📌 পাকিস্তান ঘরানার জনক ছিলেন - চৌধুরী রহমত আলী
📌 মরলে মিন্টো সংস্কার আইনটি- ১৯০৯
📌 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ খ্রিস্টাব্দে
📌 মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন - নবাব সলিমুল্লাহ খান
📌 রাওলাট কমিশনের অপর নাম হল - সিডিশন কমিশন
📌 নবান্ন নাটকের রচয়িতা হলেন - বিজন ভট্টাচার্য
📌 জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল - অমৃতসরে
📌 জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল - ১৯১৯ খ্রিস্টাব্দে
📌 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন - র্যামসে ম্যাক ডোনাল্ড
📌 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় - ১৯৩২ খ্রিস্টাব্দে
📌 রাওলাট আইন পাস হয় - ১৯১৯ খ্রিস্টাব্দে
📌 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন - শ্রী নারায়ন গুরু
📌 কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন - হায়দ্রাবাদের নিজাম
📌 যার নেতৃত্বে সিমলা ডেপুটেশন বড়লাট মিন্টোর সাথে দেখা করেন - আগা খাঁ
📌 মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন- মোজাফফর আহমেদ
📌 ভারত শাসন আইনে ভারতীয়দের অধিকার দান বিষয়টি একটি ধাপ্পাবাজী বলে অভিহিত করেছেন- ঐতিহাসিক বিপনচন্দ্র
📌 রাওলাট কমিটি গঠিত হয়েছিল - পাঁচজন সদস্য নিয়ে
📌 ১৯৩৫ সালে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় - ব্রহ্মদেশকে
📌 নবান্ন নাটক এর পটভূমি - পঞ্চাশের মন্বন্তর
📌 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে - ভারত শাসন আইন দ্বারা
📌 মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় - ১৯০৯ খ্রিস্টাব্দের
📌মরলে মিন্টুর শাসন সংস্কারে বড়লাটের কার্যনির বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য হলেন - সত্যেন্দ্র প্রসন্ন সিনহা
📌 ঐতিহাসিক পার্সোনাল এসপিআর কোন আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন - ১৯০৯ খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন কে
📌 হোমরুল আন্দোলন প্রথম শুরু হয়েছিল - আয়ারল্যান্ডে
📌 ভারতে হোমরুল আন্দোলনে নেতৃত্ব দেন - বালগঙ্গাধর তিলক ও শ্রীমতি এনিবেসান্ত
📌 কোন সংস্কার আইনের দ্বারা ভারতের প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় - ১৯১৯ খ্রিস্টাব্দের মনটেগু-চেমসফোর্ড সংস্কার আইনে
📌 পরাধীন ভারতে ভারত সচিব পদ বলতে কী বোঝানো হতো - ব্রিটিশ মন্ত্রিসভার ভারত বিষয়ক মন্ত্রী যিনি ইংল্যান্ড থেকে ভারতের ভাইসরয় এর মাধ্যমে ভারতের শাসন পরিচালনা করতেন
📌 কোন শাসন সংস্কারের মাধ্যমে প্রাদেশিক মন্ত্রিসভার দ্বৈত শাসনব্যবস্থা চালু হয় - ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইনে
📌 কোন আইনের মাধ্যমে ভারতের প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় - ১৯১৯ খ্রিস্টাব্দে মনটেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনে
📌 গান্ধীজী কোন গোলটেবিল বৈঠকের যোগ দেন - ১৯৩১, দ্বিতীয় গোল টেবিল বৈঠক।
📌 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে - ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধীজি ওবিআর আম্বেদকর এর মধ্যে
📌 ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা কে ছিলেন - রজনী পাম দত্ত
📌বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে
📌ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় - ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে
📌১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন - মোজাফফর আহমেদ
📌নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি গঠিত হয় - ১৯২০ খ্রিস্টাব্দে এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়
📌ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে বৃহত্তম ছিলেন - হায়দ্রাবাদ
📌জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল - ১৯১৯ খ্রিস্টাব্দের তেরই এপ্রিল তারিখে
📌কোন ঘটনার প্রতিবাদী গান্ধীজী কাইজার এই হিন্দু উপাধি ত্যাগ করেন - ব্রিটিশ সরকার কর্তৃক খলিফা তন্ত্রের উচ্ছেদ ঘটানোর প্রতিবাদে
📌মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ খ্রিস্টাব্দের ঢাকা শহরে
📌গদর পার্টি প্রতিষ্ঠিত হয় - আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে
📌গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন - লালাহার দয়াল
📌গদর শব্দের অর্থ - বিপ্লব
📌স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় - ১৯২৩ খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস
📌গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৩১ খ্রিস্টাব্দে
📌ভাইকম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল - ১৯২৪-২৫ খ্রিস্টাব্দে
📌ডক্টর সত্য পাল ও ডঃ শরিফ উদ্দিন কি ছিল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন - রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের সাথে
📌মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন - ঢাকার নবাব সলিমুল্লাহ খান
📌স্বদেশী স্টিম শিপ কোম্পানি প্রতিষ্ঠা করেন - চিদাম্বরাম পিল্লায়
📌ভারতের টাটা আয়রন এন্ড স্টিল কম্পানি প্রতিষ্ঠিত হয় - ১৯০৭ খ্রিস্টাব্দে
📌টাটা আইরন অ্যান্ড স্টিল কম্পানির প্রতিষ্ঠা করেন - জামশেদজি টাটা
📌পভারটি এন্ড আন ব্রিটিশরুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন - দাদা ভাই নৌরজি
📌মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয় - লাহোর অধিবেশন
📌অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন - ওয়ারলেসলি
📌কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন - হায়দ্রাবাদের নিজাম
📌সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন - লড ডালহৌসি
📌কোন দেশীয় রাজ্যে প্রথম স্বত্ববিলোপ নীতি প্রবর্তিত হয় - সাতারা
📌পলাশী থেকে পার্টিশন গ্রন্থের রচয়িতা কে - শেখর বন্দ্যোপাধ্যায়
📌ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয় - ১৯০৫ খ্রিস্টাব্দে
📌ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় - রানীগঞ্জে
📌বাংলায় পঞ্চাশের মন্বন্তর (১৩৫০ বঙ্গাব্দ) কত খ্রিস্টাব্দে ঘটেছিল - ১৯৪৩ খ্রিস্টাব্দে
📌কলারাম মন্দির সত্যাগ্রহের নেতা ছিলেন - বি আর আম্বেদকর
📌ডঃ বি আর আম্বেদকর যে নিপীড়িত জাতির নেতা ছিলেন - মাহার
📌১৯২৯ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিলেন - বেঞ্জামিন ব্রডলি, ফিলিপ স্প্রাট, হাঁচি সন
📌১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কবে থেকে কার্যকর করার কথা বলা হয় - ১৯৩৭ খ্রিস্টাব্দে
📌 পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থ রচনা করেন - অশনির সংকেত
📌ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে - হুগলিতে
📌প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটে - বস্ত্র শিল্প
📌মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিল - ৩৩ জন
📌কোন আইনের দ্বারা ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোর সিদ্ধান্ত গৃহীত হয় - ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে
📌ভারতীয় উপমহাদেশে কবে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয় - ১৯০৫ খ্রিস্টাব্দে
📌জালিয়ানওয়ালাবাগের হত্যাকারী মাইকেল ও ডায়ার কে হত্যা করেন - উধম সিং
📌গান্ধীজী যারবেদা জেলে অনশন শুরু করেছিলেন কারণ ছিল - সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রতিবাদে
📌কোন আইনের দ্বারা বার্মাকে ভারত থেকে পৃথক করা হয় - 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা
📌কাশ্মীরের ভারতের সাথে অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন - হরি সিং
📌নাউ অর নেভার গ্রন্থের রচয়িতা কে - চৌধুরী রহমত আলী
Post a Comment