📌খোলজি বংশের শ্রেষ্ঠ সুলতান - আলাউদ্দিন খলজি
📌মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট - আকবর
📌ষোড়শ মহাজনপদের মধ্যে অন্যতম ছিল - মগধ
📌চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসে মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
📌মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন - অশোক। তিনি ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন।
সম্রাট অশোক📌অশোক কলিঙ্গ যুদ্ধ করেন ২৬১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৬০ খ্রিস্টপূর্বাব্দ।
📌 কলিঙ্গ যুদ্ধে ১ লক্ষ মানুষ নিহত হয় এবং দেড় লক্ষ মানুষ গৃহহীন হীন হয়।
📌কলিঙ্গের রাজধানী ছিল - তোষালী।
📌কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে - অশোকের মনের পরিবর্তন হয় এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটি জানা যায় প্রথম ও দ্বিতীয় প্রধান শিলালিপিতে।
📌অশোক বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা প্রবর্তন করেছেন, এটি জানা যায় - অষ্টমশিলা লিপিতে।
📌বুদ্ধ, ধর্ম এবং সংঘ এর প্রতি অশোকের আনুগত্যের কথা জানা যায় - বৈরাট এবং ভাবরু শিলালিপি থেকে।
📌অশোক সর্বপ্রথম ধর্ম কথাটি ব্যবহার করেন তার - মাস্কিলিপিতে।
📌অশোক বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা শুরু করেন।
📌ধম্ম প্রচার করার উদ্দেশ্যে আশোক রাজুক, জুত, পুরুষ ও প্রাদেশিক নামক কর্মচারী নিয়োগ করেন।
📌 ধম্মমহামাত্র- গৌতম বুদ্ধের বাণী প্রচার, প্রজাদের কল্যাণ সাধন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন প্রভৃতির উদ্দেশ্য অশোক ধম্ম মহামাত্র নামক কর্মচারী নিয়োগ করেন।
অশোক তার রাজধানী পাটলিপুত্রে - তৃতীয় বৌদ্ধ সংগীতের অধিবেশনের আহ্বান করেন।
📌অশোকের প্রেরিত দূত:
সিংহল - পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা
কাশ্মীর - মধ্যান্তিক
গ্রীস - মহারক্ষিত
সীমান্তবর্তী অঞ্চল - ধর্ম রক্ষিত
মহারাষ্ট্র - মহাধর্ম রক্ষিত
মহীশুর - মহাদেব
📌অশোক কে মানব জাতির প্রথম ধর্ম গুরু বলে অভিহিত করেছেন - ভিনসেন্ট স্মিথ।
কলিঙ্গ যুদ্ধ📌সম্রাট অশোকের প্রজা কল্যাণমূলক কর্মসূচি :
সবে মুনীষে প্রজা মামা অর্থাৎ সকল মানুষ আমার সন্তান এই উদ্দেশ্যে তিনি-
১) প্রজাদের ইহলোকিক ও পরলৌকিক কল্যাণ সাধন করার চেষ্টা করে।
২) জনগণের সুবিধার্থে তিনি রাজপথ তৈরি করেন।
৩) রাস্তার দুই ধারে বৃক্ষরোপন করেন ছায়া দানের জন্য।
৪) বিশ্রামাগার স্থাপন করেন এবং পানীয় জলের কূপ খনন করেন।
৫) বিভিন্ন ঔষধি বৃক্ষ রোপন করা হয় এবং দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয়।
📌গৃহি উপাসকদের পাঠ্য বৌদ্ধ ধর্ম পুস্তক হল - দীর্ঘনিকায়ের সিগালবাদ সুত্ত বা গৃহী বিনয়।
📌সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ উল্লেখ করেছেন।
📌অশোকের একাদশ শিলালিপিতে অশোক তার ধম্মে অহিংসা এবং প্রনীহত্যা না করার উপর জোর দিয়েছেন। এটি বৌদ্ধ ধম্মপাদেও বলা হয়েছে।
📌বৌদ্ধ ধর্মের মূলনীতি গুলি হল - আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, কার্যকারণ সম্পর্ক ও নির্বাণ।
📌বৌদ্ধ ধর্মপাদে নির্বানের কথা বলা হয়েছে কিন্তু অশোক তার ধম্মে গৃহীদের জন্য স্বর্গের কথা বলেছেন।
🌿
Post a Comment