HISTORY | CLASS-XII| FM- 30 | TIME- 1 HOUR

Part-A 

A. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8×2= 16

1. মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করে? (5+3)

অথবা, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্নির্মাণ এ  জাদুঘরের ভূমিকা লেখ। (3+5)

2. ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্য গুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান এর কারণ কি ছিল? (4+4)

অথবা, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? এর ফল কি হয়েছিল? (3+5)

Part-B

B. বিকল্পপ উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ: 1×10 = 10

i) জীবনের জলসাঘরে গ্রন্থটি হল একটি- a) ঐতিহাসিক গ্রন্থ  b)লোক কথা  c)স্থানীয়়় ইতিহাস গ্রন্থ  d)স্মৃতিকথা 

ii) হারকিউলিস চরিত্রটি হল - a)গ্রিসের কিংবদন্তি b)রোমের কিংবদন্তি   c)মিশরের কিংবদন্তি  d)কোনটি ঠিক নয়

iii) জেমস মিল ভারতের ইতিহাস কে ভাগ করেছেন- a)দু'ভাগে b)তিন ভাগে c)চার ভাগে d)পাঁচ ভাগে

iv) সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন- a)ক্রোচে b)ই এইচ কার  c)মিল  d)লক

v) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়-  a)থুকিডিডিস b)হেরোডোটাস  c)সুমা কিন  d)ইবন খলদুন

vi) ভারতের প্রথম কয়লা খনি টি ছিল - a)আসানসোল b)রানীগঞ্জ c)ঝরিয়া d)দুর্গাপুর এ অবস্থিত

vii) Poverty and Un-British rule in India গ্রন্থের লেখক - a)দাদাভাই নওরোজি b)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় c)যদুনাথ সরকার d)রজনীপাম দত্ত

viii) চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে - a)ম্যাকাও b)সাংহাই c)ক্যান্টন d)নানকিং

ix) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন - a)মুর্শিদকুলি b)আলীবর্দী খাঁ c)সুজাউদ্দিন d)সিরাজউদ্দৌলা

X) কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল- a)1773 b)1774 c)1783 d)1784

C. নিম্নের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও: 1×4= 4

i) ফারুকশিয়ারের ফরমান কি? 

ii) অন্ধকূপ হত্যা কি?

iii) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?

iv) সূর্যাস্ত আইন কি?

v) কো হং কাদের বলা হত?

vi) দস্তক কি?

Online Class are available allover West Bengal 



Post a Comment

Previous Post Next Post