Shuvajoy Roy
M.A/B.Ed/Net/Set
Department of History & Culture
YouTube : The History Exploring
i. ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? সংসদ নমুনা প্রশ্ন-2018
👉 পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।
ii. সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কী?
👉 সাম্রাজ্যবাদ প্রসঙ্গে লেনিন বলেছেন- সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়।
অথবা, ক্যাপটেন কুক কোন্ কোন্ দেশ আবিষ্কার করেন?
👉 ক্যাপটেন কুক অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন।
iii. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? HS '18
👉 কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।
অথবা, আজটেক সভ্যতা কে ধ্বংস করেন?
👉 স্পেনের নাবিক হার্মান্দো কোর্টেস আজটেক সভ্যতা ধ্বংস করেন।
iv. সূর্যাস্ত আইন কী? HS '22
👉 লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রধান শর্ত ছিল 'সূর্যাস্ত আইন'। এই আইন অনুসারে যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি কোশাগারে রাজস্ব জমা দিতে না পারে তাহলে তার জমিদারি নিলামে উঠত।
v. পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল?
👉 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল।
অথবা, রেজা খাঁ ও সিতাব রায় কে?
👉 লর্ড ক্লাইভের সময় রেজা খাঁ ছিলেন বাংলার এবং সিতাব রায় ছিলেন বিহার ও উড়িষ্যার (ওড়িশা) রাজস্ব আদাকারী নায়েব দেওয়ান।
vi. কে, কবে 'পার্থেনন' পত্রিকাটি প্রকাশ করেন? The Park Institution
👉 ডিরোজিও এবং তাঁর ছাত্ররা 1830 খ্রিস্টাব্দে 'পার্থেনন' পত্রিকাটি প্রকাশ করেন।
অথবা, একশো দিনের সংস্কার কী ছিল? HS '19
👉 1898 খ্রিস্টাব্দে চিন সম্রাট কোয়াংসু একাধিক সংস্কারমূলক অনুশাসন জারি করে 'একশো দিনের সংস্কার'-এর সূচনা করেন। এই সংস্কারমূলক আন্দোলনের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল শিক্ষা, কৃষি ও প্রশাসন।
vii. চালর্স উড কে ছিলেন? HS '18
👉 চালর্স উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 'বোর্ড অফ কনট্রোল'-এর সভাপতি।
viii. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
👉 1857 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
অথবা, 4 মে আন্দোলনে কোন্ বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? সংসদ নমুনা প্রশ্ন-2018
👉 4 মে আন্দোলনে চিনের পিকিং বিশ্ববিদ্যালয় জড়িত ছিল।
ix. সিমলা দৌত্য কী? HS '20
👉 মুসলিম লিগের নেতা আগা খানের নেতৃত্বে 35 জন অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষার দাবি জানিয়ে এক স্মারকলিপি জমা দেন। এই ঘটনাই সিমলা দৌত্য নামে পরিচিত।
x. পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
👉 পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে গান্ধিজি ও ড. বি. আর. আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়।
অথবা, লখনউ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? HS '20
👉 1916 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লিগের মধ্যে লখনউ চুক্তি সম্পাদিত হয়।
xi. সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী নামকরণ করেন? সংসদ নমুনা প্রশ্ন-2018
👉 সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন যথাক্রমে শহিদ ও স্বরাজ দ্বীপ।
xii. 'এশিয়াবাসীদের জন্য এশিয়া'- এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল? HS '20
👉 'এশিয়াবাসীদের জন্য এশিয়া'-এই স্লোগানটি দিয়েছিল জাপান।
এর উদ্দেশ্য ছিল এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত রাখা এবং সেই সুযোগে নিজের সাম্রাজ্যবাদের বিস্তার ঘটানো।
অথবা, সুভাষচন্দ্র বসু কাকে 'পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক' বলে অভিহিত করেন?
👉 সুভাষচন্দ্র বসু বিপ্লবী রাসবিহারী বসুকে 'পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক' বলে অভিহিত করেন।
xiii. ফিদেল কাস্ত্রো কে ছিলেন? HS '18
👉 কিউবার বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন ফিদেল কাস্ত্রো। তিনি কিউবায় বাতিস্তা সরকারের অপদার্থতার সুযোগে 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এক অভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে দেশের শাসনক্ষমতা দখল করেছিলেন।
xiv. ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? HS '19
👉 1955 খ্রিস্টাব্দের 14 মে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
ঠান্ডা লড়াই চলাকালীন সময় কমিউনিস্ট দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলিতে রুশ কর্তৃত্ব বজায় রাখা ছিল এই চুক্তির কারণ।
অথবা, বিভাজনের পর দুই কোরিয়ার রাজধানী কোথায় ছিল? HS '16, সংসদ নমুনা প্রশ্ন-2018
👉 বিভাজনের পর উত্তর কোরিয়ার রাজধানী হয় পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী হয় সিওল।
xv. আলজিরিয়া কোন্ দেশের উপনিবেশ ছিল?
👉 আলজিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল।
xvi. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? HS '17
👉 1951-52 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল।
Post a Comment