উচ্চ মাধ্যমিক ইতিহাস

শিক্ষক : শুভজয় রায়।

Apt Academy (H.S)

গবেষক (রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়)


🔴দেওয়ানী কি?

👉 দেওয়ানি কথার অর্থ হল রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার । ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ।


🔴ভিয়েত মিন কে প্রতিষ্ঠা করেন? 

👉 ভিয়েত মিনের প্রতিষ্ঠাতা ছিলেন হো চি মিন । সামরিক নেতৃত্ব ভো নগুয়েন গিয়াপের অধীনে ছিল। অন্যান্য প্রতিষ্ঠাতা হলেন লে দুয়ান এবং ফাম ভ্যান ডং।


🔴 জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? 

👉 জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভি লী।

Note: জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস। ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।


🔴 চিয়াং কাই শেক কে ছিলেন? 

👉 প্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি। তিনি চীনের খলনায়ক হিসেবে পরিচিত।


🔴 জাপানের কোন দুটি শহরে আমেরিকা আনবিক বোমা নিক্ষেপ করে? 

👉 হিরোশিমা ও নাগাসাকি নামক দুটি শহরে যথাক্রমে লিটিল বয় ও ফ্যাট ম্যান নামক দুটি পরমাণু বোমা আমেরিকা নিক্ষেপ করে।


🔴 কোন যুদ্ধের দ্বারা ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? 

👉 তৃতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের (১৮৮৫) দ্বারা।


🔴 কো হং কি? 

👉 চীনের ক্যান্টন বন্দরের একটি বণিক সংগঠনের নাম ছিল  কো হং। এই বন্দরে কো হং রা একচেটিয়া বাণিজ্যের অধিকারী ছিলেন।


🔴 ইংরেজরা ভারতের কোন জাতি গুলিকে যুদ্ধ উপযোগী জাতি হিসেবে চিহ্নিত করেন?

👉ইংরেজদের অনুগত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের- পাঠান, পাঞ্জাব ও উত্তর ভারতের- রাজপুত, নেপালের- গোর্খা জাতি গুলিকে যুদ্ধাপযোগী হিসেবে চিহ্নিত করেন।


🔴 কত সালের নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) প্রতিষ্ঠিত হয়? 

👉1920, বোম্বে, এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।



🔴 তিন কাঠিয়া ব্যবস্থা কি?

👉 প্রতি বিঘা জমির তিন কাঠা জমিতে নীল চাষ বাধ্যতামূলক ছিল। এই ব্যবস্থাই তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার বিরুদ্ধে বিহারে চম্পারনে ১৯১৬ খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল।


🔴 ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? 

👉 সাইমন কমিশনে কোন ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল।


🔴 ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? 

👉 1945 সালে।


🔴সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (1956) যোগ দেন?

👉 কৃষ্ণ মেনন


🔴 ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?

👉পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন


🔴 কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? তার সংগঠনের নাম কি ছিল?

👉 খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। তার সংগঠনের নাম ছিল খুদাই খিদমতগার।


🔴 ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

👉 প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি। 


🔴 কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন?

👉 মোহাম্মদ আলী জিন্নাহ।


🔴 আটলান্টিক সনদ কি?

👉 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার চিন্তাভাবনা শুরু হয়েছিল । ১৯৪১ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রস্তুতিপর্ব হিসেবে গণ্য করা যায় । এই সময়কার আন্তর্জাতিক ঘটনাপুঞ্জের নানা ঘাতপ্রতিঘাতের বিবর্তনের মধ্য দিয়েই সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি হয়েছে । ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে 'প্রিন্স অফ ওয়েলস' নামে একটি যুদ্ধজাহাজে পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে একটি আট দফা সুত্র সম্বলিত চুক্তিতে স্বাক্ষর করেন । এই চুক্তিটি আটলান্টিক সনদ (Atlantic charter 1941 ) নামে পরিচিত ।


🔴 ফালটন বক্তৃতা কি?

👉 ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফুলটনে ওয়েস্টমিনস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ব ইউরোপে সোভিয়েত আগ্রাসন সম্পর্কে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে ইপা মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব করেন। চার্চিলের এই ভাষণ ফুলটন বক্তৃতা ( Fulton Speech) নামে খ্যাত।





🔴 এশিয়া বাসীদের জন্য এশিয়া নীতিটি কে প্রচার করেন?

👉  জাপান। 


🔴 ইন্দোচিনে কাদের উপনিবেশ ছিল?

👉 ফরাসি উপনিবেশ। 


🔴 টিয়েনসিয়েনর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

👉 চীনের সঙ্গে ইংল্যাণ্ড ও ফ্রান্সের মধ্যে টিয়েনসিনের সন্ধি (১৮৫৮) সাক্ষরিত হয়। 


🔴 কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 

👉 কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে।


🔴কার নির্দেশে ১৯১৯ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংগঠিত হয়েছিল?

👉 মাইকেল ও ডায়েরের নির্দেশে।


🔴 ১৯০৬ খ্রিস্টাব্দের ১লা অক্টোবর সিমলা সাক্ষাৎকারে মুসলিম প্রতিনিধির দলের নেতৃত্ব দেন কে?

👉 আগা খান (iii)


🔴 এটলির ঘোষণা কি?

👉 ক্লিমেন্ট এটলি ছিলেন ইংল্যান্ডের শ্রমিক দলের প্রধানমন্ত্রী। ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ শে ফেব্রুয়ারী ক্লিমেন্ট এটলী ঘােষণা করেন, ভারতে সর্বসম্মতভাবে সংবিধান রচিত না হলে, প্রদেশগুলির হাতে বা দায়িত্বশীল ভারতীয়দের হাতে ১৯৪৮ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করবে।


🔴 কর্নওয়ালিস কোড কি?

👉 কর্নওয়ালিস কোড হল একটি আইন প্রণয়ন যা 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ভারতে তার অঞ্চলগুলির শাসন ব্যবস্থার উন্নতির জন্য প্রণীত হয়েছিল । কোডটি চার্লস, আর্ল (লর্ড) কর্নওয়ালিসের নির্দেশনায় তৈরি করা হয়েছিল, যিনি 1786 থেকে 1793 সাল পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


🔴 সন ইয়াৎ সেন পরিবর্তিত তিনটি নীতি কি?

👉 চিনের বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যেকার কর্মসূচিগুলিকে একজোট করার লক্ষ্যে ডা. সান তিনটি নীতি (সাং-মিন-চু-আই) ঘোষণা করেন। এই তিনটি নীতি ছিল-

 ১. জনগণের জাতীয়তাবাদ, ২. জনগণের অধিকার বা গণতন্ত্র, ৩. জনগণের জীবিকা বা সমাজতন্ত্র।

🔴 স্বত্ববিলোপ নীতি দ্বারা লর্ড ডালহৌসি কোন কোন রাজ্য দখল করে?

👉 সাতারা, ঝাঁসি, কানপুর ইত্যাদি।


🔴 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি?

👉 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মুসলিম লীগের ডাকা পাকিস্তানের দাবিতে কলকাতায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই ঘটনাটি ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত।


🔴 লং মার্চ কি?

👉 চিয়াং-কাইশেক প্রথমে জাতীয়তাবাদী ছিলেন কিন্তু ক্রমান্বয়ে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন। কমিউনিস্টদের ক্ষমতা বিস্তারের ফলে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তাই যেসব অঞ্চলে কমিউনিস্টরা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল, সেইসব অঞ্চলের মানুষের ওপর চিয়াং অসহনীয় অত্যাচার শুরু করে দেন। এই অত্যাচারের হাত থেকে মুক্ত হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে মাও-সে-তুং-এর নেতৃত্বে ১ লক্ষ মানুষ দক্ষিণ চিন থেকে পায়ে হেঁটে ৬০০০ মাইল উত্তর-পশ্চিম চিনের পর্বতসংকুল শানসি প্রদেশে আশ্রয় নেন। চিনের ইতিহাসে এটিই বিখ্যাত ‘লং মার্চ', বা 'দীর্ঘ পদযাত্রা', নামে পরিচিত। এই যাত্রা শুরু হয়েছিল ১৯৩৪ খ্রিঃ ১৬ই অক্টোবর এবং তা শেষ হয় ১৯৩৫ খ্রি. ২০ শে অক্টোবর।


🔴 জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন প্রধান নেতার নাম লেখ?

👉 যুগোস্লাভিয়ার জোসিপ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ভারতের জওহরলাল নেহেরু, ঘানার কোয়ামে এনক্রুমা এবং ইন্দোনেশিয়ার সুকর্নোর নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়।


🔴 কঙ্গো ফ্রি এস্টেট কবে গঠিত হয়?

👉 1884-85 খ্রিস্টাব্দে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গো ফ্রি এস্টেট গঠন করে।


🔴  আরব লীগ কোন কোন দেশ নিয়ে গঠিত হয়?

👉 ১৯৪৫ সালের মার্চ মাসে কায়রোতে ছয় সদস্য রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠিত হয় আরব লীগ। আরব লিগের প্রতিষ্ঠাতা সদস্যরা হচ্ছে মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং ট্রান্সজর্ডান (১৯৪৯ থেকে জর্ডান)। ইয়েমেন ৫ মে ১৯৪৫ সালে আরব লিগে যোগদান করে। ২০ শতকের দ্বিতীয়ার্ধে সদস্য সংখ্যা বৃদ্ধি পায়।


🔴 অর্থনৈতিক উদারীকরণ নীতি কার সময় পরবর্তীতে হয়?

👉 1991 সালে প্রধানমন্ত্রী পি. ভি. নরসিংহ রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী ডঃ মনমোহন সিং ভারতে অর্থনৈতিক উদারীকরণের সূচনা করেছিলেন।


🔴 কোন বছরকে কেন আফ্রিকার বছর বলা হয়?

👉 ১৯৬০ সালকে 'আফ্রিকার বছর' বলা হয়। কারণ, এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।


🔴 বেদের যুগে ফিরে যাওয়ার আহ্বান কে জানান?

👉 স্বামী দয়ানন্দ সরস্বতী।


🔴 কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

👉 ১৯২০ খ্রিস্টাব্দে তাসখন্দে।


🔴 বেলফোর ঘোষণা কি?

👉 ১৯১৭ সালের ২ নভেম্বর, তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর যুক্তরাজ্যের ইহুদি কমিউনিটির নেতা লিওনেল ওয়াল্টার রথসচাইল্ডের কাছে এক চিঠি লেখেন এবং এই চিঠিটি যুক্তরাজ্যের জায়নিস্ট ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একেই ঐতিহাসিক বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা হিসেবে অভিহিত করা হয়। এর মাধ্যমে পরবর্তীতে ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি নতুন রাষ্ট্র গঠনের পথ প্রস্তুত হয়।



🟢🔴🟢🔴


উচ্চমাধ্যমিকের সমস্ত ক্লাস দেখার জন্য ক্লিক করো


Post a Comment

Previous Post Next Post