1.রোমান বসতি কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে-  আরিকামেডু

2.সঙ্গম যুগের বেলি বলতে বোঝাত - ভূমি পরিমাপের একক 

3.দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বন্দর গুলি হল- কাবেরী পত্তনাম ও কুরকাই 

4.তলকাপিয়াম হল সঙ্গম সাহিত্যের - তামিল ব্যাকরণ গ্রন্থ 

5.নন্দ ও মৌর্যদের উল্লেখ করেছেন যে তামিল কবি তার নাম - মামুলনার 

 6.আরিকামেডু থেকে যে সমস্ত মৃৎপাত্র পাওয়া গেছে সেগুলি হল - অ্যারেটাইন, অ্যাম্ফোরে, চক্রাঙ্কিত মৃৎপাত্র।

7. শিলাপ্পদিকরম এর লেখক - ইলাঙ্গ আদিগল।

8. তিরুক্কুরাল- দর্শন 

তোল্কাপিয়াম- ব্যাকারন, 

শিলাপ্পদিকরম - প্রেমের গল্প,

 মনিমেখলাই- বনিক গল্প।

9. খ্রিস্টীয় প্রথম শতকের দিকে ভারত ও রোমের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কের তথ্য কোন প্রত্নস্থান উৎখননের ফলে জানা যায় - আরিকামেডু

10. দি পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ানসি এর লেখকের কাছে নিচের কোন বন্দরটি পডুকে নামে পরিচিত ছিল -আরিকামেডু 

11.অ্যাম্ফোরা জার - লম্বা এবং উভয় পাশে হাতলযুক্ত জার। 

12.কোন তামিল গ্রন্থ লঘু বেদ নামে পরিচিত ছিল- কুরল।

13. কোন নদী পান্ড রাজ্যের জীবন রেখা ছিল- বেঙ্গী।



Post a Comment

Previous Post Next Post