিয়াম C) লুভর মিউজিয়াম D) রোমান মিউজিয়াম

৬. জেমস মিল ভারতের ইতিহাস কে ভাগ করেছেন- A) দু'ভাগে B) তিন ভাগে C) চার ভাগে D) পাঁচ ভাগে

৭. রাজতরঙ্গিণী রচনা করেন- A) কৌটিল্য B) কলহন C)বিলহন D) কালিদাস

৮. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়- A) থুকিডিডিসকে B) হেরোডোটাসকে C) সু মা কিয়েনকে D) ইবনে খালদুনকে

3. নিম্নের যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও: ১×৬=৬

১. কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?

২. ভারতে রেলপথ নির্মাণে বিদেশি কোম্পানিকে সরকার কি কি গ্যারান্টি দেয়?

৩. একশত দিনের সংস্কার কি?

৪. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

৫. দস্তক কি?

৬. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি?

৭. প্যারালাল মিথস গ্রন্থের লেখক কে?

৮. হাজারদুয়ারি জাদুঘর কি ধরনের জাদুঘর?

Post a Comment

Previous Post Next Post