1. ক্রুসেড কী? অথবা, ক্রুসেড বলতে কী বোঝো?


▶ 'ক্রুসেড' কথার অর্থ 'ধর্মযুদ্ধ'। 'ক্রুসেড' (Crusade) কথাটি এসেছে লাতিন Crux শব্দ থেকে।

সংজ্ঞা: বিধর্মী মুসলমানদের অধিকার থেকে পবিত্র

তীর্থভূমি জেরুজালেম তথা প্যালেস্টাইন উদ্ধারের জন্য পোপ ও রোমান সম্রাটদের নেতৃত্বে প্রায় 200 বছর ধরে যে সামরিক অভিযান চলে, তাকেই বলা হয় 'ক্রুসেড' বা 'ধর্মযুদ্ধ'। ② অন্যভাবে বলা যায় যে, জেরুজালেমের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইউরোপের খ্রিস্টান জগৎ ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে একাদশ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত যে লড়াই চলেছিল, তাকেই বলা হয় ক্রুসেড। উল্লেখ্য যে, এরূপ মোট ৪টি ক্রুসেড হয়েছিল।

2. ক্রুসেডের মূল তিনটি উদ্দেশ্য কী ছিল?

▶ ক্রুসেড বা ধর্মযুদ্ধের মূল তিনটি উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের পবিত্র তীর্থভূমি জেরুজালেমকে বিধর্মী মুসলমানদের হাত থেকে উদ্ধার করা।② ক্রুসেডের সাফল্যলাভের মধ্য দিয়ে সমকালীন পোপরা চেয়েছিলেন পূর্বাঞ্চলীয় রোমান চার্চগুলির ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে। ক্রুসেডে দলে দলে বহু সাধারণ মানুষ যোগদান করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ধর্মযুদ্ধে যোগদান করে পুণ্যলাভ করা, তথা মৃত্যুর পর স্বর্গলাভ করা।

3. তৃতীয় ক্রুসেডকে কেন 'রাজাদের যুদ্ধ' বলা হয়?


▶ তৃতীয় ক্রুসেডকে 'রাজাদের যুদ্ধ' বলার কারণ-এই ক্রুসেডে ① পবিত্র রোমান সম্রাট প্রথম ফ্রেডারিক বা ফ্রেডারিক বারবারোসা-সহ ইউরোপের বিভিন্ন দেশের রাজারা যোগদান করেছিলেন। সেই তালিকায় ছিলেন ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস এবং ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড, তিনি 'Rechard the lion heart' বা 'সিংহ হৃদয় রিচার্ড' নামে পরিচিত ছিলেন।

4. সাহিত্য ও সংস্কৃতিতে ক্রুসেডের কী প্রভাব পড়েছিল বলে তোমার মনে হয়?


▶ ক্রুসেডারদের বীরত্ব, ত্যাগস্বীকার ও বিচিত্র অভিজ্ঞতার বিবরণ ইউরোপের সাহিত্য ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মুসলমানদের চিকিৎসার ব্যাপারে অসাধারণ দক্ষতা খ্রিস্টানদের মুগ্ধ করে। তারা মুসলমানদের কাছ থেকে শেখে '০'-র ব্যবহার, বীজগণিত ও প্রাচ্যের দর্শন। ক্রুসেডের সময় পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা মুসলমানদের উন্নত সভ্যতা ও বিলাসবহুল জীবনযাত্রার সংস্পর্শে আসে। তারা মুসলমান এবং পূর্ব রোমান সাম্রাজ্যের বিত্তবান শ্রেণির সংস্পর্শে এসে বহু নতুন ধরনের খাদ্য, ফলমূল, মশলা, কাগজ, চিনি, কাচের জিনিসপত্র, মসলিন, ওষুধপত্র, রং, পোশাক, বিলাসদ্রব্য, আসবাবপত্র, শিল্প ও স্থাপত্যরীতি, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে জ্ঞানলাভ করে। প্রাচ্য দ্রব্যে বিত্তবান খ্রিস্টানদের ঘর ভরে যায়। বহু বিদেশি শব্দ গ্রহণ করায় পশ্চিম ইউরোপের ভাষাগুলিও সমৃদ্ধ হয়ে ওঠে।


🍀🍀🍀🍀🍀🍀

Post a Comment

Previous Post Next Post