(A)নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : 1×20=20

1.দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি -

A.পৌরাণিক কাহিনী 

B.স্মৃতিকথা 

C.লোকোকথা 

D.কিংবদন্তি

2. মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে-

 A.হিন্দু পুরাণে 

B.বাইবেলে 

C.রোমান পুরানে 

D.গ্রিক পুরানে

3. হিস্ট্রি অফ হিন্দুস্থান গ্রন্থটির রচয়িতা হলেন-

A. রমেশ চন্দ্র মজুমদার 

B.যদুনাথ সরকার

C. প্রিন্সেপ 

D.আলেকজান্ডার ডাফ

4. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর আছে -

A.ভারতে 

B.চীনে 

C.গ্রিসে 

D.মেসোপটেমিয়ায়

5. ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থটি হল -

A.রামচরিত মানস

B.রাজতরঙ্গিনী

C.বুদ্ধচরিত 

D. হর্ষচরিত

6. ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন-

A.রমেশচন্দ্র মজুমদার 

B.যদুনাথ সরকার

C. ইরফান হাবিব 

D.রমেশচন্দ্র দত্ত

7. ট্রয়ের যুদ্ধের ঘটনাটি আছে-

A. রামায়ণ ও মহাভারতে

B.জেন্দ আবেস্তাতে

C. গীতার একটি অংশে 

D.ইলিয়াড ও ওডিসিতে

8. কিংবদন্তির চরিত্রগুলি হল-

A. মৃত 

B.দেবতা 

C.জীবন্ত 

D.প্রেতাত্মা

9. রূপকথার দেশ বলা হয় -

A.ভারত 

B.রোম 

C.পারস্য 

D.চীন

10. কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন-

A. ম্যাক মিলান 

B.ডডওয়েল 

C.ভলতেয়ার 

D.রুশো

11. ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে পদার্পন করেন -

A.কোচিন 

B.কালিকট 

C.গোয়া 

D.বোম্বাই

12. শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন -

A.লেনিন 

B.হবসন 

C.অ্যাডাম স্মিথ 

D.কিপলিং

13. অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন-

A. কার্ল মার্কস 

B.লেনিন 

C.হবসন 

D.এডাম স্মিথ

14. শিল্প বিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়েছিল-

A. আমেরিকা 

B.জাপান 

C.ফ্রান্স 

D.ইংল্যান্ড 

15.তরমুজের মতো বাটোয়ারা করা হয় যে দেশকে সেটি হল -

A.ভারত 

B.চীন 

C.জাপান 

D.ইন্দোনেশিয়া

16. প্রকৃতি নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন -

A.জন হবসন 

B.লেনিন 

C.কাল মার্কস

D. চার্লস ডারউইন 

17.আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের বলা হত -

A.রেড ইন্ডিয়ান 

B.রেড আমেরিকান 

C.রেড ইন্ডিজ 

D.রেড জাতি 

18.মনরো নীতি প্রবর্তন করেন -

A.আমেরিকার রাষ্ট্রপতি 

B.রাশিয়ার রাষ্ট্রপতি 

C.ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 

D.ব্রাজিলের রাষ্ট্রপতি 

19.রিয়াল পলিটিক নীতির প্রবক্তা হলেন-

A. মুসোলিনি 

B.হিটলার 

C.বিসমার্ক 

D.প্রথম উইলিয়াম

20. ম্যাকাও এর উপনিবেশ স্থাপন করেন -

A.ইংল্যান্ড 

B.ফ্রান্স 

C.পর্তুগিজ 

D.জাপান

(B)নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×20=20

1.স্মৃতি কথার অর্থ কি?

2. মিশরের জনপ্রিয় লোককথার নাম কি?

3. আমি নেতাজিকে দেখেছি এই গ্রন্থটির রচয়িতা কে? 

#Narayan Sanyal

4.লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

# প্যারিসে 

5. অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? 

# কৌটিল্য

6.লোক কথা কি? 

"মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে গড়ে ওঠা গল্প গাথা হলো লোককথা।" গবেষক হেনরি গ্লাসি মনে করেন -
 "ইতিহাসের বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে সামনে রেখে লোককথা হলো মিথ্যা অথবা কাহিনি কিংবদন্তির সংকলন।"

তবে আমরা সাধারণত ভাবে বলতে পারি, গদ্যের মাধ্যমে কোনো কাহিনি বর্ণিত হলে তখন তাকে 'লোককথা' বা 'লোককাহিনি' বলা হয়।

7.ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 

লর্ড ওয়েলেসলি, ১৮০০ সালের ০৯ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়।

8. What is history গ্রন্থটির রচয়িতা কে? 

# ই. এইচ. কার

9.জেমস মিলের লেখা ভারতের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? 

# History of British India 

10.বুড়ো আংলা গ্রন্থটি কার রচনা?

# অবনীন্দ্রনাথ ঠাকুর 

11.আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন?

আফ্রিকা মহাদেশ ভৌগোলিকভাবে ইউরোপের সবচেয়ে কাছে। কিন্তু এর অন্তরভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। তাই এই মহাদেশটিকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়

12. ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে? 

# এডাম স্মিথ 

13.সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

১৮১৬ খ্রিস্টাব্দে নেপালের রাজা ও ইংরেজ কোম্পানির মধ্যে এই সন্ধিটি স্বাক্ষরিত হয় ।

14. লেনিনের রচিত বইটির নাম কি?

# Imperialism: the highest stage of capitalism 

15. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?

 #প্রথমদিকে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে বলা হয় একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির ওপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তা হল সাম্রাজ্যবাদ

16. উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়?

জাপান উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত।

17. কে কবে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

ভারতের গভর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলী ১৭৯৮ খ্রিস্টাব্দে 'অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেন

18 পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?

# ১৭৮৪ খ্রিস্টাব্দ 

19. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

মীর কাসিম

20 কে কবে বাষ্প চালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন?

জেমস ওয়াট (১৯ জানুয়ারি ১৭৩৬ - ২৫ আগস্ট ১৮২৫) ছিলেন একজন স্কটীয় আবিষ্কারক। তিনি ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের উন্নতিসাধন করেন

Post a Comment

Previous Post Next Post