Class -XI| HISTORY 

১/ ক) মধ্য প্রস্তর যুগ বলতে কী বোঝো?  মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?২+৬=৮

অথবা, খ) মিশরকে নীলনদের দান বলা হয় কেন? মিশরীয় পিরামিড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ৪+৪=৮

২/ নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ: ১×৮=৮

ক) ভারতের প্রাচীন লিপি হল - (সিন্ধলিপি /অশোকের লিপি/ গুপ্ত লিপি /কোনোটিই নয়)। 

খ) ভারতের পুরাণের সংখ্যা হল- ( ১৫ টি /১৬ টি /১৮ টি /২২ টি) 

গ) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো - (ইলিয়াড/ গিলগামেশ/ রামায়ণ/ মহাভারত)

ঘ) ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন - (চন্দ্রগুপ্ত মৌর্য/ সেলুকাস /কৌটিল্য /মেগাস্থিনিস)

ঙ) নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো - (আগুনের আবিষ্কার/ লোহার ব্যবহার/ তামার ব্যবহার/কৃষি প্রযুক্তির ব্যবহার)

চ) হোমো হাবিলিস কথার অর্থ - (দন্ডায়মান মানুষ /দক্ষ মানুষ /প্রাচীন মানুষ/ আধুনিক মানুষ)

ছ) মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত-  (জাঁ ফ্রাঁসোয়া জারিজ /রমেশ চন্দ্র মজুমদার /ভিন্সেন্ট স্মিথ/ যদুনাথ সরকার)

 জ) মেসোপটেমিয়ার মন্দির গুলিকে বলা হত- ( জিগুরাত/ পিরামিড /টোন হেঞ্জ/ মঠ)

৩) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও :


ক)এপিগ্রাফি বলতে কী বোঝো?

📌 শিলালিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। শিলালিপি দেখতে পাওয়া যায় পাথর, স্তম্ভ, শিলা, ফলক, তাম্রফলক, স্থাপত্যের দেওয়ালে ও মন্দিরগাত্রে। অশোকের স্তম্ভগুলি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপি, দ্বিতীয় পুলকেশীর আইহোল লিপি ইত্যাদি হলো ভারতের প্রধান প্রধান শিলালিপি।

খ) জীবাশ্ম কি? 

📌জীবাশ্ম বলতে প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে এমন ধরনের পদার্থ কে বোঝায় । প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ ও প্রাণীর ধ্বংসাবশেষ তথা মৃতদেহের চিহ্ন পাওয়া যায় ভূগর্ভ কিংবা ভূ-পৃষ্ঠের কঠিন স্তরে সংরক্ষিত পাললিক শিলা অথবা যৌগিক পদার্থে মিশ্রিত ও রূপান্তরিত অবস্থায়। অধিকাংশ জীবিত প্রাণীকুলেরই জীবাশ্ম সংগৃহীত হয়েছে

গ) ভারতের সাতবাহন রাজারা কোন মুদ্রা ব্যবহার করতেন?

📌সাতবাহন রাজারা সীসা, তামা, রুপা ও মিশ্র ধাতু দিয়ে বহু মুদ্রা তৈরি করান

ঘ) জেমস মিল ভারতের ইতিহাস কে কয়টি ভাগে ভাগ করেছেন?

📌জেমস মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেন- হিন্দু যুগ, মুসলিম যুগ, এবং ব্রিটিশ যুগ।

ঙ) প্রাক ইতিহাস বলতে কী বোঝো?

 চ) সুমেরিওরা কোন গাছকে জীবন বৃক্ষ বলতো?

📌খেজুর গাছ কে সুমেরিওরা কোন গাছকে জীবন বৃক্ষ বলতো?

ছ) বিবর্তনবাদ তত্ত্বের জনক বলা হয় কাকে?

📌ডারউইন। 

জ) আদিম মানুষের প্রথম পোষ্য জীবটির নাম কি?

📌 কুকুর। 

Post a Comment

Previous Post Next Post