যে কোন দুইটি প্রশ্নের উত্তর দাও: ৪×২= ৮

১/ প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো তা বর্ণনা করো। 

অথবা, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ।

২/ হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে কিভাবে বাবু কালচার এর নিন্দা করা হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। 

অথবা, টীকা লেখ: বামাবোধিনী পত্রিকা।

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ২×৫=১০

৩.১, উডের ডেসপ্যাচ এর সুপারিশ গুলি লেখ।

৩.২, এশিয়াটিক সোসাইটি কে, কত খ্রিস্টাব্দে, কেন প্রতিষ্ঠিত করেন?

৩.৩, নীলদর্পণ নাটকের মাধ্যমে দীনবন্ধু মিত্র কি দেখাতে চেয়েছেন?

৩.৪, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের দুটি সুবিধা ও অসুবিধা লেখ।

৩.৫, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি?

৩.৬, জীবনের ঝরাপাতা নামক গ্রন্থ থেকে ইতিহাসের কোন কোন তথ্য পাওয়া যায়?

যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও ১×৭= ৭

৪.১, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি -  ক)বেঙ্গল গেজেট  খ) দিকদর্শন  গ) সমাচার দর্পণ ঘ)সমাচার চন্দ্রিকা

৪.২, সেদিনের কথা গ্রন্থটির রচয়িতা কে - ক)দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়  খ)মণিকুন্তলা সেন  গ)সুভাষচন্দ্র বসু  ঘ)প্রভাস চন্দ্র লাহিড়ী

৪.৩, নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেত্রী ছিলেন- ক)মেনকা গান্ধী  খ)গৌরী দেবী  গ)মেধা পাটেকর  ঘ)বাসন্তী দেবী

৪.৪, ভারতনাট্যম ভারতবর্ষের কোন রাজ্যের নৃত্য শৈলী- ক)অন্ধ্রপ্রদেশ  খ)তামিলনাড়ু  গ)কেরালা  ঘ)পাঞ্জাব

৪.৫, ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি - ক)আলম আরা  খ)জামাই ষষ্ঠী  গ)রাজা হরিশচন্দ্র  ঘ)মেঘে ঢাকা তারা

৪.৬, কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ক)১৮০০ খ)১৮১৭ গ)১৮১৮ ঘ)১৮২০

৪.৭, কত খ্রিস্টাব্দে অকল্যান্ড মিনিট পাস হয়- ক)১৮৩৫ খ)১৮৩৭ গ)১৮৩৮ ঘ)১৮৩৯

৪.৮, নিম্নের কে প্রাচ্যবাদী ছিলেন- ক) কলভিন  খ)উইলসন গ)মেকলে  ঘ)স্যান্ডার্স

৪.৯, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন- ক)মধুসূদন রায়  খ)গিরিশচন্দ্র ঘোষ  গ)হরিশচন্দ্র মুখোপাধ্যায়  ঘ)কৃষ্ণদাস পাল 




Post a Comment

Previous Post Next Post