HISTORY (H.S)

Set-01|  SAQ  


Shuvajoy Roy

M.A/B.Ed/Net/Set

Department of History & Culture 

YouTube : The History Exploring 


i. বুল বা নির্দেশনামা কী?

👉 সমুদ্র অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার একটি বুল বা নির্দেশনামার মাধ্যমে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন।


ii. ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো?

👉 অষ্টাদশ শতাব্দীর মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকার অন্তর্গত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে উত্তর আমেরিকা মহাদেশে 13টি উপনিবেশ প্রতিষ্ঠা করে। ওই উপনিবেশগুলিকে একত্রে ত্রয়োদশ উপনিবেশ বলে।


অথবা, হিলফার্ডিং রচিত একটি বইয়ের নাম লেখো?

👉 হিলফার্ডিং রচিত একটি বই-এর নাম হল- 

Finance Capital.


iii. কবে, কার নেতৃত্বে ইনকা সভ্যতা ধ্বংস হয়? 

HS '17

👉 1532 খ্রিস্টাব্দে স্পেনের ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে ইনকা সভ্যতা ধ্বংস হয়।


অথবা, বর্ণবৈষম্য নীতি কোন্ দেশে বলবৎ হয়?

👉 বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়।


iv. রায়তওয়ারি ব্যবস্থার জনক কাকে বলা হয়?

👉 টমাস মনরোকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়।


v. কবে, কার সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠিত হয়েছিল?

👉 1920 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠিত হয়েছিল।


অথবা, শোর-গ্রান্ট বিতর্ক কী?

👉 ভারতে ভূমিরাজস্ব বন্দোবস্ত সম্পর্কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব বিভাগের সচিব স্যার জন শোর জমির মালিকের সঙ্গে ভূমি বন্দোবস্ত করতে চান। অপরদিকে দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট জমির মালিক বা প্রজার সঙ্গে বন্দোবস্তের পক্ষে ছিলেন। উভয়ের মধ্যে এই মতবিরোধই শোর-গ্রান্ট বিতর্ক রূপে পরিচিত।


vi. কে, কত খ্রিস্টাব্দে 'হিন্দু ফিমেল স্কুল' প্রতিষ্ঠা করেন? Hooghly Branch Govt. School


👉 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্কওয়াটার বিটন 'হিন্দু ফিমেল স্কুল' প্রতিষ্ঠা করেন।



অথবা, ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন? HS '22

👉 ভাইকম সত্যাগ্রহ শ্রীনারায়ণ গুরু শুরু করেন।


vii. 'দেশীয় ভাষায় সংবাদপত্র আইন' কত খ্রিস্টাব্দে জারি করা হয়? তখন বড়োলাট কে ছিলেন?

সংসদ নমুনা প্রশ্ন-2018

👉 'দেশীয় ভাষায় সংবাদপত্র আইন' 1878 খ্রিস্টাব্দে জারি করা হয়। তখন বড়োলাট ছিলেন লর্ড লিটন।


viii. চিনে প্রথম কবে বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়? Bethune Collegiate School

👉 চিনে 1862 খ্রিস্টাব্দে বিদেশি ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়।


অথবা, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?  HS '18

👉 জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।


ix. ভারতে কবে ও কোথায় প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়? Bidhannagar Govt. High School

👉 ভারতে 1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়।


x. 'পুনা চুক্তি' কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? HS '18

👉 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর গান্ধিজি ও বি. আর. আম্বেদকরের মধ্যে 'পুনা চুক্তি' স্বাক্ষরিত হয়।


অথবা, কত খ্রিস্টাব্দে 'শুল্ক পর্ষদ' স্থাপিত হয়?

👉 1927 খ্রিস্টাব্দে 'শুল্ক পর্ষদ' স্থাপিত হয়।


xi. 'আগস্ট প্রস্তাব' কী? Sanskrit Collegiate School


👉 বড়োলাট লর্ড লিনলিথগো 1940 খ্রিস্টাব্দের ৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন পাওয়ার আশায় ও এদেশের অর্থ এবং জনসম্পদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করার জন্য যে সুপারিশপত্র পেশ করেছিলেন সেটি 'আগস্ট প্রস্তাব' বলে পরিচিত।


xii. ভারত ছাড়ো আন্দোলনকে কে 'অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন' বলে নিন্দা করেছেন?

👉 ভারত ছাড়ো আন্দোলনকে 'অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন' বলে নিন্দা করেছেন ড. বি. আর. আম্বেদকর।


অথবা, 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' বলতে কী বোঝো?

👉 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে সাম্প্রদায়িক দাঙ্গায় কলকাতায় কয়েক হাজার মানুষ মারা যায়। 'দ্য স্টেটসম্যান' পত্রিকায় এই ঘটনাটিকে 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' বলে বর্ণনা করা হয়।


xiii. 'The Cold War and its Origins, 1917-1960' গ্রন্থটি কার লেখা?

👉 'The Cold War and its Origin, 1917- 1960' গ্রন্থটির লেখক ডি. এফ. ফ্লেমিং।


xiv. কেন্নান-এর 'বেষ্টনী নীতি' কী?

👉 Mr. X ছদ্মনামে মার্কিন কূটনীতিবিদ কেন্নান রাশিয়ার সম্প্রসারণ প্রতিরোধ করার পাশাপাশি সমাজতান্ত্রিক শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যে নীতি ঘোষণা করেন তাই 'বেষ্টনী নীতি' নামে পরিচিত।


অথবা, মধ্যপ্রাচ্যের প্রধান সম্পদ কী? Maharani Indira Devi Balika Vidyalaya

👉 মধ্যপ্রাচ্যের প্রধান সম্পদ খনিজ তেল।



xv. স্বাধীন আলজিরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? HS '19

👉 স্বাধীন আলজিরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা


xvi. কবে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে?  Purulia Zilla School

👉 1950 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে।

Post a Comment

Previous Post Next Post