আর্যদের আদি নিবাস ছিল ভারতবর্ষে এই মতের সমর্থনে যুক্তিগুলি হল -

i) বেদে সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা বসবাস করতেন বলাহয়েছে। 

ii) বেদ, পুরান, প্রাচীন গ্রন্থ ও জনশ্রুতি কোনো স্থানে আর্যদের পূর্ব অন্য কোন স্থানে বসবাসের কোন স্মৃতিচারণা নেই।

iii) আর্যদের যঞ্গ অনুষ্ঠানে তারা সোমরস পান করত। আর এই সোমরস পাওয়া যেত হিমালয়ের মুজবান বা মুঞ্জবান পাহাড়ে। 

iv)বৈদিক সাহিত্যের মতো বিদেশে ওই ধরনের কোন সাহিত্য পাওয়া যায়নি। 

এই সমস্ত যুক্তির মাধ্যমেই বলা হয় যে আর্যদের আদিবাসস্থান ছিল ভারতবর্ষে।



আর্যদের আদি নিবাস ছিল ভারতের বাইরে এই মতের যুক্তিগুলি হল-

i) ভারতে আর্যদের আদি বাসভূমি ছিল তার স্বপক্ষে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি।

ii) বৈদিক সাহিত্যে আর্যদের কথা থাকলেও তাদের পূর্বপুরুষ অর্থাৎ আদি আর্যদের কথা নেই। 

iii)ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মোট দশটি ভাষার মধ্যে সাতটির অবস্থান ইউরোপে (গথিক, কেল্টিক, ইংরেজি, ল্যাটিন, জার্মান, গ্রিক) এবং এশিয়াতে বিচ্ছিন্নভাবে আছে তিনটি ভাষা (সংস্কৃত, পার্ষিক, আর্মেনিয়ান)

iv) মূল আর্য ভাষার সবচেয়ে ঘনিষ্ঠ লিথুয়ানিয়ন অর্থাৎ তাদের বাসভূমি লিথুয়ানিয়ার নিকটবর্তী।

v) সারা ভারতে রাজ্য বিস্তারের পূর্বেই কেন ভারতের বাইরে রাজ্য বিস্তার করবে। দক্ষিণ ভারতে আর্যদের বসতি ছিল না।

vi)দ্রাবিড় ভাষার প্রভাবের ফলে সংস্কৃতে তালব্য বর্ণের উদ্ভব হয়েছে। 

vii)আর্যরা প্রায় প্রথম থেকে ঘোড়াকে পোষ মানাতে শিখেছিলেন।কিন্তু ভারতীয় উপমহাদেশে ২০০০ খ্রিস্টপূর্বাব্দের আগে ঘোরার তেমন ব্যবহার ছিল না। 

🐎🐎🐎

Post a Comment

Previous Post Next Post