১০১। ঋগ্বেদিক যুগে মানুষের জীবনযাত্রা কটি ভাগে বিভক্ত ছিল?
উত্তর চারটি ভাগে বিভক্ত।
১০২। ঋগ্বেদিক যুগে মানুষের জীবনযাত্রার শেষ ভাগের নাম কী?
উত্তর সন্ন্যাস।
১০৩। ঋগবৈদিক যুগে আর্যদের শ্রেণি বিভাজনের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়?
ঋগ্বেদের পুরুষ সূত্র থেকে।
১০৪। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের মানুষের সেবার কাজে যুক্ত থাকত কারা?
উত্তর শূদ্ররা।
১০৫। 'মনা' কোন দেশীয় মুদ্রা?
ব্যাবিলনীয় মুদ্রা।
১০৬। ঋগবৈদিক যুগে একশত দাঁড়বিশিষ্ট সামুদ্রিক জাহাজকে কী বলা হত?
উত্তর শত অরিত্র।
১০৭। 'সতমা নৌঃ' বলতে কী বোঝায়?
উত্তর বৃহদায়তন নৌকা।
১০৮। আর্যরা কখন ভারতে আসেন?
উত্তর আনুমানিক ২৫০০ থেকে ২০০০ খ্রিস্ট পূর্বাব্দে।
১০৯। আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি?
উত্তর বেদ।
১১০। আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেন?
উত্তর পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।
১১১। আর্যদের 'চতুরাশ্রমের' প্রথম আশ্রমের নাম কী?
উত্তর ব্রহ্মচর্যাশ্রম
১১২। বেদ কথার অর্থ কী?
উত্তর জ্ঞান।
১১৩। বেদ কয় প্রকার?
উত্তর চার প্রকার।
১১৪। বেদের তৃতীয় ভাগটির নাম কী?
উত্তর যজুঃ।
১১৫। দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন?
উত্তর সুদাস।
১১৬। বেদের অপর নাম কী?
উত্তর শ্রুতি।
১১৭। বেদগুলির মধ্যে কোন্টি প্রাচীনতম?
উত্তর ঋগ্বেদ।
১১৮। আর্যদের কোন্ আশ্রমকে 'যতি' বলা হয়?
উত্তর সন্ন্যাস।
১১৯। বেদাঙ্গ কয়টি?
উত্তর ছয়টি।
১২০। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল?
উত্তর গোরু।
১২১। আর্যদের দুজন দেবতার নাম লেখো।
উত্তর ইন্দ্র ও বরুণ।
১২২। আর্যদের একজন দেবীর নাম কী?
উত্তর ঊষা।
১২৩। ঋগবেদের সূক্ত বা স্তোত্র কয়টি?
উত্তর ১০১৭টি মতান্তরে (১০২৮টি)।
১২৪। আর্যদের একটি বড়ো যজ্ঞের নাম লেখো।
উত্তর রাজসূয়।
১২৫। আর্যরা ভারতে প্রথম কোন্ ধাতুর ব্যবহার চালু করেন?
উত্তর লৌহ ধাতুর।
১২৬। প্রাচীন যুগে কয়টি মহাকাব্য রচিত হয়েছিল?
উত্তর দুটি।
১২৭। 'দশরাজার যুদ্ধ' কাহিনি কোথায় লিপিবদ্ধ আছে?
উত্তর ঋগ্বেদে।
১২৮। 'আর্য' কী জাতীয় শব্দ?
উত্তর সংস্কৃত।
১২৯। 'আর্য' শব্দের অর্থ কী?
উত্তর বিশ্বস্তজন।
১৩০। বৈদিক স্তোত্রের রচনাকাররা ভারতের প্রাচীন অধিবাসীদের কী আখ্যা দেন?
উত্তর দাস বা দস্যু।
১৩১। পূর্ব পাঞ্জাব, শতদ্রু ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল কী নামে পরিচিত?
উত্তর রত্মাবর্ত।
১৩২। দেবরাজ ইন্দ্র 'পুর' বা নগরকে ধ্বংস করেছিলেন বলে তাঁকে কী বলা হত?
উত্তর পুরন্দর।
১৩৩। হিন্দুদের সবচেয়ে পবিত্র ও প্রাচীন ধর্মগ্রন্থের নাম কী?
উিত্তর ঋগ্বেদ।
১৩৪। ঋগ্বেদের শেষ পর্যায়ের বিখ্যাত স্তোত্রের নাম কী?
উত্তর পুরুষ সুক্ত।
১৩৫। বৈদিক যুগে ভিষক কাদের বলা হত?
উত্তর চিকিৎসকদের।
১৩৬। শতপথ ব্রাত্মণ ও তৈত্তিরীয়' সংহিতা থেকে কাদের পরিচয় পাওয়া যায়?
সুদের ব্যবসায়ীদের।
১৩৭। 'কুসীদিন' কাদের বলা হত?
উত্তর সুদের ব্যবসায়ীদের।
১৩৮। পরবর্তী বৈদিক যুগে ব্রাত্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি শ্রেণির বাইরের জনগোষ্ঠী কী নামে পরিচিত?
উত্তর 'পঞ্চমগণ' নামে।
১৩৯। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান, গথিক, কেলটিক, পারসিক এই ভাষাগুলিকে কী বলে?
উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা।
১৪০। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী-এই সাতটি নদী নিয়ে গঠিত অঞ্চলের নাম কী?
উত্তর 'সপ্ত সিন্ধু'।
১৪১। তীর্থঙ্কর কথার অর্থ কী?
উত্তর জৈন ধর্মগুরু।
১৪২। প্রথম জৈন তীর্থঙ্করের নাম কী?
উত্তর ঋষভদেব বা ঋষভনাথ/আদিনাথ।
১৪৩। জৈনধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন?
উত্তর ২৪ জন।
১৪৪। জৈনধর্মে শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর মহাবীর।
১৪৫। মহাবীরের আসল নাম কী?
উত্তর বর্ধমান।
১৪৬। মহাবীরের পিতার নাম কী?
উত্তর সিদ্ধার্থ।
১৪৭। মহাবীরের মাতার নাম কী?
উত্তর ত্রিশলা।
১৪৮। জৈনদের ২৩ তম তীর্থঙ্কর কে?
উত্তর পার্শ্বনাথ।
১৪৯। নির্ঘন্ধ নাথপুত্র কে?
উত্তর মহাবীর।
১৫০। চতুর্যামের প্রবর্তক কে ছিলেন?
উত্তর পার্শ্বনাথ।
১৫১। জৈন ধর্মের মূল লক্ষ্য কী?
উত্তর আত্মার মুক্তি।
১৫২। জৈনরা কয়টি মহাব্রত পালনের কথা বলেছেন?
উত্তর পাঁচটি।
১৫৩। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কী?
উত্তর আগম বা সিদ্ধান্ত।
১৫৪। জৈনধর্মের দুটি পন্থা কী কী?
উত্তর দিগম্বর ও শ্বেতাম্বর।
১৫৫। জৈন ধর্মশাস্ত্র কয়ভাগে বিভক্ত?
উত্তর চার ভাগে।
১৫৬। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর বৈশালীর কুন্দপুর গ্রামে।
১৫৭। মহাবীর কখন জন্মগ্রহণ করেন?
উত্তর খ্রিস্টপূর্ব ৫৪০ অব্দে।
১৫৮। মহাবীরের মাতা কোন্ বংশের কন্যা ছিলেন?
উত্তর লিচ্ছবি।
১৫৯। মহাবীর প্রথম জীবনে কাকে বিবাহ করেছিলেন?
উত্তর যশোদাকে।
১৬০। যশোদার কন্যা কে ছিলেন?
উত্তর আনোজ্জা।
১৬১। মহাবীরের কত বছর বয়সে পিতা-মাতার বিয়োগ হয়?
উত্তর ত্রিশ বছর বয়সে।
১৬২। ১২ বছর ধরে তপশ্চারণ করে সত্যজ্ঞান লাভ করার পর মহাবীরের নাম কী হয়?
জিন, কেবলিন বা সর্বজ্ঞ।
১৬৩। মহাবীর কোন্ নদীর তীরে তপস্যা করতেন?
উত্তর ঋজু পালিকা।
১৬৪। কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়?
উত্তর প্রায় ৮০ বছর (মতান্তরে ৭২ বছর)।
১৬৫। কত খ্রিস্ট পূর্বাব্দে মহাবীর দেহত্যাগ করেন?
উত্তর ৪৬৮ খ্রিস্ট পূর্বাব্দে।
১৬৬। কোথায় মহাবীর দেহত্যাগ করেন?
উক্ত রাজগৃহের 'পাবা' নগরীতে।
১৬৭। জৈন সংগীতি কোথায় হয়?
উত্তর পাটলিপুত্রে এবং বলভীনগরে।
১৬৮। জৈন সংগীতির নেতৃত্ব দেন কারা?
উত্তর জিনভদ্র ও স্থূলভদ্র।
১৬৯। 'জাতক' কী?
উত্তর একটি বৌদ্ধগ্রন্থ।
১৭০। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
'ত্রিপিটক'।
১৭১। 'ত্রিপিটক'-এর কটি ভাগ?
উত্তর তিনটি।
১৭২। বুদ্ধদেব কখন আবির্ভূত হন?
উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৬৬ অব্দে।
১৭৩। 'বুদ্ধ' কথার অর্থ কী?
উত্তর 'জ্ঞানী'।
১৭৪। বুদ্ধদেবের পূর্ব নাম কী ছিল?
উত্তর সিদ্ধার্থ ও গৌতম।
১৭৫। বুদ্ধদেবের পিতার নাম কী ছিল?
উত্তর শুদ্ধোধন।
১৭৬। বুদ্ধদেবের মাতার নাম কী ছিল?
উত্তর মায়াদেবী।
১৭৭। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলা হয়?
উত্তর মহাভিনিষ্ক্রিমণ।
১৭৮। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কী বলা হয়?
উত্তর মহাপরিনির্বাণ।
১৭৯। বুদ্ধদেব কত বছর বয়সে দেহত্যাগ করেন?
উত্তর আশি বছর বয়সে।
১৮০। বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন?
উত্তর কুশীনগরে।
১৮১। বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেন?
উত্তর উবুবিল্ব স্থানে।
১৮২। বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন?
উত্তর সারনাথ
১৮৩। মহাবীর কোন্ গাছের তলায় বসে তপস্যা করেন?
উত্তর শালগাছ।
১৮৪। বুদ্ধদেব কোন্ গাছের তলায় বসে তপস্যা করেন?
উত্তর অশ্বত্থ গাছ (পিপল গাছ)।
১৮৫। তপস্যার সময় বুদ্ধদেবকে কে পায়েস দিয়েছিলেন?
উত্তর সুজাতা নামে গোপকন্যা।
১৮৬। বুদ্ধদেব প্রথমে কয়জন ব্যক্তির কাছে- ধর্মমত প্রচার করেন?
উত্তর পাঁচজন।
১৮৭। পিটক শব্দের অর্থ কী? (ত্রিপিটক)
উত্তর ঝাঁপি।
১৮৮। বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন?
উত্তর উনত্রিশ বছর বয়সে।
১৮৯। বিহার কাকে বলে?
উত্তর বৌদ্ধ মঠকে।
১৯০। হীনযান বলতে কী বোঝ?
উত্তর যে-সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী শুধুমাত্র নিজেদের নির্বাণের কথা চিন্তা করে।
১৯১। দ্বিতীয় আর্য সত্যটির নাম কী?
উত্তর দুঃখের কারণ আছে।
১৯২। বৌদ্ধ ধর্মে দুঃখ নিবৃত্তির পদ্মাকে কী বলে?
উত্তর অষ্টাঙ্গিক মার্গ।
১৯৩। বৌদ্ধশাস্ত্র কী ভাষায় লেখা?
উত্তর প্রধানত পালি ভাষায়।
১৯৪। বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল?
উত্তর রাহুল।
১৯৫। বুদ্ধদেবের একজন শিষ্যার নাম উল্লেখ করো।
উত্তর মল্লিকা (রাজা প্রসেনজিতের রানি।)
১৯৬। প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়?
উত্তর রাজগৃহে।
১৯৭। কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সংগীতি হয়?
উত্তর মগধ সম্রাট অজাতশত্রুর আমলে।
১৯৮। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়?
উত্তর বৈশালীতে।
১৯৯। তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়?
উত্তর ২৫১ খ্রিস্ট পূর্বাব্দে পাটলিপুত্রে।
২০০। তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে হয়?
উত্তর মৌর্য সম্রাট অশোকের আমলে।
২০১। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়?
উত্তর কাশ্মীরের কুন্তল বন বিহারে (পেশোয়া)।
২০২। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে হয়?
উত্তর কুষাণ সম্রাট কনিষ্কের আমলে।
২০৩। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে জৈন সংগীতি। কোথায় হয়েছিল?
উত্তর পাটলিপুত্রে।
২০৪। খ্রিস্ট পূর্ব পঞ্চম শতকে জৈন সংগীতি কোথায় হয়েছিল?
উত্তর বল্লভীতে।
২০৫। 'নিগ্রন্থ' নামে কে পরিচিত?
উত্তর মহাবীর।
২০৬। জৈন শ্রমনসংঘের প্রতিষ্ঠাতা কে?
উত্তর মহাবীর।
২০৭। শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন?
উত্তর স্থলবাহু।
২০৮। দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন?
উত্তর ভদ্রবাহু।
২০৯। শীল'কী?
উত্তর বুদ্ধদেবের নৈতিক উপদেশ।
২১০। চতুর্যাম কে প্রবর্তন করেন?
উত্তর পার্শ্বনাথ।
২১১। চতুর্যামের সঙ্গে মহাবীর যে একটি নীতিযোগ করেন সেটি কী?
উত্তর ব্রহ্মচার্য।
২১২। ক্ষেত্রবেদ কী?
উত্তর অথর্ব বেদ।
২১৩। ঋগ্বৈদিক যুগে কোন্ দেবতাকে 'পুরন্দর' বলা হত?
উত্তর দেবরাজ ইন্দ্রকে'।
২১৪। পর্জন্য কী?
উত্তর ঋবৈদিক যুগে বৃষ্টির দেবতা।
২১৫। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন্ রাজার আমলে হয়েছিল?
উত্তর কালাশোকের আমলে।
২১৬। বুদ্ধদেবের দীক্ষাপ্রাপ্ত উল্লেখযোগ্য গণিকার নাম কী?
উত্তর আম্রপালী।
২১৭। বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করে যারা সংসার ধর্ম পালন করত তাদের কী বলে?
উত্তর উপাসক।
১৮। বৌদ্ধ সন্ন্যাসীরা কী নামে পরিচিত?
উত্তর ভিক্ষু।
২১৯। ২৪ তম জৈন তীর্থঙ্কর কে?
উত্তর মহাবীর
২২০। হরপ্পা শব্দের অর্থ কী?
উত্তর পশুপতির খাদ্য।
Post a Comment