সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী )

i) ভারতের পুরাণের সংখ্যা হল –

  • a) 15 টি

  • b) 16টি

  • c) 18টি

  • d) 21টি

ii) ‘প্রাকইতিহাস’ শব্দটির অর্থ –

  • a) প্রায়-ইতিহাস এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল

  • b) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত না

  • c) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত

  • d) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না

iii) ‘The Origin of the Species” গ্রন্থটি লিখেছিলেন –

  • a) আর্নল্ড টয়েনবি

  • b) চার্লস ডারউইন

  • c) আইজ্যাক নিউটন

  • d) বিউরি

iv) পুরাতন প্রস্তরযুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হল –

  • a) হাত কুঠার

  • b) কাটারি

  • c) পাথরের টুকরো

  • d) ধারালো অস্ত্র

v) স্ফিংস মূর্তিটি অবস্থিত –

  • a) ভারতে

  • b) পাকিস্তানে

  • c) মিশরে

  • d) চীনে

vi) মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয় –

  • a) মঠ

  • b) পিরামিড

  • c) জিগুরাত

  • d) মমি

vii) মহাজনপদের কথা জানা যায় –

  • a) ইলিয়াড থেকে

  • b) ওডিসি থেকে

  • c) জৈন পরিশিষ্ট পার্বণ থেকে

  • (d) মেঘদূত থেকে

viii) প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে –

  • a) 4000

  • b) 5000

  • c) 10000

  • d) 20000

ix) ‘The Magnificent’ বলা হতো অটোমান সুলতান –

  • a) সুলতান দ্বিতীয় মহম্মদকে

  • b) সুলতান সালাদিনকে

  • c) সুলতান সুলেমানকে

  • d) সুলতান ওসমানকে

x) মন্তেস্কু বলেছিলেন –

  • a) রাজতন্ত্রের কথা

  • b) ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা

  • c) বিদ্রোহের কথা

  • d) বিপ্লবের কথা

xi) ইংরেজি ‘Mandarin’ শব্দটি এসেছে –

  • a) ফরাসি শব্দ থেকে

  • b) লাতিন শব্দ থেকে

  • c) পর্তুগিজ শব্দ থেকে

  • d) ডাচ শব্দ থেকে

xii) জিয়াউদ্দিন বারনির লেখা গ্রন্থ হল –

  • a) মেঘদূত

  • b) গীতগোবিন্দম

  • c) ফতোয়া-ই-জাহান্দারি

  • d) ইন্ডিকা

xiii) “Feudalism” শব্দটি

  • a) লাতিন শব্দ

  • b) ফরাসি শব্দ

  • c) ফারসি শব্দ

  • d) জার্মান শব্দ

xiv) ম্যানরের দরিদ্র কৃষকদের বলা হতো –

  • a) স্টুয়ার্ট

  • b) ভিলেন

  • c) ডিমেন

  • d) বেইলিফ

xv) লোথাল হল –

  • a) সমুদ্র বন্দর

  • b) নগর

  • c) নদী উপত্যকা

  • d) ঝুলন্ত উপত্যকা

xvi) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল

  • a) 1095 খ্রিষ্টাব্দে

  • b) 1096 খ্রিষ্টাব্দে

  • c) 1203 খ্রিষ্টাব্দে

  • d) 1292 খ্রিষ্টাব্দ

xvii) স্পার্টার ক্রীতদাসদের বলা হতো –

  • a) হেলট

  • b) ম্যাটিক

  • c) পেনেসটাই

  • d) পেরিয়োকাই

xviii) মেগাস্থিনিসের মতে মৌর্যযুগে ভারতে জাতির সংখ্যা –

  • a) 2

  • b) 4

  • c) 6

  • d) 7

xix) রানি নেফারতিতি ছিলেন –



  • a) ভারতের

  • b) ইংল্যান্ডের

  • c) মিশরের

  • d) জার্মানির

xx) “সুল-ই-কুল” আদর্শ প্রচার করেছিলেন –

  • a) বাবর

  • b) হুমায়ুন

  • c) আকবর

  • d) শাহজাহান

xxi) “হিজরি” সাল —সম্পর্কিত । ( শূন্যস্থান পূরণ কর )

  • a) হজরত মহম্মদের সঙ্গে

  • b) সালাদিনের সঙ্গে

  • c) রিচার্ডের সঙ্গে

  • d) সপ্তম হেনরির সঙ্গে

xxii) “Principia” গ্রন্থটি লিখেছিলেন –

  • a) জিয়ারদানো ব্রুনো

  • b) কোপারনিকাস

  • c) নিউটন

  • d) টাইকোব্রেহে

xxiii) প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় –

  • a) চীনে

  • b) জার্মানিতে

  • c) ইংল্যান্ডে

  • d) ভারতে

xxiv) ভারতের কালিকট বন্দরে এসেছিলেন –

  • a) ক্রিস্টোফার নেলসন

  • b) ক্রিস্টোফার ড্যানিসন

  • c) নাথানিয়াল ডানকান

  • d) ভাষ্কোদাগামা

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16

i) ‘Historia’ শব্দের অর্থ কী ?

ii) “এপিগ্রাফি” ( Epigraphy ) বলতে কী বোঝো ?

অথবা, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসে যুগ বিভাজন কীভাবে করেছেন ?

iii) প্রবাহমান কাল ( time line ) বলতে কী বোঝো ?

iv) জাস্টিনিয়ান কোড কী ?

অথবা, ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কী কী ছিল ?

v) ‘অটোমান’ কারা ?

vi) সিসেরো কে ছিলেন ?

অথবা, কোন্ গুপ্তরাজার মধ্যে নেপোলিয়ান এবং মেকিয়াভেলির গুণাবলি খুঁজে পাওয়া যায় ?

vii) ‘রেশমপথ’ কী ?

viii) মনসব শব্দের অর্থ কী ?

অথবা, অষ্টম হেনরি কে ছিলেন ?

ix) গুপ্তযুগে নগরের অবক্ষয়ের একটি কারণ লেখো ।

x) গ্ল্যাডিয়েটর কারা ?

xi) ‘নিগম’ বলতে কী বোঝো ?

xii) ভ্যাসাল কারা ?

xiii) ‘শকাব্দ’ কে চালু করেন ?

অথবা, কোন্ গুপ্তরাজার আমলে হুণ আক্রমণ হয়েছিল ?

xiv) পতিত ক্ষত্রিয় কারা ?

xv) গুটেনবার্গ কে ?

অথবা, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো ?

xvi) পঞ্চদশ শতকে নতুন বিশ্ব’ বলতে কী বোঝো ?

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 8 x 5 = 40

a) মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিলো ? 8

অথবা, হরপ্পা সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও । 4+4

b) রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো । 4+4

অথবা, ইক্‌তা ব্যবস্থা কী ? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ।  4+4

c) মধ্যযুগে ইওরোপে গিল্ডের কার্যাবলি লেখো । 8

অথবা, গুপ্তযুগে ভারতে সামন্তপ্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো ।  8

d) প্রাচীন ভারতে নারী শিক্ষার বিবরণ দাও । 8

অথবা, প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো । 4+4

e) ইওরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো । 8


Post a Comment

Previous Post Next Post