1.নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে?  

📌১৮৭০ খ্রিস্টাব্দের পর ইউরোপের বড় ও শিল্প সমৃদ্ধ জাতিগুলি পূর্ব এশিয়া ও আফ্রিকাতে উপনিবেশ গঠনে অগ্রসর হয়। তাদের এই প্রয়াস নব সাম্রাজ্যবাদ নামে পরিচিত। নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল ভৌমিক অধিকারের বিস্তৃতি নয়, সেই দেশের মানব ও অর্থনৈতিক সম্পদকে নিজ দেশের স্বার্থে ব্যবহার করা।



2. ওয়েলথ অব নেশন গ্রন্থটি কে রচনা করেন? 
 📌অ্যাডাম স্মিথ।

3. উগ্র জাতীয়তাবাদ কি?
📌যখন কোনো জাতি নিজেদের সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হিসেবে তুলে গৌরব অহমিকা প্রকাশ করে অন্যান্য জাতিকে নিকৃষ্ট মনে করে। এইরুপ ভাবধারাকে উগ্র জাতীয়তাবাদ বলে।

4.  মিশ্র অর্থনীতি কি? 
📌যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। ভারতে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত আছে।

5.  দস্তক বলতে কী বোঝায়? 
📌দস্তক কথাটির অর্থ ছাড়পত্র। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে বাৎসরিক 3 হাজার টাকার বিনিময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার ছাড়পত্র প্রদান করেন। এই ছাড়পত্র বা লাইসেন্স দস্তক নামে পরিচিত।

6. বড়লাট উইলিয়াম বেন্টিং এর (১৮২৮ থেকে ১৮৩৫ খ্রিস্টাব্দ) সময় কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন?
📌লর্ড বেন্টিং এর আইন সচিব টমাস ব্যাভিংটন মেকলে

📚 1823 সালে, গভর্নর-জেনারেল-ইন কাউন্সিল একটি "জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন" নিযুক্ত করেন, যার দায়িত্ব ছিল শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করার। সেই কমিটির নেতৃত্বে ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে এবং মোট দশজন ইউরোপীয় সদস্য ছিল।

7.  বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মেসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন?
📌আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

8. উডের ডেসপ্যাচ কি?
📌বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে পাশ্চাত্য  শিক্ষা বিস্তারের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে ১৯শে জুলাই একটি নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করেন যা "উডের প্রতিবেদন" বা "ঊডের ডেসপ্যাচ নামে" পরিচিত। 



📚 সুপারিশসমূহঃ-
চার্লস উড তার প্রতিবেদনে যে সমস্ত সুপারিশগুলি
করেছিলেন সেগুলি হল-
) কলকাতা,বোম্বাই   মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা করা।
) শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা
) সরকারি মডেল স্কুল গুলির সংখ্যা বৃদ্ধি করা।
৪) দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা 
৫)নারী শিক্ষার প্রসার ঘটানো ও
৬) সর্বোপরি সুদক্ষ শিক্ষক তৈরীর জন্য শিক্ষকদের
প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা।

9. তিন আইন কি?
📌 কেশব চন্দ্র সেন এর নেতৃত্বে ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ১৮৭২ সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবাবিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 'তিন আইন' বলে।

10. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
📌১৮৭৫ সালের ১০ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন।

📚 দয়ানন্দ সরস্বতীর পূর্ব নাম ছিল মূলশঙ্কর তেওয়ারি।
📚সংস্কৃত ভাষার গ্রন্থ- বেদভাস্য, গো করুনানিধি।হিন্দি ভাষায়-  সত্যার্থ প্রকাশ গ্রন্থ রচনা করেন।
📚 দয়ানন্দের বিখ্যাত উক্তি- বৈদিক শাস্ত্রে ফিরে যাও (Back to The Vedas)।
📚  শুদ্ধি আন্দোলন প্রচার করেন। 
📚দয়া নন্দের শিষ্য লালা হংসরাজ লাহোরে দয়ানন্দ বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন ১৮৮৬ খ্রিস্টাব্দে।
📚 ১৯০২ খ্রিস্টাব্দে স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন।

11. কোন চীনা সম্রাট চীনে শত দিবসের সংস্কার ঘোষণা করেন?
📌চীনা সম্রাট কোয়াং-সু ১৮৯৫ খ্রিস্টাব্দ।

📚 চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইউ ওয়ে সংস্কারের দাবিতে ১৮৯৫ খ্রিস্টাব্দে চীনা সম্রাট কোয়াং-সু এর কাছে একটি আবেদন পেশ করেন। এই আবেদন অনুসারে ১৮৯৮ খ্রিস্টাব্দে চীনা সম্রাট ১০০ দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাই একশত দিবসের সংস্কার নামে পরিচিত।

12. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড কি?

📌ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে মুসলিম , শিখ , অনুন্নত হিন্দু , ভারতীয় খ্রিস্টান , হরিজন প্রভৃতি সম্প্রদায়ের বিভেদ সৃষ্টির দ্বারা ঐক্যে ফাটল ধরানো এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে ধ্বংস করার উদ্দেশ্যে 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড ( Ramse MacDonald ) সংখ্যালঘু সম্প্রদায়ের আইনসভায় পৃথক নির্বাচনের যে অধিকার প্রদানের কথা ঘোষণা করেন , সেটি ইতিহাসে সাম্প্রদায়িক বাঁটোয়ারা ( Communal Award ) নীতি নামে পরিচিত।







13.  মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন?

📌৩৩ জন শ্রমিক নেতা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন।

📌 ১৯২৯ খ্রিষ্টাব্দ তিনজন ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার হন- ফিলিপ স্পোর্ট, বেঞ্জামিন ফ্র্যান্সিস ব্রাডলি এবং লেসটার হাঁচিসন

📌 লড আরউইন তার জরুরী ক্ষমতা প্রয়োগ করে শিল্প বিরোধ বিল বা Trade Disputes Bill এবং জননিরাপত্তা বিল নামে দুটি শ্রমিক স্বার্থ বিরোধী আইন পাশের উদ্যোগ নিয়েছিলেন। 

📌শিল্প বিরোধ বিলের দ্বারা শ্রমিকদের ধর্মঘট বেআইনি ঘোষিত হয়।

14.  বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

🔶১৯৪৩ সব দিয়ে বাংলায় পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয়।
📌 বাংলার ১৩৫০ বঙ্গাব্দ।
📌 বাদামী দাগ নামে এক ধরনের ছত্রাক ঘটিত রোগে ধানে মোরগ লেগে ফসল নষ্ট হয়ে গেছিল।

📌 পঞ্চাশের মন্বন্তর সম্বন্ধিত কিছু গ্রন্থ: 
মধুশ্রী মুখার্জির রচনা- চার্চিল সিক্রেট ওয়ার। 
📌চিত্তপ্রসাদ ভট্টাচার্য- ক্ষুধার্ত বাংলা: ১৯৪৩ এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ।
📌বিজন ভট্টাচার্য- নবান্ন নাটক।
📌বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়- অশনি সংকেত উপন্যাস। 
📌অমলেন্দু চক্রবর্তীর- আকালের সন্ধানে 
📌কে এ আব্বাস পরিচালিত - ধরতিকে লাল 
📌বিমল রায় পরিচালিত- বেঙ্গল ফেমিন
📌ভবানী ভট্টাচার্যের রচনা - সো মেনি হাংগার 


15.  রশিদ আলী দিবস কবে পালিত হয়?

🔶 ১২ ই ফেব্রুয়ারি, ১৯৪৬

16. অন্তর্বর্তী সরকার গঠন কবে কার নেতৃত্বে হয়েছিল?
🔶ভারতের অস্থায়ী সরকার নামে পরিচিত ভারতের অন্তর্বর্তী সরকার ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে জওহরলাল নেহেরু নেতৃত্বে গঠিত হয়েছিল যা ভারতের নবনির্বাচিত গণপরিষদ থেকে ব্রিটিশ ভারতের স্বাধীনতার উত্তরণে সহায়তা করার দায়িত্ব ছিল। এটি ১৫ আগস্ট ১৯৪৭ সাল ভারতের স্বাধীনতার (ও বিভাজন) তারিখ ও পাকিস্তান সৃষ্টি পর্যন্ত বহাল ছিল।


17. কে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন?

🔶১৯৪২ সালে রাসবিহারী বসু নেতৃত্বে সিঙ্গাপুরের পতনের অব্যবহিত পরেই প্রথম আইএনএ গঠিত হয়। রাসবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন 'আজাদ হিন্দ ফৌজ'-এর ভার৷ এরপর ১৯৪৩ সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয়ে এই বাহিনী সুভাষচন্দ্রের আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ (স্বাধীন ভারতের অস্থায়ী সরকার)-এর সেনাবাহিনী ঘোষিত হয়।


18. মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো? 

মার্কিন পররাষ্ট্রসচিব জর্জ সি. মার্শাল পশ্চিম ইউরোপে রাশিয়ার প্রভাব প্রতিরোধ করার উদ্দেশ্যে ১৯৪৭ এর ৫ ই জুন।
হাভার্ড বিশ্ববিদ‍্যালয়ের প্রদত্ত এক বক্তৃতায় যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনুরুজ্জীবনের জন‍্য এক পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।

19. কমিকন কি?
আমেরিকার মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে ১৯৪৯ সালে জানুয়ারি মাসে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা স্থাপন করেছিল। এই সহযোগিতা সংস্থা কমিকন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদস্য গুলি হল - সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া ও পূর্ব জার্মানি।

20. ভিয়েতমিন ( লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্টস ইন ভিয়েতনাম) কে, কবে গঠন করেন?
হো চি মিন ১৯৪১ খ্রিস্টাব্দে লিগ ফোর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম বা ভিয়েতমিন দল গঠন করেন হো চি মিন ন।

Note:  হোচিমিন টংকিং এর সাতটি প্রদেশে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে তিনি হ্যানয় নামক স্থানটি  দখল করে নেয় ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট। এরপর তিনি ২রা সেপ্টেম্বর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন

21.  বাংলাদেশ কবে স্বাধীন হয়? 
১৯৭১ খ্রিস্টাব্দে 26 শে মার্চ শেখ মুজিবর রহমানের ঘোষণার দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়।

22. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে ২৫শে অক্টোবর ১৯৫১ ও ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। 

Note: ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচনে ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি আসন লাভ করে সরকার গঠ করেছিল। এর মাধ্যমে ভারতের বহুল প্রাচীন এই দলটি মোট ভোটের ৪৫% পেতে সক্ষম হয়েছিল।



Post a Comment

Previous Post Next Post