পঞ্চাশের মন্বন্তর 


🔶১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলায় পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয়।

📌 বাংলার ১৩৫০ বঙ্গাব্দ।


দুর্ভিক্ষ সম্পর্কিত কমিশন 


ক্যাম্বেল কমিশন- 1866 

রাজপুতানা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশে দুর্ভিক্ষ হলে এই কমিশন সুপারিস অনুসারে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে।


 স্ট্রাচি কমিশন 1880

সরকার বাজেটে প্রতি বছর দুর্ভিক্ষ ত্রাণের জন্য ১৫ মিলিয়ন টাকা বরাদ্দ করেছিল।

১৮৮৩ খ্রিস্টাব্দে গঠিত হয় প্রাদেশিক ফেমিন কোড


লায়াল কমিশন 1898


ম্যাকডোনাল্ড কমিশন 1900

লর্ড কার্জন ভারতের ২৫ শতাংশ মানুষকে দুর্ভিক্ষ ত্রাণের আওতায় এনেছিলেন।

এই কমিশন প্রত্যেক প্রদেশে ফেমিন কমিশনার নিযুক্ত করতে বলেছিল 

ভারতের দুর্ভিক্ষের আসল কারণ হলো ভারতীয়দের সীমাহীন দারিদ্রতা। 

ভারতের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের একমাত্র জীবিকা হল কৃষি। জীবনধারণের কোন বিকল্প পথ তাদের কাছে খোলা ছিল না।






কারণ

  • উৎপাদন হ্রাস 
  • রোগাক্রান্ত কৃষি বাদামি দাগ
  • যুদ্ধ কালীন অর্থনীতি 
  • পরিবহন ব্যবস্থার বিপর্যয় 
  • সরকারি খাদ্যনীতি 
  • সংশোধনবাদী মতবাদ





ফলাফল 

  • মানব সম্পদের অবক্ষয়
  •  নৈতিক অবক্ষয় 
  • অর্থনৈতিক বিপর্যয় 
  • কমিউনিস্ট পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি 
  • সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রভাব
  • ত্রিবাঙ্কুরে পুণ্য আপ্পাভয়াল আন্দোলন 
  • তেলেঙ্গানা কৃষক আন্দোলন 
  • তেভাগা কৃষক আন্দোলন 




 বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?



🔶১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলায় পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয়।

📌 বাংলার ১৩৫০ বঙ্গাব্দ।

📌 বাদামী দাগ নামে এক ধরনের ছত্রাক ঘটিত রোগে ধানে মোরগ লেগে ফসল নষ্ট হয়ে গেছিল।







📌 পঞ্চাশের মন্বন্তর সম্বন্ধিত কিছু গ্রন্থ: 

মধুশ্রী মুখার্জির রচনা- চার্চিল সিক্রেট ওয়ার। 

📌চিত্তপ্রসাদ ভট্টাচার্য- ক্ষুধার্ত বাংলা: ১৯৪৩ এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ।

📌বিজন ভট্টাচার্য- নবান্ন নাটক।

📌বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়- অশনি সংকেত উপন্যাস। 

📌অমলেন্দু চক্রবর্তীর- আকালের সন্ধানে 

📌কে এ আব্বাস পরিচালিত - ধরতিকে লাল 

📌বিমল রায় পরিচালিত- বেঙ্গল ফেমিন

📌ভবানী ভট্টাচার্যের রচনা - সো মেনি হাংগার 


Post a Comment

Previous Post Next Post