1. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন?

নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের বিরোধিতা করে ১৯৮৫ সালে এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে বিভিন্ন শ্রেণির মানুষের যোগদান লক্ষ্য করা যায়। যেমন- পরিবেশবিদ, মানবাধিকার কর্মী, সাধারণ কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ।এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মেধা পাটেকর ও বাবা আমতে

2. ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম:

 1) ঝুমুর- পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য, এছাড়াও ঝাড়খন্ড, ছত্তিশগড়, আসাম ও ওড়িশা রাজ্যে এই ধরনের নৃত্য আছে।

2) কুচিপুড়ি- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। 
3) বিহু, বাগুরুম্বা- আসাম রাজ্যের নৃত্য।
4) ভাঙ্গরা- পাঞ্জাব রাজ্যের নৃত্য।
5) কথাকলি, মোহিনীনাট্যম- কেরালা রাজ্যের নৃত্য।
6) ভারতনাট্যম- তামিলনাড়ু রাজ্যের নৃত্য।
7) ডান্ডিয়া, গর্বা- গুজরাট রাজ্যের নৃত্য।
8) ঘুমর- রাজস্থান রাজ্যের নৃত্য।
9) রংমা- নাগাল্যান্ড রাজ্যের নৃত্য।
10) ওড়িশি- ওড়িশা রাজ্যের নৃত্য।
11) পন্থি- ছত্তিশগড় রাজ্যের নৃত্য।
12) কত্থক, ঝোরা – উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য।
13) মাটকি- মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য।
14) লবনি, কোলি- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।
15) রউফ- জম্মু ও কাশ্মীর রাজ্যের নৃত্য।
16) সরহুল, ছৌ- ঝাড়খন্ড রাজ্যের নৃত্য।
17) যক্ষগণ, সুগ্গি- কর্ণাটক রাজ্যের নৃত্য।
18) ফাগ- হরিয়ানা রাজ্যের নৃত্য।
19) হোজাগিরি- ত্রিপুরা রাজ্যের নৃত্য।
20) বুইয়া- অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য।
21) চেরাউ, খুয়াল্লাম- মিজোরাম রাজ্যের নৃত্য।
22) নুপা- মণিপুর রাজ্যের নৃত্য।
23) লাহো- মেঘালয় রাজ্যের নৃত্য।

3. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল ঊনবিংশ শতকের শেষার্ধে অবিভক্ত বাংলায় কলকাতা হতে ইংরাজী ভাষায় প্রকাশিত সংবাদ সাপ্তাহিক। সমকালীন বাংলার সমাজিক,  রাজনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র জাতীয়তাবাদী ব্যক্তিত্বের সম্পাদনায় নির্ভীক ও নিরপেক্ষ দৃষ্টিতে জনসমক্ষে পরিবেশিত হত।

প্রতিষ্ঠাকাল- ১৮৫৩

ধরন - সাপ্তাহিক (১৮৫৩–১৮৯২), দৈনিক (১৮৯২–১৯২৪

মালিক-  মধুসূদন রায়(১৮৫৩–৫৪) গিরিশচন্দ্র ঘোষ (১৮৫৪–৫৬)

 সম্পাদক- 1.গিরিশচন্দ্র ঘোষ (১৮৫৩–৫৫) 2.রিশচন্দ্র মুখোপাধ্যায় (১৮৫৫–৬১) 3.গিরিশচন্দ্র ঘোষ (১৮৬১) 4.কৃষ্ণদাস পাল (১৮৬১–১৮৮৪) 5.রাজকুমার সর্বাধিকারী (১৮৮৪ –১৯১১)



Post a Comment

Previous Post Next Post