HISTORY | CLASS-XII| FM- 30 | TIME- 1 HOUR
Part-A
A. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2= 16
1. মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করে? (5+3)
অথবা, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্নির্মাণ এ জাদুঘরের ভূমিকা লেখ। (3+5)
2. ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্য গুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান এর কারণ কি ছিল? (4+4)
অথবা, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? এর ফল কি হয়েছিল? (3+5)
Part-B
B. বিকল্পপ উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ: 1×10 = 10
i) জীবনের জলসাঘরে গ্রন্থটি হল একটি- a) ঐতিহাসিক গ্রন্থ b)লোক কথা c)স্থানীয়়় ইতিহাস গ্রন্থ d)স্মৃতিকথা
ii) হারকিউলিস চরিত্রটি হল - a)গ্রিসের কিংবদন্তি b)রোমের কিংবদন্তি c)মিশরের কিংবদন্তি d)কোনটি ঠিক নয়
iii) জেমস মিল ভারতের ইতিহাস কে ভাগ করেছেন- a)দু'ভাগে b)তিন ভাগে c)চার ভাগে d)পাঁচ ভাগে
iv) সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন- a)ক্রোচে b)ই এইচ কার c)মিল d)লক
v) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়- a)থুকিডিডিস b)হেরোডোটাস c)সুমা কিন d)ইবন খলদুন
vi) ভারতের প্রথম কয়লা খনি টি ছিল - a)আসানসোল b)রানীগঞ্জ c)ঝরিয়া d)দুর্গাপুর এ অবস্থিত
vii) Poverty and Un-British rule in India গ্রন্থের লেখক - a)দাদাভাই নওরোজি b)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় c)যদুনাথ সরকার d)রজনীপাম দত্ত
viii) চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে - a)ম্যাকাও b)সাংহাই c)ক্যান্টন d)নানকিং
ix) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন - a)মুর্শিদকুলি b)আলীবর্দী খাঁ c)সুজাউদ্দিন d)সিরাজউদ্দৌলা
X) কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল- a)1773 b)1774 c)1783 d)1784
C. নিম্নের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও: 1×4= 4
i) ফারুকশিয়ারের ফরমান কি?
ii) অন্ধকূপ হত্যা কি?
iii) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?
iv) সূর্যাস্ত আইন কি?
v) কো হং কাদের বলা হত?
vi) দস্তক কি?
Post a Comment