ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা


(1) ভারতে যার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে, তিনি হলেন-

(ক) চেঙ্গিস খান

(খ) আহমদ শাহ আবদালি

(গ) নাদির শাহ

(ঘ) সফদর জং।




(2) আজিম-উস-শান ছিলেন একজন-

(ক) মুঘল যুবরাজ

(খ) অযোধ্যার নবাব

(গ) হায়দরাবাদের নিজাম

(ঘ) বাংলার নবাব।




(3) মানিকচাঁদ ঢাকায় যে কারবার শুরু করেন, তা হল-

(ক) লবণ

(খ) মহাজনি

(গ) নীল

(ঘ) তাঁত।




(4) *'কাটরা মসজিদ' প্রতিষ্ঠা করেন-

(ক) আলিবর্দি খান

(খ) মুর্শিদকুলি খান

(গ) আলিকুলি বেগ

(ঘ) মির জাফর।




(5) সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান ছিলেন-

(ক) মির জাফর

(খ) সিরাজ উদ-দৌলা

(গ) মুর্শিদকুলি খান

(ঘ) নজম উদ-দৌলা।




(6) *মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল-

(ক) ঢাকা

(খ) নদিয়া

(গ) লক্ষণাবতী

(ঘ) কলকাতা।




(7) *ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-

(ক) দেওয়ান

(খ) ফৌজদার

(গ) নবাব

(ঘ) জমিদার।




৪) ঔরঙ্গজেব 'চিন কুলিচ খান' উপাধি দেন-

(ক) মির কামার উদ-দিন খান সিদ্দিকিকে

(খ) ফাররুখশিয়রকে

(গ) মুর্শিদকুলি খানকে

(ঘ) সুজা উদ-দৌলাকে।





(9) *হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন-

(ক) মহম্মদ শাহ

(খ) ফাররুখশিয়র

(গ) মির কামার উদ-দিন খান সিদ্দিকি

(ঘ) মুবারিজ খান।




(10) কত খ্রিস্টাব্দে আসফ ঝা মুবারিজ খানকে হারিয়ে দেন?

(ক) ১৭২০ খ্রিস্টাব্দে

(খ) ১৭২১ খ্রিস্টাব্দে

(গ) ১৭২২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭২৩ খ্রিস্টাব্দে।




(11) কত খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দরাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে?

(ক) ১৭২৫ খ্রিস্টাব্দ

(খ) ১৭৩০ খ্রিস্টাব্দ

(গ) ১৭৩৫ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৪০ খ্রিস্টাব্দ।




(12) *কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?

(ক) মির কামার উদ-দিন খান সিদ্দিকির

(খ) সাদাৎ খানের

(গ) মহম্মদ শাহ-র

(ঘ) মুবারিজ খানের।




(13) কোন মুঘল সম্রাট সাদাৎ খানকে 'বুরহান-উল-মুলক' উপাধি দেন?

(ক) ঔরঙ্গজেব

(গ) মহম্মদ শাহ

(খ) ফাররুখশিয়র 

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ।




(14) কত খ্রিস্টাব্দে সাদাৎ খান মারা যান?

(ক) ১৭২৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭২৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৪৫ খ্রিস্টাব্দে।




(15) কত খ্রিস্টাব্দে সফদর জং মারা যান?

(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৫৪ খ্রিস্টাব্দে।




16) বক্সারের যুদ্ধের পূর্বে অযোধ্যায় কার কর্তৃত্ব ছিল চূড়ান্ত?

(ক) সুজা উদ-দৌলা

(খ) সফদর জং

(গ) সাদাৎ খান

(ঘ) মুবারিজ খান।




(17) *ফাররুখশিয়রের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলায় বছরে কত টাকার বিনিময়ে বাণিজ্য করার অধিকারপ্রাপ্ত হয়েছিল?

(ক) ২ হাজার

(খ) ৩ হাজার

(গ) ১০ হাজার

(ঘ) ৫০ হাজার।




(18) ব্রিটিশ ও ফরাসি কোম্পানিকে বাংলায় দুর্গ তৈরিতে কে নিষেধ করেছিলেন?

(ক) মুর্শিদকুলি খান

(খ) আলিবর্দি খান

(গ) সুজা উদ-দৌলা

(ঘ) ফাররুখশিয়র।




(19) ১৭৪৪ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে বাংলার নবাব কে ছিলেন?

(ক) মুর্শিদকুলি খান

(খ) আলিবর্দি খান

(গ) সিরাজ উদ-দৌলা

(ঘ) ঔরঙ্গজেব।




20) কত খ্রিস্টাব্দে আলিবর্দি খানের সঙ্গে ইংরেজ কোম্পানির সংঘাত বাঁধে?

(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৪৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৫০ খ্রিস্টাব্দে।




21) *কত খ্রিস্টাব্দে নবাব-বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে?

(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে।




22) *আলিবর্দি খানের 'বক্সি' বা সেনাপতি ছিলেন-

(ক) মির জুমলা

(খ) মির মদন

(গ) মির জাফর

(ঘ) মির কাশিম।




23 *বাংলার প্রথম গভর্নর ছিলেন-

(ক) ভেরেলেস্ট

(খ) রবার্ট ক্লাইভ

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড ডালহৌসি।




24) সিরাজের হাত থেকে কে কলকাতা পুনর্দখল করেছিলেন?

(ক) দুপ্লে

(খ) রবার্ট ক্লাইভ

(গ) রজার ড্রেক

(ঘ) লালি।




25) *অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন-

(ক) রজার ড্রেক

(খ) অক্ষয়কুমার মৈত্রেয়

(গ) হলওয়েল

(ঘ) রবার্ট ক্লাইভ।




(26) *পলাশির যুদ্ধ হয়েছিল-

(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২০ জুন

(খ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২১ জুন

(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২২ জুন

(ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন।




27 পলাশির যুদ্ধের পর ক্লাইভ মির জাফরের কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন?

(ক) ১ কোটি ৫০ লক্ষ

(খ) ১ কোটি ৬৬ লক্ষ

(গ) ১ কোটি ৭৭ লক্ষ

(ঘ) ১ কোটি ৮০ লক্ষ।




28 কত খ্রিস্টাব্দে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান?

(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দে।




 29 *মির কাশিম বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন-

(ক) কলকাতাকে

(খ) দিল্লিকে

(গ) মুঙ্গেরকে

(ঘ) উড়িষ্যাকে।




30 কোন্ সময় থেকে মির কাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়?

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দ

(খ) ১৭৬৩ খ্রিস্টাব্দ

(গ) ১৭৬৪ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দ।




31 ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়ে মির কাশিম কোথায় পালিয়ে যান?

(ক) মুঙ্গেরে

(খ) উদয়নালায়

(গ) অযোধ্যায়

(ঘ) দিন্দিগালে।





32 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করে?

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দে।




33 রবার্ট ক্লাইভ কবে পুনরায় বাংলায় ফিরে আসেন?

(ক) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে।




34 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি অধিকার লাভ করে?

(ক) ২৫ লক্ষ

(খ) ২৬ লক্ষ

(গ) ৩০ লক্ষ

(ঘ) ৩৫ লক্ষ



(35) *দ্বৈত শাসনব্যবস্থায় বাংলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল-

(ক) নায়েব নাজিম-এর উপর

(খ) নবাব নজম উদ-দৌলার উপর

(গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর

(ঘ) রানি ভিক্টোরিয়ার উপর।




36 কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়?

(ক) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭৪ খ্রিস্টাব্দে।




37 *'৭৬-এর মন্বন্তর হয়েছিল-

(ক) ১১৭৬ বঙ্গাব্দে

(খ) ১২৭৬ বঙ্গাব্দে

(গ) ১৩৭৬ বঙ্গাব্দে

(ঘ) ১৪৭৬ বঙ্গাব্দে।




38 'মন্বন্তর' প্রবন্ধটির রচয়িতা ছিলেন-

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) অক্ষয়কুমার মৈত্রেয়

(ঘ) রাজা রামমোহন রায়।




(39) কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেসিডেন্টরা আগ্রাসী নীতি নিয়েছিলেন?

(ক) রবার্ট ক্লাইভের

(খ) লর্ড ওয়েলেসলির

(গ) লর্ড কর্নওয়ালিসের

(ঘ) লর্ড ভেরেলেস্টের।




40 *স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন-

(ক) লর্ড কর্নওয়ালিস

(খ) লর্ড ডালহৌসি

(গ) রবার্ট ক্লাইভ

(ঘ) লর্ড ভেরেলেস্ট।




(41) লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি গ্রাস করেন তা হল-

(ক) পঞ্জাব

(খ) বেরার

(গ) অযোধ্যা

(ঘ) হায়দরাবাদ।




(42) কোন সময়ের মধ্যে চারটি ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংঘটিত হয়?

(ক) ১৭৬৭ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ

(খ) ১৭৭০ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ

(গ) ১৭৮০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৮০ থেকে ১৮০২ খ্রিস্টাব্দ।




(43) কোন গভর্নর জেনারেলের আমলে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল?

(ক) লর্ড ডালহৌসি

(গ) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড কর্নওয়ালিস

(ঘ) লর্ড ক্যানিং।




44) করমণ্ডল উপকূল ও তার দিয়েছিল- পশ্চাদভূমিকে ইউরোপীয়রা নাম

(ক) করমণ্ডল

(খ) মালাবার

(গ) কর্ণাটিক

(ঘ) কোঙ্কন।




45 জোসেফ দুপ্লে ছিলেন-

(ক) ইংরেজ সেনাপতি

(খ) ফরাসি সেনাপতি

(গ) ইংরেজ গভর্নর জেনারেল

(ঘ) ফরাসি গভর্নর জেনারেল।




(46) *কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল?

(ক) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ

(খ) বন্দিবাসের যুদ্ধ

(গ) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ

(ঘ) প্রথম কর্ণাটকের যুদ্ধ।






(47) কত খ্রিস্টাব্দে 'সলবাইয়ের সন্ধি' হয়?

(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯৯ খ্রিস্টাব্দে।





(48) বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন-

(ক) প্রথম বাজিরাও

(খ) দ্বিতীয় বাজিরাও

(গ) রঘুনাথ রাও

(ঘ) নারায়ণ রাও।





(49) কোন সময়ের মধ্যে তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংঘটিত হয়?

(ক) ১৮১৫-১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৭-১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৮-২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৯-২১ খ্রিস্টাব্দে।





(50) কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ হয়েছিল?

(ক) ১৮০২ খ্রিস্টাব্দে

(খ) ১৮২০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে।





(51) কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপ প্রকট হয়ে পড়েছিল?

(ক) রবার্ট ক্লাইভ

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) লর্ড কর্নওয়ালিস।




52) ১৮৫৬ খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেন-

(ক) রবার্ট ক্লাইভ

(খ) লর্ড এলেনবরা

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) লর্ড ডালহৌসি।


💠🌟💠🌟💠🌟

Post a Comment

Previous Post Next Post