অষ্টাদশ লুই

দশম চার্লস




📌পুনঃপ্রতিষ্ঠিত বুরবোঁ রাজতন্ত্র বলতে কী বোঝায়?

 নেপোলিয়ন বোনাপার্টের পরাজয় ও এলবা দ্বীপে নির্বাসনের পর বিজয়ী নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বুরবোঁ রাজবংশকে পুনরায় ফ্রান্সের সিংহাসনে প্রতিষ্ঠিত করা হয়। ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই ১৮১৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন। ১৮২৪ খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর তার ভাই দশম চার্লস ১৮৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তাই ১৮১৪ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত বুরবোঁ রাজতন্ত্র নামে পরিচিত।



📌 ভিলেল(Villele) কে? 

ভিলেল ছিলেন রাজা অষ্টাদশ লুই এর প্রধানমন্ত্রী। ১৮২০ খ্রিস্টাব্দের নির্বাচনে রাজতন্ত্র পন্থীরা, জয় লাভ করলে রাজতন্ত্রের উগ্র সমর্থক ভিলেল ১৮২১ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন এবং ১৮২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ওই পদে ছিলেন। তিনি সারাদেশে এক প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের জন্য ভিলেলের নীতি বহুল অংশে দায়ী ছিল। 



📌পলিগনাক (Polignac) কে? 

পলিগনাক ছিলেন রাজা দশম চার্লসের প্রধানমন্ত্রী। উগ্র রাজতন্ত্র পন্থী পলিগনাক ১৮২৮ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন এবং সারাদেশে এক প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা কায়েম করেন। তারই পরামর্শে রাজা ১৮৩০ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কুখ্যাত জুলাই অর্ডিন্যান্স জারি করেন, যা শেষ পর্যন্ত ফ্রান্সে জুলাই বিপ্লব ডেকে আনে। ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের জন্য পলিগনাকের নীতি বহুলাংশে দায়ী ছিল। 



📌ফ্রান্সে ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রধান কারণ কি?

 ফ্রান্সে ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রধান কারণ গুলি হল:  ১) অষ্টাদশ লুই এর মধ্যপন্থা নীতির ব্যর্থতা, 2) রাজা দশম চার্লস কর্তৃক বিপ্লবী আন্দোলনের পরিবর্তনগুলি নস্যাৎ করে রাজকীয় স্বৈরতন্ত্র, অভিজাত শ্রেণী ও ক্যাথলিক গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা, ৩) বিপ্লবী যুগের পরিবর্তন গুলি ধরে রাখার জন্য প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী দলের আন্দোলন এবং ৪) দশম চার্লস কর্তৃক ১৮৩০ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই স্বৈরাচারী জুলাই অর্ডিন্যান্স জারি (এটি ছিল জুলাই বিপ্লবের তাৎক্ষণিক কারণ)। 



📌জুলাই অর্ডিন্যান্স কি? বা জুলাই বিপ্লবের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ কি?

 রাজা দশম চার্লস তার স্বৈরশাসন অব্যাহত রাখার জন্য ১৮৩০ খ্রিস্টাব্দের ২৬ জুলাই ৪টি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করেন। ১) নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া হয়, ২) সংবাদপত্রে স্বাধীনতা হরণ করা হয়, ৩) ভোটাধিকার সংকুচিত করা হয় এবং ৪) নতুন নির্বাচনের আদেশ দেওয়া হয়। এগুলি একত্রে জুলাই অর্ডিন্যান্স নামে খ্যাত। এটি জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণ হিসেবে দেখা দেয়। 



📌১৮৩০ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবকে জুলাই বিপ্লব নামে অভিহিত করা হয় কেন? 

১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই মাসে এক বিপ্লবের ফলে রাজা দশম চার্লস পদত্যাগ করেন এবং একই সঙ্গে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত বুরবোঁ রাজতন্ত্রের পতন ঘটে। জুলাই মাসে এই ঘটনা ঘটেছিল বলে এই বিপ্লব জুলাই বিপ্লব নামে পরিচিত। 



📌জুলাই বিপ্লবের (১৮৩০) প্রধান গুরুত্ব কি ছিল? 

জুলাই বিপ্লবের প্রধান গুরুত্ব হল : ১) স্বৈরাচারী বুরবোঁ রাজতন্ত্রের অবসান ঘটে ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ২) ন্যায্য অধিকার তত্ত্ব মারাত্মক আঘাত পায়, ৩) অভিজাততন্ত্র ও যাজকতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং ৪)বুর্জোয়া  শ্রেণী রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়। 



📌জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা হয় কেন?

 জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে : ১) রাজতন্ত্রের অবসান ঘটেনি, ২) শাসন কাঠামোর বদল হয়নি, ৩) কোন গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেনি, ৪) সাধারণ মানুষ ভোটাধিকার লাভ করেনি। তাই কোন কোন ঐতিহাসিক এই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলে অভিহিত করেছেন।



 📌জুলাই বিপ্লবকে কি রক্ষণশীল বিপ্লব বলা যায়? 

জুলাই বিপ্লবে ফ্রান্সের শাসনতান্ত্রিক কাঠামোর কোন পরিবর্তন না হলেও এই বিপ্লব কয়েকটি সুদূরপ্রসারী পরিবর্তন সূচিত করে। ১) স্বৈরাচারী বুরবোঁ রাজতন্ত্রের অবসান ও নিয়ম তান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা, ২) ন্যায্য অধিকার-নীতির অবসান, ৩) চিরকালের জন্য অভিজাতন্ত্র ও যাজকতন্ত্রের বিলুপ্তি, ৪) বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা প্রভৃতি। এইসব বৈশিষ্ট্যের জন্য জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা যায় না। 



📌ইউরোপের কোন কোন দেশে জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল? 

বেলজিয়াম, জার্মানির স্যাক্সনি, হ্যানোভার, ব্যাডেন, ব্যাভেরিয়া প্রভৃতি রাজ্য, ইতালির পার্মা, মড়েনা ও পোপের রাজ্য, রুশ প্রভাবাধীন পোল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল।


✴️✴️✴️✴️✴️





Post a Comment

Previous Post Next Post