Q। কাকে, কেন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয়?


ওয়াইক্লিফের ভূমিকা: 

চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের জন ওয়াইক্লিফ (John Wycliff) (১৩২০-১৩৮৪ খ্রি) সর্বপ্রথম ক্যাথোলিক চার্চ ও পোপতন্ত্রের দুর্নীতির প্রতিবাদ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াইক্লিফ 'ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা' (Morning Star of the Reformation Movement) নামে পরিচিত। 


1। বাইবেলের অনুবাদ: 

খ্রিস্টধর্মের মূল আদর্শ সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যে তিনিই সর্বপ্রথম ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ করেন। 


2। পোপের প্রয়োজনহীনতা প্রচার: 

তিনি বলেন যে, প্রতিটি মানুষ ঈশ্বরের কাছে সমান। মানুষ নিজ কর্মের দ্বারাই ঈশ্বরের সান্নিধ্য লাভকরতে পারে। এজন্য পোপের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। 


3। জনমত গঠন: 

তাঁর প্রচারে দেশের সর্বত্র চার্চের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। তিনি চার্চের সংস্কারে ব্যর্থ হলে পোপ ও চার্চের কর্তৃত্ব অস্বীকার করেন। তাঁর প্রভাবে রাজা তৃতীয় এডওয়ার্ডের আমলে ইংল্যান্ডে কৃষকবিদ্রোহ শুরু হয়। জন ওয়াইক্লিফের অনুগামীরা 'লোলার্ড' নামে পরিচিত। চার্চের দুর্নীতির প্রতিবাদ করায় বহু লোলার্ডকে আগুনে পুড়িয়ে মারা হয়। 


ওয়াইক্লিফের স্বাভাবিক মৃত্যু হলেও চার্চ তাঁর মৃতদেহকে অগ্নিদগ্ধ করে শাস্তি দেয়।


🍀🍀🍀🍀🍀




Post a Comment

Previous Post Next Post