Q. জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো?
জ্যোতির্বিজ্ঞান (Astronomy) বিজ্ঞানের এমন একটি শাখা যাতে মহাবিশ্বে অবস্থিত সকল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বস্তুসমূহের উৎপত্তি, বিবর্তন, গঠন, দূরত্ব এবং গতি নিয়ে আলোচনা করা হয়।
অ্যারিস্টট্ট্ল ( 384-322 খ্রিস্টপূর্বাব্দ):
- অ্যারিস্টট্ল ছিলেন একজন গ্রিক দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানী। 384 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিসের স্টাগিরাস নামক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নিকো ম্যাকাস ছিলেন রাজা অ্যামিন্টাসের গৃহচিকিৎসক।
- পিতার মৃত্যুর পর 17 বছর বয়সে তিনি এথেন্সের গ্রিক দার্শনিক প্লেটোর অ্যাকাডেমিতে ভর্তি হন। পরে ম্যাসিডনিয়ার শাসক দ্বিতীয় ফিলিপের দরবারে উপস্থিত হন। সেখানে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
- 322 খ্রিস্টপূর্বাব্দে 63 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি বলেন যে, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং তা স্থির ও অনড়।
পৃথিবীকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্ব
সূর্য, গ্রহ ইত্যাদি পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। একে বলা হয় Geocentric theory of Universe অর্থাৎ, পৃথিবীকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্ব। অ্যারিস্টলের বিশ্বপরিকল্পনায় ব্রহ্মাণ্ড একক, সম্পূর্ণ ও অসীম। আনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দে তিনি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক On the Heavens গ্রন্থটি
রচনা করেন।
🍀🍀🍀🍀🍀
Post a Comment