কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
👉 লড ডালহৌসি
কাকে ভারতের রেলপথের জনক বলা হয়?
👉লড ডালহৌসি
কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয়?
👉১৮৫৩ খ্রিস্টাব্দে
ভারতের প্রথম রেলপথ টি কোথায় থেকে কোথায় পর্যন্ত মোট কত মাইল যুক্ত করে?
👉বোম্বাই থেকে থানে পর্যন্ত মোট 21 মাইল পথ
ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি?
👉 Great Indian peninsular railway কোম্পানি
ডালহৌসির শাসনকালে ভারতবর্ষে মোট কত মাইল রেলপথ পাতা হয়?
👉২০০ মাইল।
ইংরেজ আমলে ভারতবর্ষে রেলপথের মোট দৈর্ঘ্য কত ছিল?
👉 ৩৬ হাজার মাইল।
কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে সরকারি অর্থে রেলপথ নির্মাণ কাজ শুরু হয়?
👉লর্ড মেযো (১৮৬৯ থেকে ৭২) এর শাসনকালে
ভারতবর্ষে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়?
👉১৯০৫ খ্রিস্টাব্দে
ভারতবর্ষে প্রথম চটকল টি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? কোথায়?
👉 ১৮৫৫ খ্রিস্টাব্দে, রিষড়ায়
ভারতে যন্ত্র উৎপাদিত কাগজের উৎপাদন শুরু হয় কবে?
👉 1870 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে বালি মিলে
বাংলার প্রথম নীল কারখানা কে স্থাপন করেন?
👉 লুই বোনার্ড নামে এক ফরাসি
ভারতে কে প্রথম চা এর গাছ আবিষ্কার করেন?
👉 রবার্ট ব্রুস 1823 খ্রিস্টাব্দে আসামে
বাংলাদেশে কবে প্রথম কফি চাষ শুরু হয়?
👉১৮২৩ খ্রিস্টাব্দে
কার, টেগর এন্ড কোম্পানির সঙ্গে যুক্ত কোন বাঙালি?
👉প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
ভারতের প্রথম কাপড়ের কল কে স্থাপন করেন?
👉কাউয়াসজি নানাভাই
ভারতের প্রথম কাপড়ের কলটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
👉১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বেতে
বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মেসিউটিক্যাল ওয়ার্কস কে কবে প্রতিষ্ঠা করেন?
👉আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৯২ খ্রিস্টাব্দে
আজকের টাটানগরীতে বিখ্যাত লৌহ ইস্পাত কারখানাটি কে কবে স্থাপন করেন?
👉 জামশেদজি টাটা ১৯০৭ খ্রিস্টাব্দে
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতে কবে শিল্প কমিশন গঠন করে?
👉1916 খ্রিস্টাব্দে।
💠সমস্ত মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করো
💠Subscribe Our YouTube Channel
Post a Comment