1.ইতিহাসের রৈখিক কাল চেতনা কি?
# কোন কোন মানুষ বিশ্বাস করেন যে ইতিহাসের কালের অগ্রগতি ঘটে রৈখিক ধারায় । এর অর্থ হল ইতিহাসের সময়ের একটি সূচনাপর্ব এবং একটি সমাপ্তি পর্ব আছে। শুধু তাই নয়, ইতিহাসের ঘটনা গুলি একটি নির্দিষ্ট রৈখিক পথে সাজানো থাকে। এটিই সময়ের রৈখিক ধারণা নামে পরিচিত।
2. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
# আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে অন্যতম হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা । এই ইতিহাস চর্চার প্রবক্তা দের মতে ইতিহাস কেবল রাজা মহারাজা, জমিদার বা ধনী শ্রেণীর কথা নয়। ইতিহাসের মূল নায়ক হল মানুষ। তাদের মতে শ্রমিক-কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষের আন্দোলন ও সুখ দুঃখের কাহিনীই হল ইতিহাসের মূল উপজীব্য বিষয়।
3. জেমস মিল ভারতের ইতিহাস কে কি কি ভাগে ভাগ করেছেন?
# সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা - হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।
4. কোন সময়কাল আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত?
# সাধারণভাবে আদি যুগের শেষ এবং মধ্যযুগের শুরুর যুগসন্ধিক্ষণ আদি মধ্যযুগ নামে পরিচিত । ঐতিহাসিকগণ আদি মধ্যযুগের সময়কাল চিহ্নিত করেছেন 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত।
5. ভারতে সাব-অল্টার্ন স্টাডিজ প্রথম প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন?
# ভারতের সাব-অল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে ঐতিহাসিক রনজিত গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন।
6. প্রবাহমান কাল কি?
# ইতিহাস ও সভ্যতার ধারা নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত। তবে এই ধারার প্রবাহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহাস এক নতুন বাঁকে মোড় নেয়। এর ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে। ইতিহাসের এই প্রবাহিত ধারাই হল প্রবাহমান কাল।
7. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ও কেন?
# আমির খসরু কে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়। কারণ তাঁর বহু রচনা হিন্দুস্থানের প্রকৃতি, ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে লেখা। শুধু তাই নয়, তাঁর রচনার কিছু কিছু অংশ শিক্ষা বা নীতি মূলক। তাই তিনি এই অর্থে ঐতিহাসিক ছিলেন না। এই কারণে তাকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়।
8. আমির খসরু কে ছিলেন?
# আমির খসরু ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির সভাকবি ও বিখ্যাত লেখক তাঁর রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো কিরান উস সাদাইন।
9. রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি?
# কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামানিক ইতিহাস বিবৃত হয়েছে।
10. ইতিহাস পুরান কি?
# পুরান শব্দের অর্থ প্রাচীন সাহিত্য। তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই পুরান গুলি রচনা করা হতো। স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস ও ইতিহাস চিন্তা-চেতনার অনেক উপকরণই পাওয়া গেছে। এগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত।
11. ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন?
# ভারতের সাতবাহন রাজারা সোনা ও রুপোর মুদ্রা ব্যবহার করতেন।
13. প্যাপিরাস কি?
# প্রাচীনকালে মিশরের লোকেরা প্যাপিরাস নামক শর জাতীয় গাছের ছালে লিখতো। এই ছালকে বলা হয় প্যাপিরাস।
14. এপিগ্রফি বা লেখমালা বলতে কী বোঝো?
# বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি। আর এই প্রাচীন লেখ বা লিপি উৎকীর্ণ করার পদ্ধতি বা বিদ্যা লেখমালা নামে পরিচিত।
15. হিস্টোরিয়া শব্দটির অর্থ কি?
# হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো যত্নের সঙ্গে অনুসন্ধান করা।
16. প্রায় ইতিহাস কাকে বলে?
# প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের মাঝখানের পর্যায় কে বলা হয় প্রায় ইতিহাস। সাধারনত এই যুগের ইতিহাসের লিখিত বিবরণ পাওয়া গেলেও তার অর্থ পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি।
17. প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন?
# ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তু্র্নাল 1830 এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন।
18. প্রাক ইতিহাস বলতে কী বোঝো?
# যে পর্যায়ের ইতিহাস চর্চার কোন লিখিত তথ্য পাওয়া যায় না, সেই পর্যায় কে প্রাক ইতিহাস বলা হয়।
19. ভারতে পুরানের সংখ্যা কটি?
# ভারতে পুরানের সংখ্যা মোট 18 টি।
20. পোতিন কি?
# পোতিন হল সাতবাহন দের সীসার মুদ্রা।
Post a Comment