1.পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?

> পূর্বদিকে 

2.পশ্চিমবঙ্গের আয়তন কত?

> 88 হাজার 752 বর্গ কিলোমিটার।

3.পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

> 9 কোটি 13 লক্ষ 47 হাজার 736 জন (2011 সালের লোক গণনা অনুযায়ী)

4. পশ্চিমবঙ্গের কয়টি জেলা?

> 23 টি 

5.পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?

> দক্ষিণ 24 পরগনা 

6.পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?

> কলকাতা 

7.পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি?

> ভাগীরথী 

8.পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

> কলকাতা

9. পশ্চিমবঙ্গের কোথায় কৃষি বিশ্ববিদ্যালয় আছে?

> নদীয়া জেলার মোহনপুরে 

10.পশ্চিমবঙ্গের কোথায় নদী বন্দর আছে?

> কলকাতা ও হলদিয়া 

11.পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?

> নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম)

12. পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজাত দ্রব্য কি কি?

> ধান, পাট, গম, চা, তামাক, তৈলবীজ, আখ ইত্যাদি

13. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি কি?

> কয়লা, চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি

14. পশ্চিমবঙ্গের কোথায় অভয়ারণ্য আছে?

> জলপাইগুড়ি জেলার জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্য এবং দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অভয়ারণ্য

15. পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?

> দার্জিলিং জেলার মংপুতে

Join our Facebook group



Post a Comment

Previous Post Next Post