ক্লাস সেভেন হিস্ট্রি 

A.যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :

1.গৌড়বহ কাব্য টি কে রচনা করেন?

2. রামচরিত কে রচনা করেন? 

3.সেন বংশের শেষ রাজার নাম কি?

4. বঙ্গ নামের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?

5. সুয়ান জাং এর রচিত গ্রন্থের নাম কি? 

6.চর্যাপদ কে আবিষ্কার করেন?

B. শূন্যস্থান পূরণ করো :

1.গীতগোবিন্দ রচনা করেন _____(উমাপতি ধর/ জয়দেব/ গোবর্ধন) 

2.লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ রচনা করেন _____(দানসাগর/ ব্রাহ্মণ সর্বস্ব /পবন দূত)

3. কৈবর্ত বিদ্রোহের নেতা  ছিলেন ____(ভীম /লক্ষণ সেন/ ধর্মপাল) 

4. খনা ডেক ব'লে যান। রোদে ধান ছায়ায় _____ (পান/আম/জাম)

5. শশাঙ্কের রাজধানী ছিল ____ (কর্ণসুবর্ণ /গৌড় /মগধ)

C. ডান দিকে বাম দিকের স্তম্ভ মেলাও:

 গঙ্গাইকোন্ডচোল ------- আধুনিক চট্টগ্রাম

 হরিকেল ------------------আল বিরুনি 

কিতাব উল  হিন্দ ---------রাজেন্দ্র চোল

পঞ্চরত্ন ---------------------হর্ষবর্ধন 

সকল উত্তর পথনাথ-------লক্ষণ সেন

D. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:   5×2=10

1. প্রাচীন বাংলার বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? 

2.গৌড় তন্ত্র কাকে বলে? 

3.খিলাফত কি? 

4.পুন্ড্রবর্ধন এর ভৌগোলিক পরিচয় দাও? 

5.পঞ্চরত্ন কাদের বলা হয়? 

6.পাল বংশের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলার প্রধান তিনটি নদীর নাম লেখ।

E. পাঁচটি প্রশ্নের উত্তর দাও:   5×3= 15

1. মাৎসন্যায় বলতে কী বোঝো?

 2. ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে লেখ? 

3.কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখ? 

4.সামন্ততন্ত্রত্র বলতে কি বোঝো? 

5. চারটি বৌদ্ধবিহারের নাম লেখ। হর্ষচরিত এর রচয়িতা কে ছিলেন? 2+1

6. হরিকেল সম্পর্কে লেখ? পাল যুগের শ্রেষ্ঠ রাজার নাম কি?2+1

F. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : 2×5=10

1.নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখ? 

2.বাংলায় তুর্কি আক্রমণ সম্পর্কে একটি টীকা লেখ? 

3.পাল ও সেন যুগের সাহিত্য ও সংস্কৃতির পরিচয় দাও?




Post a Comment

Previous Post Next Post