প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যাচর্চায় আর্যভট্টের অবদান কী?
▶ প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তাঁর লেখা শ্রেষ্ঠ গ্রন্থ হল আর্যভট্টীয়। মাত্র 23 বছর বয়সে তিনি এই গ্রন্থটি রচনা করেন। এতে রয়েছে মোট 4টি অধ্যায় ও 118টি স্তোত্র। এর গোলকপাদ অধ্যায়ে উল্লেখ করেন যে,
- পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে। সৌরজগতের গ্রহগুলির এই কক্ষপথ হল উপবৃত্তাকার।
- পৃথিবীর পরিধি হল 39,968 কিমি।
- সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ ও সময়ের ব্যাখ্যা।
- চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলনেরই ফলাফল।
- তিনি পৃথিবীর আহ্নিক গতি (পৃথিবীর নিজস্ব ঘূর্ণন) ও বার্ষিক গতির (সূর্যের চারপাশে আবর্তন) পরিচয় দেন।
অনেকের মত যে, সূর্যসিদ্ধান্ত গ্রন্থটিও তিনি রচনা করেছিলেন। তবে এ নিয়ে বিতর্ক আছে। অনেকের দাবি যে, এই গ্রন্থটি রচনা করেছিলেন তাঁর সুযোগ্য শিষ্য লাতদেব।
Post a Comment