Q. শিল্প বিপ্লব কি? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ গুলি আলোচনা কর।


শিল্প বিপ্লব: -  অষ্টাদশ শতকে মানুষের কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে শিল্পের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসেছিল, সেটি সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন লুই অগাস্টে ব্লাঙ্কি এবং এটি জনপ্রিয় করে তোলেন পরবর্তীতে আর্নল্ড টয়েনবি


ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ:


প্রাকৃতিক ও ভৌগোলিক সুবিধা 
  • ভেজা স্যাঁত স্যাঁতে আবহাওয়া 
  • শ্রমিকদের কাইক পরিশ্রমে সুবিধা 
  • বস্ত্র শিল্পের বিস্তারের সহায়ক পরিবেশ 
  • মাটির নিচের প্রচুর কয়লা ও লোহা


  • মূলধনের সরবরাহ 

    • বণিকদের দ্বারা উপনিবেশ থেকে অর্থ আমদানি। 

    • আমদানিকৃত অর্থ সরাসরি ব্যাংকের বিনিময়ে শিল্পে বিনিয়োগ। 

    • বেশি লাভের আশায় ব্যাংকগুলিও শিল্পের ক্ষেত্রে অর্থলোগ্নী বৃদ্ধি করে।


  • জনসংখ্যা বৃদ্ধির প্রভাব 

    • অষ্টাদশ শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্পজাত পণ্যের চাহিদা বাড়ে। 

    • শিল্পজাত দ্রব্যের বাজার গড়ে ওঠে। 

    • গ্রামের লোক শহরে চলে আসায় শিল্প কারখানাগুলোতে সুলভে শ্রমিক পাওয়া যেতে থাকে।


  • কৃষির উন্নতি 

    • জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি তথা খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নতি ঘটে।

    •  উদ্বৃত্ত খাদ্য বাড়তি লোকের খাদ্যের সমস্যা সমাধান করে। 

    • খাদ্যশস্য বিক্রির ফলে প্রাপ্ত অর্থ গুলো শিল্প উৎপাদনে ও শিল্পদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ করা শুরু হয়।

    •  নতুন নতুন বিনিয়োগ শুরু হয় এবং নতুন কলকারখানা স্থাপন করা হয়।


  • বাজারের সম্প্রসারণ 

    • উপনিবেশিক সাম্রাজ্যের অধীশ্বর হওয়ার ফলে ইংল্যান্ডের পক্ষে একটি শক্তিশালী বহির্জগত বাজার গড়ে তোলা সম্ভব হয়েছে। 

    • কাঁচামাল আমদানি ও শিল্পজাত পণ্যের রপ্তানি এই সমস্ত উপনিবেশ গুলিতে করা হতো।


  • পরিবহন ব্যবস্থার উন্নতি 

    • পরিবহন ব্যবস্থা ছিল বেশ উন্নত।

    •  অনেক বন্দর গড়ে ওঠায় সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। 

    • রেলপথ পরিবহনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


  • বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার 

    • বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতির আবিষ্কার হয়। 

    • প্রথম আবিষ্কার হয় বস্ত্র বয়ন শিল্পের উপযোগী যন্ত্রপাতি। 

    • এর ফলে শিল্প বিপ্লব প্রথম দেখা গিয়েছিল বস্ত্র বয়ন শিল্পে।


  • উপসংহার

    • সবশেষে আমরা বলতে পারি যে শিল্পের প্রসারের জন্য যে সকল উপাদান ও উপকরণের প্রয়োজন যেমন-  সুলভ শ্রমিক, মূলধন, খনিজ দ্রব্য, উপযুক্ত বাজার, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি তা ইংল্যান্ডে সুলভে ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। এর সঙ্গে যুক্ত হয়েছিল বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার। ফলে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা।


https://testmoz.com/q/13228148

Post a Comment

Previous Post Next Post