💠 ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠন টি হল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

প্রতিষ্ঠাকাল -   1920 খ্রিস্টাব্দে 7 জুলাই 



প্রতিষ্ঠা স্থান - বোম্বাই 

প্রতিষ্ঠাতা সদস্য-  বি পি ওয়াদিয়া( মাদ্রাজ), বালগঙ্গাধর তিলক, এন এম যোশী, জোসেফ ব্যাপ্তিস্তা( মহারাষ্ট্র), লালা লাজপত রায়(পাঞ্জাব)।

 প্রথম অধিবেশনের কাল ও স্থান - 1920 খ্রিঃ 31 শে অক্টোবর, বোম্বাই।

প্রথম সভাপতি - লালা লাজপত রায় 

প্রথম সহ-সভাপতি - জোসেফ ব্যাপ্তিস্তা

 সাধারণ সম্পাদক-  দেওয়ান চমনলাল (AITUC  এর দ্বিতীয় অধিবেশনের সভাপতি) 

 প্রথম অধিবেশনে উপস্থিত প্রতিনিধির সংখ্যা ছিল-  806 জন

প্রথম অধিবেশনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ- মতিলাল নেহেরু, বিঠল ভাই প্যাটেল, অ্যানি বেসান্ত, বি পি ওয়াদিয়া,  সি এফ এন্ডুজ, সৈয়দ আব্দুল্লাহ বেলভ্রী, নরিম্যান,  জিন্না প্রমুখ উল্লেখযোগ্য। 

প্রথম অধিবেশনের সভাপতি ভাষণে লালা লাজপত রায়  বলেন শ্রমিক শ্রেণীর এই জাগরণ একটি যুগের অবসান ও অন্য যুগের সূচনা দিকচিহ্ন স্বরূপ

AITUC এর দ্বিতীয় অধিবেশন বসে বিহারের ঝরিয়ায়। দ্বিতীয় অধিবেশনের সভাপতি দেওয়ান চমনলাল। তিনি বলেন শ্রমিক শ্রেণীর জন্য স্বরাজ অর্জন হল আমাদের উদ্দেশ্য। AITUC  এর তৃতীয় অধিবেশন বসে লাহোরে 1923 খ্রিস্টাব্দে এবং চতুর্থ অধিবেশন বসে কলকাতায় 1924 খ্রিস্টাব্দে। দুটি অধিবেশনেই সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

1919 খ্রিস্টাব্দে অমৃতসর অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রথম শ্রমিকদের সমস্যাগুলিকে গুরুত্ব প্রদান করেছিল।

1929 খ্রিস্টাব্দে AITUC এর ভাঙ্গন ঘটে।

Like our Facebook Page 👍👍


Post a Comment

Previous Post Next Post