Makers of Modern India



12. ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন 

(a) জোসেফ ডুপ্লে     (b) রবার্ট ক্লাইভ     

 (c) টমাস রো              (d) ভাস্কো-দা-গামা

13. ইংরেজ সেনাপতি ছিলেন না- 

(a) ক্লাইভ        (b) সান্ডার্স      

(c) ডুপ্লে         (d) আয়ারকুট

14. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল কবে?

(a) 1765 খ্রিস্টাব্দে   (b) 1770 খ্রিস্টাব্দে   

(c) 1785 খ্রিস্টাব্দে     (d) 1793 খ্রিস্টাব্দে

15. ভারতের _____________রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে।

(a) বোম্বাই     (b) গুজরাট       

(c) মাদ্রাজ    (d) বাংলা

16. স্বত্ত-1-এর সঙ্গে স্তম্ভ-2 মেলাও:

(i) সুর্যাস্ত আইন                              (a) ডালহৌসি

(ii) ভারতীয় রেলপথের জনক         (b) জেরেমি বেশ্বাম

(iii) উপযোগবাদ                            (c) কর্নওয়ালিশ

(iv) স্যার টমাস রো                         (d) জাহাঙ্গির

বিকল্পসমূহ:

(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C

(b) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A

(c) (i)-A. (u)-B, (ii)-C. (iv)-D

(d) (1)-C (ii)-A., (ii)-B, (iv)-D 

17. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন মোগল শাসক 

(a) দ্বিতীয় শাহ আলম    (b) দ্বিতীয় বাহাদুর শাহ    

(d) জাহান্দার শাহ            (c) ঔরঙ্গজেব

18. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল

(a) 1754 খ্রিস্টাব্দে     (b) 1765 খ্রিস্টাব্দে    

 (c) 1770 খ্রিস্টাব্দে    (d) 1772 খ্রিস্টাব্দে

19. কবে 'দ্বৈতশাসনের' অবসান ঘটে?

(a) 1770 খ্রিস্টাব্দে       (b) 1771 খ্রিস্টাব্দে      

(c) 1772 খ্রিস্টাব্দে     (d) 1773 খ্রিস্টাব্দে

20. মাংঙ্গালোরের সান্দি হয়েছিল

(a) 1784 খ্রিস্টাব্দে       (b) 17৪৪ খ্রিস্টাব্দে       

(c) 1792 খ্রিস্টাব্দে         (d) 1800 খ্রিস্টাব্দে

21. শ্রীরঙ্গপত্তনমের সন্দি হয়েছিল

(a) 1784 খ্রিস্টাব্দে       (b) 1786 খ্রিস্টাব্দে     

(c) 1792 খ্রিস্টাব্দে     (d) 1802 খ্রিস্টাব্দে

 22. সলবাইয়ের সন্ধি হয়েছিল

(a) 1777 খ্রিস্টাব্দে      (c) 1790 খ্রিস্টাব্দে  

 (b) 1782 খ্রিস্টাব্দে   (d) 1802 খ্রিস্টাব্দে

Order Now ☝️☝️


23. বেসিনের সন্ধি হয়েছিল

(a) 1799 খ্রিস্টাব্দে    (b) 1802 খ্রিস্টাব্দে   

(c) 1807 খ্রিস্টাব্দে    (d) 1818 খ্রিস্টাব্দে

24. শেষতম মারাঠা পেশোয়া ছিলেন।

(a) দ্বিতীয় বাজীরাও  (b) নানা ফড়নবিশ   

(c) বালাজি বাজীরাও  (d) বালাজি বিশ্বনাথ

25. পুনার সন্ধি হয়েছিল

(a) 1797 খ্রিস্টাব্দে   (b) 1812 খ্রিস্টাব্দে     

(c) 1814 খ্রিস্টাব্দে    (d) 1817 খ্রিস্টাব্দে

26. অমৃতসরের সন্ধি হয়েছিল

(a) 1802 খ্রিস্টাব্দে     (b) 1809 খ্রিস্টাব্দে     

 (c) 1812 খ্রিস্টাব্দে    (d) 1819 খ্রিস্টাব্দে

27. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা দিয়েছিল

(a) 1757 খ্রিস্টাব্দে      (b) 1763 খ্রিস্টাব্দে      

(c) 1770 খ্রিস্টাব্দে     (d) 1785 খ্রিস্টাব্দে

28. পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন

(a) ডালহৌসি        (b) ওয়েলেসলি      

(c) ক্লাইভ                (d) বেন্টিঙ্ক

29. স্তম্ভ-1-এর সঙ্গে স্তন্তু-2 মেলাও:

(i) বাংলা                  (A) হায়দার আলি

(ii) হায়দরাবাদ        (B) সাদাত খাঁ

(iii) অযোধ্যা           (C) চিন কিলিচ খাঁ

(iv) মধীশ্বর             (D) মুর্শিদকুলি খাঁ 

বিকল্পসমূহ:

(a) (1)-C. (ii)-D, (iii)-B. (iv)-A 

(b) (1)-D, (ii)-C (iii)-B. (iv)-A

(e) (1)-A, (ii)-B, (ii)-C. (iv)-D 

(d) (1)-D, (ii)-A. (iii)-B, (iv)-C



----------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post