1. নিচের কোনটি শেখ নিজামুদ্দিন আউলিয়ার জন্মস্থান ছিল?
(a) আজমির
(b) বাদায়ুন
(c) লাহোর
(d) মুলতান
2. ভক্তিবাদী রুদ্র সম্প্রদায় নিচের কোন ব্যাক্তির সাথে সম্পর্কিত?
(a) রামদাস
(b) শঙ্করাচার্য
(c) তুলসীদাস
(d) বল্লভাচার্য
3. নিচের মধ্যে কে অমৃতসরের ভিত্তি স্থাপন করেন?
(a) গুরু অমরদাস
(b) গুরু রামদাস
(c) গুরু অর্জুন দেব
(d) গুরু হর গোবিন্দ
4. নিচের কোন পন্ডিতকে 'হুজ্জাত-উল-ইসলাম' বলা
হয়েছে?
(a) শাহওয়ালি উল্লা
(b) আবু ইয়াজিদ আলী বিস্তামী
(c) শেখ জুনায়েদ আল-গাজালী
(d) আবু হামিদ মহম্মদ আলী
5. খাজা কুতুবুদ্দিনকে কে 'বখতিয়ার' উপাধি দেন?
(a) খাজা ওসমান হারুনী
(b) খাজা মঈনুদ্দিন চিশতী
(c) আব্দুল কাদির জিলানী
(d) এর কোনটিই নয়
[ তার বিখ্যাত একটি গ্রন্থ হল "আনিসুল আরওয়াহ"। তিনি ভারতে চিশতী ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন ;পরবর্তীতে তার অনুসারীরা যেমন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ (প্রত্যেকে ক্রমানুযায়ী পূর্ববর্তীজনের শিষ্য) আরও অনেকে]
6. কালান্দরি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন?
(a) শেখ বদিউদ্দিন শাহ
(b) কুতুবুদ্দিন কালান্দর
(c) শাহ আবদুল্লাহ
(d) আবদুল আজিজ মক্কী
7. নিচের মধ্যে কে কামরূপ এবং কোচবিহারে বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন?
(a) চৈতন্য
(b) শঙ্করদেব
(c) জ্ঞানেশ্বর
(d) বল্লভাচার্য
৪. কোন সুফি সাধককে তাঁর যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ বলে বিবেচনা করা হতো?
(a) পীর বোধন
(c) আল-গলানি
(b) মনসুর বিন হল্লাজ
(d) রাবিয়া
[যে সুফি সাধককে যুগের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ বলে মনে করা হয় তিনি হলেন পীর বোধন। ভারতীয় শাস্ত্রীয় রচনা রাগদর্পন ফিরোজ তুঘলকের রাজত্বকালে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। সঙ্গীত সমাবেশ সুফিদের আবাসস্থল থেকে অভিজাতদের স্থানে ছড়িয়ে পড়ে। সূফী সাধক, পীর বোধন, সে যুগের মহান সঙ্গীতজ্ঞদের একজন ছিলেন বলে মনে করা হয়।]
9. দারাশিকো কোন সুফি সিলসিলার অনুগামী ছিলেন?
(a) ফিরদৌসী
(c) সুহরাবর্দী
(b) নকশবন্দী
(c) কাদিরী
[তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় ভগবত গীতা ও উপনিষদ অনুবাদ করেন।মুঘল সাম্রাজ্যর উত্তরাধিকারী হিসাবে তিনি শাহজাহান এবং শাহজাহানের কন্যা জাহানারা বেগম দারা শিকোহকে সমর্থন করতেন। কিন্তু ছোট ভাই আওরঙ্গজেব এর সাথে সাম্রাজ্য নিয়ে যুদ্ধে দারা শিকোহ পরাজিত হন। আওরঙ্গজেবের আদেশে তার শিরোচ্ছেদ করা হয়।]
Post a Comment