উপনিবেশিক ভারতের সংগঠিত কয়েকটি উল্লেখযোগ্য বিদ্রোহ:
- সন্দীপ বিদ্রোহ - ১৭৬৯ - আবু তোরাপ চৌধুরী - নোয়াখালী।
- পাগলা পন্থী বিদ্রোহ - ১৭৯৯-১৮০৫ - ভিপি কাট্টাবোম্বান - তামিলনাড়।
মোপলা বিদ্রোহ - ১৮৩৫-১৯২১ - সৈয়দ আলাবি - মালাবার উপকূল।
থাম্পি বিদ্রোহ - ১৮০৮-১৯০৯ - দেওয়ান ভেলুথাম্পি - ত্রিবাঙ্কুর।
বেরেলি বিদ্রোহ - ১৮১৬ - মুফতি মহম্মদ আইওয়াজ - বেরেলি, রামপুর, আলিগড়।
পাইক বিদ্রোহ - ১৮১৭-১৮ - বিদ্যাধর মহাপাত্র - উরিষ্যার খুরদা।
- বাঘেরা বিদ্রোহ - ১৮১৮-২০ - বাঘেরা সর্দার - ওখা ডিভিশন ।
- সন্ন্যাসী ফকির বিদ্রোহ- ১৭৬৩ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ - ভবানী পাঠক, দেবী চৌধুরানী, চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ - ঢাকা, মালদা, রংপুর, দিনাজপুর, কোচবিহার, বগুড়া, ময়মনসিংহ ইত্যাদি।
- চাকমা বিদ্রোহ - ১৭৭৬ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ - রাজা শের দৌলত, রামুখা, জানবক্স খা - বাংলাদেশের চট্টগ্রাম।
- রংপুর বিদ্রোহ - ১৭৮৩ খ্রিস্টাব্দ ১৮ই জানুয়ারি - নুরুল উদ্দিন, দয়ারাম শীল, দিরজি নারায়ণ প্রমূখ - রংপুরের সকিলা, ফতেপুর, কাজিরহাট, ডিমলা ও দিনাজপুর।
Post a Comment