উডের ডেসপ্যাচ:
 মেকলে মিনিটের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রসার কতটা সম্পূর্ণ হয়েছে সেই বিষয়ে পর্যালোচনার জন্য এবং  ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ১৮৫৪ খ্রিস্টাব্দে ১৯ শে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে সরকারি শিক্ষানীতি সম্পর্কে যে সুপারিশ পেশ করেন, তা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

চার্লস উড

📌এর সুপারিশ গুলি হল-
১) লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। 


২) শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের লক্ষ্যে, শিক্ষক-শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করা।


৩) বিদ্যালয়গুলিকে সরকারি সাহায্য বা অনুদান (গ্রান্ট ইন এড) প্রদান করা।


৪) শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বিদ্যালয় গুলির সঠিক পরিচালনার লক্ষ্যে পৃথক শিক্ষা দপ্তর গঠন করা।


৫) বেশি করে প্রাথমিকইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করা।


৬)বৃত্তিমূলক শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করা।


৭) স্ত্রী শিক্ষার প্রসার ঘটানো।  


৮) উচ্চ বিদ্যালয়গুলিতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি বা ফার্সি শিক্ষার ব্যবস্থা করা।


৯) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতির প্রবর্তন। 


১০) প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় প্রবর্তন করা।




🔶🔷🔶🔷🔶

Post a Comment

Previous Post Next Post