📌উইলিয়াম কেরি রচনা করেন  ইতিহাসমালা 

📌জনশ্রুতি

  • যে সমস্ত ঘটনা বলি র কোন ঐতিহাসিক সন-তারিখ যথার্থভাবে থাকেনা,  সাধারণত লোকমুখে প্রচলিত হয় তাদের জনশ্রুতি বলে। 
হিন্দু পুরাণ মোট ১৮ টি

📌জনশ্রুতি প্রকারভেদ - সাধারণত জনশ্রুতিকে পাঁচ ভাগে ভাগ করা হয়।

  •  পৌরাণিক কাহিনী 
  • কিংবদন্তি 
  • লোকোকথা 
  • স্মৃতিকথা 
  • মৌখিক ঐতিহ্য
🔶পৌরাণিক কাহিনী
  •  প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদান গুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। এর প্রধান ভিত্তি হল মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানা কল্পনিক ঘটনা। 
  • পৌরাণিক কাহিনীর প্রধান চরিত্র হলো ঈশ্বর
  •  পৌরাণিক কাহিনীর উদাহরণ - ভগবান ব্রহ্মার মানসকন্যা হলেন দেবী দুর্গা।
  • দুর্গাপূজা

🔶কিংবদন্তি 
  • লোক সমাজে প্রচলিত জনশ্রুতি গুলির বিশেষ বিশেষ অতি মানবীয় চরিত্রগুলি সম্পর্কে যে গল্প গাথা তাকেই কিংবদন্তি বলা হয়। কিংবদন্তির প্রধান চরিত্র হলো মানুষ।
  • কিংবদনটির চরিত্রগুলি হল-  শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গোপালভাড়, বিক্রমাদিত্য, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখো।
  • পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি নায়ক হলেন রবিনহুড। তিনি বৃটেনের শের উট জঙ্গলের একটি ডাকাত তার মহানুভবতার জন্য বিশ্বে জনপ্রিয়
J.F. Bierlein - 'Parallel Myths'
Stith Thompson - 'The Folktale'
 
🔶লোকোকথা 
  • লোক কথা হলো এক ধরনের কাল্পনিক গল্প কথা অর্থাৎ মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্প গাথা গড়ে ওঠে তাই হলো লোককথা। 
  •  উল্লেখযোগ্য কিছু  লোক সাহিত্য হলো :
  • নারায়ন পন্ডিতের- হিতোপদেশ
  • বিষ্ণু শর্মার - পঞ্চতন্ত্র 
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার - ঠাকুরমার ঝুলি -  এই গ্রন্থের একটি জনপ্রিয় গল্প হল : সাত ভাই চম্পা 
  • 'আরব্য রজনীর'একটি উল্লেখযোগ্য গল্প হল 'আলিবাবা ও চল্লিশ চোর'
  •  টম থাম্বের গল্পের অনুকরণে বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর লেখেন বুড়োআংলা
  • এছাড়াও জাতকের কাহিনী।
  • অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে, যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোক কথার গল্প পড়তে দাও। যদি তাদের আরো বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের আরো বেশি লোক কথার গল্প পড়তে দাও।
🔶স্মৃতিকথা 
  • কোন ব্যক্তির জীবনের ঘটে যাওয়া কোন বিশেষ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী জীবনে তার স্মৃতি থেকে তথ্য নিয়ে লেখা গ্রন্থকেই বলা হয় স্মৃতিকথা।
  • স্মৃতি কথা মূলক কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল :
  • পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতি কথা মূলক গ্রন্থ - যতদূর মনে পড়ে (এখান থেকে সমসাময়িক ইংরেজ শাসন এবং স্বাধীন ভারতের রাজনৈতিক ঘটনাবলীর বিবরণ পাওয়া যায়)
  •  দক্ষিণারঞ্জন বসু - ছেড়ে আসা গ্রাম (এই গ্রন্থ থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়)
  •  পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কমিশনার শ্রী হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ - উদ্বাস্তু (এখানে পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করা আছে)
  •  মণিকুন্তলা সেন স্মৃতি কথা - সেদিনের কথা  (১৯৪৬ খ্রিস্টাব্দে ১৬ই আগস্ট মুসলিম লীগের ডাকে কলকাতায় শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস)
  •  আশা লতা সরকারের - আমি সূর্য সেনের শিষ্যা 
  • নারায়ণ সান্যাল - আমি নেতাজিকে দেখেছি 
  • সুফিয়া কামাল - একাত্তরের ডায়েরী 
  • মান্নাদে - জীবনের জলসাঘরে 
  • এর ইংরেজি অনুবাদ - মেমোরিজ কাম অ্যালাইভ এবং হিন্দির অনুবাদ - ইয়াদেন জি উঠি। 

🔶গ্রন্থ ও লেখক
  • হিস্টরি অফ হিন্দুস্তান - আলেকজান্ডার ডাও (১৭৭০)
  •  ইতিহাসমালা - উইলিয়াম কেরি 
  • [উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড এদের তিনজনকে একত্রে শ্রীরামপুর এয়ী বলাহয়। ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে এরা শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করেন।]
  •  লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ 
  • এশিয়াটিক সোসাইটি - উইলিয়াম জোন্স (1784 খ্রিস্টাব্দ)
  •  প্রতাপাদিত্য চরিত্র - রামরাম বসু, 
  • রাজাবলি (১৮০৮) - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
  • হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া (১৮১৭) -  জেমস মিল
  •  হিস্ট্রি অফ দা মারাঠাস (১৮২৬) - জেমস গ্রান্ড ডাফ 
  • এনাল্স এন্ড আন্টিকুইটি অফ রাজস্থান (১৮২৯-৩২) - জেমস কর্নেল টড 
  • দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৮৪১) - এলফিন স্টোন
  •  অ্যানালস অব রুরাল বেঙ্গল (১৮৬৮) - উইলিয়াম হান্টার 
  • আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৯০৮) এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৯১৯) - ভিন্ট সেন্ট স্মিথ 
  • কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৯২৯) - ডডওয়েল 
  • কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া (১৯৩৬) - কীথ 
  • সত্যার্থ প্রকাশ - দয়ানন্দ সরস্বতী

🔶আঞ্চলিক ইতিহাস গ্রন্থ
  • নদীয়া কাহিনী (১৯১০) - কুমুদনাথ মল্লিক 
  • এডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দা মারাঠাস (১৯২৩) - সুরেন্দ্রনাথ সেন
  •  সিরাজউদ্দৌলা (১৯৩৫) - ব্রিজেন গুপ্ত 
  • বেঙ্গল সুবাস ১৭৪০-৭০ (১৯৩৬) - কালী কিংকর দত্ত
  •  রাইস অফ শিখ পাওয়ার (১৯৩৬) - নরেন্দ্র কৃষ্ণ সিংহ
  •  রাইস অফ মারাঠা পাওয়ার (১৯৪০) - রানাডে
  •  নিউ হিস্ট্রি অফ দ্যা মারাঠা (১৯৪৬-৪৮) - সরদেশাই
  •  ওয়াহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল (১৯৮২) - নরহরি কবিরাজ

🔶জাতীয় ইতিহাস ও গ্রন্থ
  • Poverty and unbritish rule in india (1901)দাদাভাই নওরোজি 
  • ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, (দুই খন্ডে রচিত ১৯০২ ও ১৯০৪) - রমেশ চন্দ্র দত্ত 
  • ফল অফ দ্য মুঘল এম্পায়ার (১৯৩২-৫০) - যদুনাথ সরকার
  •  সিভিল ডিস্টরভেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া (১৯৫৫) - শশীভূষণ চৌধুরী 
  • হিস্ট্রি এন্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল (1951-77) -  ডঃ রমেশ চন্দ্র মজুমদার 
  • ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি (১৯৫৬) -  অমলেশ ত্রিপাঠী 
  • ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল (১৯৫৫-৭০) - নরেন্দ্র কৃষ্ণ সিংহ 
  • দ্যা ইন্ডিয়ান মিডল ক্লাস (১৯৬১) - বি বি মিশ্র 
  • Rule of property for bengal (1982) - রনজিত গুহ
  •  গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল (১৯৬৪) -  বিনয় ভূষণ চৌধুরী 
  • দ্যা পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল (১৯৭৯) - সিরাজুল ইসলাম
  •  রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (১৯০৩) - শিবনাথ শাস্ত্রী 
  • হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ (১৯১১) - শিবনাথ শাস্ত্রী



🔶🔷🔶🔷🔶🔷

📌প্রথম অধ্যায়ের সমস্ত মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করো👆👆

📌আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ক্লিক করুন

Post a Comment

Previous Post Next Post