1.প্রাক ইতিহাস কাকে বলে? 

📌 মানব সভ্যতার সূচনা কাল থেকে শুরু করে লিখিত ঐতিহাসিক উপাদান প্রাপ্তির আগে পর্যন্ত নিদর্শন এর ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তাহলো প্রাক ইতিহাস।

 2.লেখমালা বলতে কী বোঝো? 

📌প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত ইট পাথর স্তম্ভ এবং বিভিন্ন ধাতুর পাত্রের উপর খোদাই করা ইতিহাসের উপাদান গুলি কে লেখমালা বলে।

3. ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস কে কি কি ভাগে ভাগ করেছেন? 

📌জেমস মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেছেন । যথা - হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।

3. রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? 

📌কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু হলো খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ও সেখানকার রাজবংশের ইতিহাস ।

4.মেসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো ।

📌মেসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য হল উভয় সাম্রাজ্যে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল।

5. জাস্টিনিয়ান কোড কি? 

📌মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পূনর্গঠনের জন্য রোমান সম্রাট জাস্টিনিয়ান প্রায় 4000 আইন সংবলিত এক আইন-বিধি রচনা করেন যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত ।

6.অটোমান কারা? 

📌ওসমান শব্দ থেকে অটোমান শব্দটি এসেছে। ওসমান 1299 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যে বসবাস করি তুর্কিরা অটোমান নামে পরিচিত।

7. ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝায়? 

📌ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হলো থিওক্রাটিক। দেবতা তন্ত্রিক রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয়। এইরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে।

8. টিউডর বিপ্লব কি?

 📌ইংল্যান্ডের টিউডর বংশের রাজা অষ্টম হেনরির মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডে চার্চের ক্ষমতা ধ্বংস করে জাতীয় চার্জ প্রতিষ্ঠা, অষ্টম হেনরি ও ক্যাথারিনের বিবাহ বিচ্ছেদ প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে রাজার ক্ষমতা বৃদ্ধি করে এবং দেশে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন এই পরিবর্তন টিউডর বিপ্লব নামে পরিচিত। 

9.উলেমা কারা?

📌 মুসলিম ধর্মীয় জগতের ধর্ম বিশেষজ্ঞ এবং ইসলামী আইন, শরীয়তের ব্যাখ্যা কর্তা কে বলা হয় উলেমা। 

10.অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? 

📌চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি তে আদর্শ রাষ্ট্রনীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন রাজস্ব ও বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবন নারীদের অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে। 

11.জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থের নাম লেখ? 

📌তারিখ ই ফিরোজশাহী এবং ফতোয়া-ই-জাহান্দারি।

12. ফিফ কি? 

📌মধ্যযুগের ইউরোপে যে উর্দ্ধতন সামন্তরা অধঃস্তন সামন্তদের ছোট ছোট জমি দিত তাকে বলা হত ফিফ।

13. কর্ভি বলতে কী বোঝো?

📌 ইউরোপীয় সামন্ততান্ত্রিক কাঠামোয় কৃষকরা বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে  সামন্ত প্রভুর জমিতে শ্রম দিতে বাধ্য থাকতো এই শ্রম কর্ভি নামে পরিচিত।

14. নিগম কি? 

📌প্রাচীন ভারতের শিল্পী কারিগর বা বণিকদের নিজস্ব সংগঠন নিগাম নামে পরিচিত। 

15.নাইট কারা? 

📌ইউরোপের সামন্ততন্ত্র ব্যবস্থায় উচ্চবশীয় যেসব যুবক যোদ্ধাদের নিয়ে সামন্ত প্রভুর প্রতিরক্ষা বাহিনী গঠিত হতো, সেই সব যুবক যোদ্ধাদের বলা হত নাইট।

16. ভার্নি কাদের বলা হত?

📌 ক্রীতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হয় তারা ভার্নি নামে পরিচিত।

17. দ্বিজ কাদের বলা হয়? 

📌প্রাচীন ভারতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তারা তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করতেন এই কারণে এরা দ্বিজ নামে পরিচিত ছিলেন।

18. অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে?

 📌বশিষ্ঠ মুনি 

19.ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলা হয়? 

📌প্রাচীন ভাষ্যকার মনু শক, যবন, হুন, কুষান প্রভৃতি বহিরাগত জাতি গুলিকে ব্রাত্য ক্ষত্রিয় বলেছেন। 

20.কোন সময়কাল আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত?

 📌650 থেকে 1206 খ্রিস্টাব্দে পর্যন্ত।

21. ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন? 

📌তামা ও রুপোর মুদ্রা। 

22. কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?

📌বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন ভগবতী সূত্র এছাড়াও হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়। 

23.এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

📌 সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। 

24. কে ভারতে মনসবদারি প্রথা চালু করেন? 

📌মুঘল সম্রাট আকবর।




ORDER NOW



Post a Comment

Previous Post Next Post