1.কে, কোথায় সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন?
Ans- অ্যাডাম স্মিথ সর্বপ্রথম ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থে মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন।
Note- # অ্যাডাম স্মিথ আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত৷ তিনি ১৭৭৬ সালে An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations নামক গ্রন্থ লিখে অর্থনীতির মূল বিষয়গুলি সম্পর্কে ধারণা দেন৷
# মার্কেনটাইল বাদ হল একটি সংরক্ষণ বাদী অর্থনৈতিক মতবাদ যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধি করার কথা বলা হয়।
2. নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?
Ans- শিল্প বিপ্লবের ফলে উনিশ শতকের শেষভাগে ইউরােপের প্রতিটি দেশেই শিল্পায়ন সম্পূর্ণ হয়। এর ফলে পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন জমে যায় । সেই মূলধনের বিনিয়ােগ , নিজ নিজ দেশের কলকারখানার জন্য কাঁচামাল সংগ্রহ এবং ওইসব কারখানায় উৎপন্ন পণ্যাদি বিক্রির জন্য বাজার দখলকে কেন্দ্র করেই এই নতুন সাম্রাজ্যবাদের উৎপত্তি ।
Note- ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল।
3.ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে?
Ans- ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ।
4. শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা কি?
Ans- ইউরোপ ও আমেরিকার শ্বেতাঙ্গ মানুষরা নিজেদের উন্নত সভ্যতার ধারক ও বাহক বলে মনে করতেন। রুডিয়ার্ড কিপলিং এবং জুলি ফেরি শ্বেতাঙ্গদের পৃথিবীর অনুন্নত জাতিদের উন্নতির জন্য এগিয়ে আসার আহ্বান করেন। তাদের এই মতবাদটি ইতিহাসে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা নামে পরিচিত।
5.এজেন্সি ব্যবস্থা কি?
Ans- 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারী কে এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করত এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।
6. গ্যারান্টি প্রথা কি?
Ans- ভারতে রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
Note- #কোম্পানিগুলির বিনিয়ােগ করা মূলধনের ওপর বার্ষিক ৫ শতাংশ হারে সুদ দেবে।
#রেলপথ নির্মাণের জন্য ১৮৮০ খ্রিস্টাব্দে পুনরায় ৩.৫% সুদে গ্যারান্টি ব্যবস্থা চালু হয়।
# ভারতের সর্বপ্রথম রেলপথ প্রতিষ্ঠা করে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি।
# লড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়।
# ১৮৫৩ খ্রিস্টাব্দে ১৬ এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত ২১ মাইল পথ সর্বপ্রথম রেলপথে যোগাযোগ স্থাপিত হয়।
# ভারতের দ্বিতীয় রেল লাইনটি হল হাওড়া থেকে হুগলি ২৪ মাইল পথ। এটি ১৮৫৪ খ্রিস্টাব্দে চালু হয়।
# ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথকে জাতীয়করণ করা হয় ।
# ১৯০৫ খ্রিস্টাব্দে রেলওয়ে বোর্ড গঠিত হয়।
# ১৯১৯ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠন করা হয়। এর মাধ্যমে দেশের সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে পৃথক করা হয়।
7. চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো?
Ans- মেকলে বলেন, সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিচের স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে। ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। একইভাবে তারা আবার তাদের আরও নিম্নের অংশের মানুষকে শিক্ষিত করবে।
8.ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
Ans- চিনা আদালত ১৭৫৯ খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা 'ক্যান্টন বাণিজ্য প্রথা' নামে পরিচিত।
ক্যান্টন বাণিজ্যের প্রথম পর্বে পর্তুগিজরা এবং পরে ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় জাতিগুলি নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে।
9. অন্ধকূপ হত্যা কি?
Ans- হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদদৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তার নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছােটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) নামে পরিচিত।
Note- 'জ্যামিতি প্রমাণ করছে যে পাটিগণিতের অংকটি ভুল '- অ্যানি বেসান্ত
10. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের রচিত দুটি গ্রন্থের নাম লেখ?
Ans- 'বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ, ১৮৫৫), 'ঋজুপাঠ' (১ম, ২য় ও ৩য় ভাগ, ১৮৫১-৫২), 'সংস্কৃৃত ব্যাকরণের উপক্রমণিকা' (১৮৫১), 'ব্যাকরণ কৌমুদী' (১৮৫৩); অনুবাদ গ্রন্থ : হিন্দি থেকে বাংলা 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭), সংস্কৃৃত থেকে বাংলা 'শকুন্তলা' (১৮৫৪), 'সীতার বনবাস' ইত্যাদি।
Note- #১৮৭২ খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নাম হয় বিদ্যাসাগর কলেজ।
# রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন।
#১৮৫০ খ্রিস্টাব্দে সর্বশুভকরী সভা প্রতিষ্ঠা করেন। এই সভার মুখপত্র ছিল সর্বশুভকরী পত্রিকা। এই পত্রিকায় প্রকাশ করেন বাল্যবিবাহের দোষ নামক এক প্রবন্ধ।
# ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই লড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।
# প্রথম বিধবা বিবাহ করেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ও পাত্রী কালীমতি দেবী।
# দরিদ্র বিধবাদের সাহায্যে 1872 খ্রিস্টাব্দে হিন্দু ফ্যামিলি এনুইটি ফান্ড স্থাপন করেন।
# রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর কে বলেছেন পুরুষ সিংহ।
11. চীনে চৌঠা মে আন্দোলনে কে নেতৃত্ব দেন?
Ans- চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন-তু-শিউ।
Note- সূচনা-১৯১৯ খ্রিস্টাব্দ ৪ঠা মে।
# জিউগুয়ো শব্দের অর্থ দেশ বাঁচাও ।
#প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে খ্রিস্টাব্দ।
#১৯১১খ্রিষ্টাব্দে চীনের রাষ্ট্রপতি হন সান ইয়াত সেন ও সমর নায়ক ছিলেন ইউআন-শি-কাই।
# কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াত সেন।
# ১৯১৫ খ্রিস্টাব্দে ১৮ই জানুয়ারি জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করে।
# ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
12. রাওলাট সত্যাগ্রহ কি?
Ans- ১৯১৯ খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজী সারা ভারতব্যাপী যে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন, তাই রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। এই আইনে সন্দেহের বসে জামিন অযোগ্য ধারায় যেকোনো ভারতীয় কে গ্রেপ্তার করা হতো। যা থেকে রেহাই পাওয়া ছিল খুবই দুষ্কর।
13. কোন ঘটনার প্রতিবাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন?
Ans- জালিয়ানওয়ালাবাগের ঘৃণ্য ও বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া "নাইট" উপাধি ত্যাগ করেন।
14. শিমলা ডেপুটেশন কি?
Ans- সিমলা ডেপুটেশন ভারতের মুসলিমদের একটি প্রতিনিধি দল। ১৯০৬ সালের ১ অক্টোবর সিমলায় আগা খান এর নেতৃত্বে 35 জন বিশিষ্ট ভারতীয় মুসলিম নেতার একটি সমাবেশ গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে। এর উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপারে ব্রিটিশ রাজের সহানুভূতি লাভ করা। সাক্ষাৎকারটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। উপমহাদেশের ইতিহাসে এ সাক্ষাৎকার সিমলা ডেপুটেশন নামে অভিহিত। এর ফলে ১৯০৬ খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
15.আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
Ans- রসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন পরে এর নেতৃত্ব গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু।
Note: ১৯৪২ সালে রাসবিহারী বসু নেতৃত্বে সিঙ্গাপুরের পতনের অব্যবহিত পরেই প্রথম আইএনএ গঠিত হয়। রাসবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন 'আজাদ হিন্দ ফৌজ'-এর ভার৷ এরপর ১৯৪৩ সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয়ে এই বাহিনী সুভাষচন্দ্রের আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ (স্বাধীন ভারতের অস্থায়ী সরকার)-এর সেনাবাহিনী ঘোষিত হয়।
16. মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন?
Ans- মন্ত্রী মিশনে তিনজন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন - পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার।
ক্যাবিনেট মিশন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মিশন ছিল যা 1946 সালের ফেব্রুয়ারী মাসে অ্যাটলি সরকার (ব্রিটিশ প্রধানমন্ত্রী) দ্বারা ভারতে পাঠানো হয়েছিল।
17.লাহোর প্রস্তাব কি?
Ans- লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, যাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাও বলা হয়, ১৯৪০ সালের ২৩ মার্চ ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবী জানিয়ে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে উত্থাপিত প্রস্তাবনা এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত।
Note: লাহোরে অনুষ্ঠিত মুসলীম লীগের অধিবেশনে মুহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয়। সাবজেক্ট কমিটি এ প্রস্তাবটিতে আমূল সংশোধন আনয়নের পর ২৩ মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন। মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়। এই সম্মেলনে ফজলুল হককে "শেরে বাংলা" উপাধি দেয়া হয়।
18. মার্শাল টিটো কে ছিলেন?
Ans- মার্শাল টিটো ছিলেন যুগশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগশ্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগশ্লাভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। জোট নিরপেক্ষ আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদানের ছিল। তিনি একাধিক আন্তর্জাতিক উপাধি অর্জন করেন।
19.নেটো (NATO) কি?
Ans- উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য।
সদর দপ্তর: ব্রাসেল্স, বেলজিয়াম
20.কোন দেশ গুলির মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়?
Ans- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে মধ্য ও পূর্ব ইউরােপের কমিউনিস্ট দেশগুলির মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । এই চুক্তিতে অংশ নিয়েছিল সোভিয়েত রাশিয়া , বুলগেরিয়া , হাঙ্গেরি , পোল্যান্ড , পূর্ব জার্মানি , আলবেনিয়া , রোমানিয়া এবং চেকোস্লোভাকিয়া ।
21. বাংলাদেশে কবে স্বাধীন হয়?
Ans- ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
22.প্রশান্ত চন্দ্র মহলা নবিশ কে ছিলেন?
Ans- প্রশান্ত চন্দ্র মহলানবীশ ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ (রাশিবিজ্ঞানী) । ভারতের দ্রুত আর্থিক বিকাশের জন্য যন্ত্রপাতি নির্মাণ ও ভারী শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের জন্য কুটির শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়েছিলেন। তার এই কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়।
23. মিশ্র অর্থনীতি কি?
Ans- মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও দেশের অর্থনৈতিক উন্নয়নে সামিল করা হয়। ভারতে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত আছে।
Post a Comment