ইন্দুলাল জাগ্গিক |
ইন্দুলাল জাগ্গিক (1892, 22 feb- 1972, 17 July)
বম্বে প্রেসিডেন্সির গুজরাটি জাতীয়তাবাদী নেতা।
জার্মানি থেকে ত্রিরঞ্জিত বর্ণিত পতাকা ভারতে নিয়ে আসেন। যা মাদাম কামা উত্তোলন করেছিলেন।
অল ইন্ডিয়া কিষান সভার ১৯৩৬ সদস্য। প্রথম অধিবেশনে যোগদান করে ছিলেন।
মহা গুজরাট আন্দোলনের নেতা।
পৃথক গুজরাট রাজ্য আন্দোলনের (8 Aug 1956) সাথে যুক্ত।
অপর নাম ইন্দু চাচা।
লেখক এবং চিত্র নির্মাতা
বম্বে সমাচার পত্রিকার সাথে যুক্ত
আত্মজীবনের নাম আত্মকথা গুজরাটি ভাষায় লেখা
ছাত্র জীবনে অ্যানি বেসান্তের দ্বারা প্রভাবিত ছিলেন
যমুনা দাস দারুকা দাস এবং শংকরলাল বাঙ্কের এর সাথে তিনি ১৯১৫ খ্রিস্টাব্দে বোম্বে থেকে ইয়ং ইন্ডিয়া নামক ইংরেজি পত্রিকা প্রকাশ করতে থাকেন।
১৯১৫ থেকে সম্পাদনা করেন গুজরাটি মাসিক পত্রিকা 'নবজীবন আনে সত্য' এবং ১৯১৯ খ্রিস্টাব্দে গান্ধীজীর হাতে এটি সমর্পণ করে দেন।
১৯১৫ খ্রিস্টাব্দে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে যুক্ত হন এবং ১৯১৭ খ্রিস্টাব্দে সেখান থেকে বেরিয়ে আসেন।
১৯১৭ খ্রিস্টাব্দে তিনি হোমরুল আন্দোলনের সাথে যুক্ত হন।
১৯১৮ খ্রিস্টাব্দে গান্ধীজীর দ্বারা পরিচালিত গুজরাটের খেদা সত্যাগ্রহ আন্দোলনের সাথে তিনি যুক্ত হন।
১৯২১ খ্রিস্টাব্দে গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক নিযুক্ত হন।
১৯২২ খ্রিস্টাব্দ থেকে গুজরাটি মাসিক পত্রিকা যুগ ধর্ম এর সম্পাদনা শুরু করেন।
১৯২৪-২৮ খ্রিস্টাব্দে তিনি গুজরাটি দৈনিক পত্রিকা হিন্দুস্থান এর সম্পাদনা করেন।
১৯২৬-২৭ খ্রিস্টাব্দে তিনি দ্যা বোম্বে ক্রনিক্যাল পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন।
১৯৩৯ খ্রিস্টাব্দে গুজরাট কিষান পরিষদ প্রতিষ্ঠা করেন
সারা ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিরোধী অভিযান করায় ১৯৪০-৪১ খ্রিস্টাব্দ তিনি গ্রেফতার হন
অখিল হিন্দি কিষান সভার সভাপতি ১৯৪২
গুজরাটি দৈনিক পত্রিকা নতুন গুজরাট এর সম্পাদনা শুরু করেন ১৯৪৩ সাল থেকে।
Post a Comment