১। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
২। সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
উত্তর ১৯২২ খ্রিস্টাব্দে।
৩। সিন্ধু সভ্যতায় পোতাশ্রয়টি কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর লোথালে।
৪। লোথাল কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর ভোগাবর নদীর তীরে।
৫। সিন্ধু সভ্যতায় কোন্ ধাতুর সন্ধান পাওয়া যায়নি?
উত্তর লোহা।
৬। সিন্ধু সভ্যতায় কোন্ জন্তুর সন্ধান পাওয়া যায়নি?
উত্তর ঘোড়া।
৭। সিন্ধু সভ্যতার একটি শহরের নাম করো।
উত্তর হরপ্পা।
৮। হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের মন্টগোমারী জেলায়।
৯। হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোন্টি?
উত্তর সুমেরীয় সভ্যতা।
১০। সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে?
উত্তর স্যার জন মার্শাল।
১১। হরপ্পা সভ্যতা কোন যুগের?
উত্তর তাম্রপ্রস্তর যুগের।
১২। লোথাল কী?
উত্তর বাণিজ্যিক বন্দর।
১৩। মেহেরগড় কোথায় অবস্থিত?
উত্তর বালুচিস্তানের কাচ্ছি অঞ্চলে।
১৪ । সিন্ধু সভ্যতা কখন বিকাশ লাভ করে?
উত্তর আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে।
১৫। সিন্ধু সভ্যতা কখন ধ্বংস হয়?
উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ২০০০ অব্দের মধ্যে।
১৬। মহেন-জো-দারো কথাটির অর্থ কী?
উত্তর মৃতের স্তূপ।
১৭। মহেন-জো-দারো কোথায় অবস্থিত ছিল?
উত্তর সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
১৮। লারকানা জেলা বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তর পাকিস্তানে।
১৯। সিন্ধু সভ্যতা কোন্ ধরনের সভ্যতা?
উত্তর নগরকেন্দ্রিক।
২০। বৈদিক সভ্যতা কোন ধরনের সভ্যতা?
উত্তর গ্রামকেন্দ্রিক।
২১। সিন্ধু সভ্যতা কোন্ নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর সিন্ধু নদের তীরে।
২২। হরপ্পা শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর রাভি নদীর তীরে।
২৩। মহেন-জো-দারোতে কটি স্তর পাওয়া গেছে?
উত্তর ৭টি।
২৪। হরপ্পার পোড়ামাটিরশীল কোথায় পাওয়া গেছে?
উত্তর মেসোপটেমিয়ায়।
২৫। লোখালে আবিষ্কৃত জাহাজঘাটাটি কোন নদীর ওপর অবস্থিত?
ভোগাবর নদীর।
২৬। হরপ্পার রুদ্রাক্ষ কোথায় পাওয়া গেছে?
মেসোপটেমিয়ায়।
২৭। হরপ্পায় ধর্মীয় প্রতীক হিসাবে কোন্ চিহ্নের ব্যবহার দেখা যায়?
স্বস্তিকা (卐) চিহ্নের।
২৮। সিন্ধুর নগরে যে নরকঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে কোন জাতির কঙ্কাল দেখা যায়?
ভূমধ্যসাগরীয় বা দ্রাবিড় জাতির।
২৯। ব্রিগেডিয়ার রস কোথায় খননকার্য চালান?
লোরালাই উপত্যকার রানা মুনদাই স্তূপে।
৩০। ব্রিগেডিয়ার রস কখন খননকার্য চালান?
১৯৩০ খ্রিস্টাব্দে।
৩১। হরপ্পা ও মহেন-জো-দারোতে শ্রমজীবী মানুষের সঙ্গে আধুনিক ভারতে কাদের সাদৃশ্য আছে?
ভারতের চা বাগিচার কুলিলাইনের সঙ্গে।
৩২। কিলি গুল মোহম্মদ কী?
একটি ছোট্ট স্তূপ।
৩৩। মেহেরগড় স্থানটি আবিষ্কার করেন কে?
অল রিচার্ড মিডো ও জন ফ্রাঁসোয়া জারেৎ।
৩৪। মেহেরগড় স্থানটি কবে আবিষ্কৃত হয়?
১৯৭৭-৭৮ খ্রিস্টাব্দে।
৩৫। কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে?
The rise of civilisation in India and Pakistan'.
৩৬। সিন্ধু থেকে মেসোপটেমিয়ায় প্রধান রপ্তানিযোগ্য পণ্য কী?
উত্তর সুতি বস্ত্র
৩৭। সিন্ধু সভ্যতা ও আর্যসভ্যতার মধ্যে কোনটি প্রাচীন?
উত্তর সিন্ধুসভ্যতা।
৩৮। সিন্ধুর আক্রমণকারীরা আর্য নয় কোন ঐতিহাসিক একথা বলেছেন?
উত্তর এ. এল. ব্যাসাম।
৩৯।প্রথম কোথায় কৃষি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে?
উত্তর বালুচিস্তানে।
৪০। সিন্ধু সভ্যতার পতনের একটি কারণ উল্লেখ করো।
উত্তর অভ্যন্তরীণ অবক্ষয়।
৪১। ফেয়ার সার্ভিস কোন্ সময়ে খননকার্য চালান?
উত্তর ১৯৫০ খ্রিস্টাব্দে।
৪২। সিন্ধু অঞ্চলে আবিষ্কৃত পোতাশ্রয়টি কোথায় অবস্থিত ছিল?
উত্তর গুজরাটের অন্তর্গত লোথালে।
৪৩। 'Birth of Indian Civilisation' গ্রন্থটির লেখক কারা?
উত্তর ব্রিজেট এবং রেমন্ড অলচিন।
৪৪। মহেন-জো-দারোয় প্রাপ্ত স্নানাগারটির আয়তন কত ছিল?
উত্তর ১৮০ × ১০৮ ফুট।
৪৫। মহেন-জো-দারোয় প্রাপ্ত জলভাগের আয়তন কত ছিল?
উত্তর ২৯ × ২৩× ৮ ফুট।
৪৬। হরপ্পায় প্রাপ্ত শস্যাগারটির আয়তন কত ছিল?
উত্তর ১৬৯ × ১৩৫ ফুট।
৪৭। প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্য বহন করে কোন্ সংস্কৃতি?
উত্তর সোয়ান সংস্কৃতি।
৪৮। কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়?
উত্তর প্রাচীন প্রস্তর।
৪৯। কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়?
উত্তর নব্যপ্রস্তর যুগ।
৫০। আনুমানিক কত খ্রিস্ট পূর্বাব্দে প্রাচীন যুগ শেষ হয়?
উত্তর ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫১। ভারতে নব্যপ্রস্তর যুগের স্থায়িত্বকাল কত খ্রিস্টপূর্বাব্দ?
৪০০০ খ্রি. পূর্বাব্দ-২০০০ খ্রি. পূর্বাব্দ।
৫২। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর মেহেরগড় সভ্যতা।
৫৩। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সময়কাল কত?
৫০০০ খ্রিস্ট পূর্বাব্দ-৪০০০ খ্রিস্ট পূর্বাব্দ।
৫৪। মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ের সময়কাল কত?
উত্তর ৪০০০-৩২০০ খ্রিস্টপূর্বাব্দ।
৫৫। মেহেরগড় সভ্যতায় কৃষির সর্বোচ্চ অগ্রগতি কোন পর্যায়ে ঘটে?
উত্তর তৃতীয় পর্যায়ে।
৫৬। কত পরিমাণ জায়গা জুড়ে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
উত্তর ৫০০ একর।
৫৭। হরপ্পা সভ্যতায় অভিজাত ও শাসকশ্রেণিদের বাসস্থান কোথায় ছিল?
উত্তর সিটাডেল এলাকায়।
৫৮। হরপ্পা সভ্যতায় রাস্তাঘাট সাধারণত কত চওড়া?
উত্তর ৯ থেকে ৩৪ ফুট।
৫৯। হরপ্পার শস্যাগারটিকে কোন ঐতিহাসিক রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেন?
উত্তর ব্যাসাম।
৬০। ব্যারাক বা খুপরি কী?
উত্তর দরিদ্রের বাসস্থান।
৬১। প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান উপজীবিকা কী ছিল?
উত্তর পশু শিকার।
৬২। নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান উপজীবিকা কী ছিল?
উত্তর জলে কৃষিকাজ ও পশুপালন।
৬৩। কত খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতায় গম ও বার্লি চাষ হত?
উত্তর খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে।
৬৪। হরপ্পা সভ্যতায় কত বছর আগে তুলো চাষ শুরু হয়?
উত্তর দু-হাজার বছর।
৬৫। হরপ্পার মানুষ কয়টি খণ্ডে পোশাক পরিধান করত?
উত্তর দুটি খণ্ডে।
৬৬। হরপ্পায় সিটাডেল এলাকার বড়ো বড়ো ইমারতগুলিতে কারা বাস করত?
উত্তর শাসক শ্রেণি।
৬৭। দ্বিতল বাসগৃহগুলিতে কারা বাস করত?
উত্তর ধনী ও বণিক।
৬৮। সিন্ধু অঞ্চলের মানুষরা তামা ছাড়া অস্ত্র হিসাবে আর কী ব্যবহার করত?
উত্তর পাথর।
৬৯। সিন্ধু সভ্যতাকে আর কী বলা হত?
উত্তর নদীমাতৃক সভ্যতা।
৭০। 'Decay of Mohenzodaro' গ্রন্থের লেখক কে?
উত্তর পিগট।
৭১। 'The Discovery of India' গ্রন্থটিকার লেখা?
উত্তর জওহরলাল নেহরু।
৯৭২। সিন্ধু সভ্যতায় বৈদেশিক আক্রমণকে এককথায় কী বলা হয়?
উত্তর অন্তিম নিধন।
২৭৩। সিন্ধু উপত্যকায় পাঁচটি পশু দ্বারা পরিবৃত মূর্তির সঙ্গে কোন মূর্তির মিল আছে?
উত্তর পশুপতি শিবের।
৭৪। কে পশুপতি শিবকে Protoshiva বা আদি শিব বলেন?
উত্তর স্যার জন মার্শাল।
৭৫।সিন্ধুবাসীর রক্ষণশীলতার পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর ‘Pre-Historic India' গ্রন্থে।
৭৬। 'Pre-Historic India' গ্রন্থের লেখক ও কে?
উত্তর স্টুয়ার্ট পিগট।
৭৭। ঋগবৈদিক যুগে একজন উল্লেখযোগ্য রমণীর নাম কী?
উত্তর অপালা।
৭৮। ঋগ্বেদিক যুগে একজন রণকুশলী নারীর নাম লেখো।
উত্তর বিষপলা।
৭৯। পরবর্তী বৈদিক যুগে একজন উল্লেল্লখযোগ্য নারীর নাম কী?
গার্গী।
৮০। ঋবৈদিক যুগে 'ব্রীহি' শব্দের অর্থ কী?
উত্তর ধান।
৮১। ঋগ্বেদিক যুগে'গোধুম' কথার অর্থ কী?
উত্তর গম।
৮২। ঋবৈদিক যুগে কর্ষিত জমিকে কী বলা হত।
উত্তর ক্ষেত্র বা উর্বরা।
৮৩। ঋগ্বৈদিক যুগে কৃষককে কী বলা হত?
উত্তর কৃষ্টি।
৮৪। ঋবৈদিক যুগে 'শীর' বলতে কী বোঝায়?
উত্তর লাঙল।
৮৫। গাভিষ্টি কী?
উত্তর গোরুকে কেন্দ্র করে যে যুদ্ধ।
৮৬। ঋগ্বৈদিক যুগে সম্পত্তির পরিমাণ কী দিয়ে নির্ণয় করা হত?
উত্তর গোরুর সংখ্যা দিয়ে।
৮৭। 'পণি' কারা ছিল?
অনার্য ব্যবসায়ী শ্রেণি।
৮৮। ঋগ্বেদিক যুগে ব্যাবসাবাণিজ্যের সঙ্গে যুক্ত একটি সম্প্রদায়ের নাম লেখো।
উত্তর 'অনার্য পণি'।
৮৯। ঋগ্বেদিক যুগে ব্যবহৃত মুদ্রার নাম কী?
উত্তর 'মনা' ও 'নিষ্ক'।
৯০। ঋগ্বৈদিক যুগে আর্যরা বাণিজ্যের স্বার্থে কী গড়ে তোলেন?
উত্তর গিল্ড।
৯১। আর্যদের অর্থনীতি কীরূপ ছিল?
উত্তর মিশ্র অর্থনীতি।
৯২। ঋগ্বেদিক যুগে রাষ্ট্রের সবচেয়ে ছোটো একককে কী বলা হত ?
উত্তর পরিবার।
৯৩। কুলাপ বা কুলপতি কাকে বলা হত?
উত্তর পরিবারের শাসককে।
৯৪। গ্রামের শাসককে কী বলা হত?
উত্তর গ্রামণী।
৯৫। ঋগ্বেদিক যুগে কতকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠনকে কী বলা হত?
উত্তর বিশ বা জন।
৯৬। 'বিশ' বা 'জন'-এর প্রধান শাসনকর্তাকে কী বলা হত?
উত্তর বিশপতি বা রাজন।
৯৭। ঋগ্বৈদিক যুগের প্রজাতান্ত্রিক রাষ্ট্রের শাসকদের কী বলা হত?
উত্তর গোপতি বা জ্যেষ্ঠ।
৯৮। ঋবৈদিক যুগে রাজাকে পরামর্শ দেবার জন্য কী গড়ে উঠেছিল?
উত্তর 'সভা' ও 'সমিতি'।
৯৯। ঋবৈদিক যুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে কী বলা হত?
উত্তর 'বলি'।
১০০। ঋবৈদিক যুগে উল্লেখযোগ্য একজন রাজকর্মচারীর নাম লেখো।
উত্তর সেনানী।
Post a Comment