SLST IX-X & XI-XII HISTORY QUESTION
১। ইসলাম ধর্মের প্রবর্তক কে?
উত্তর- হজরত মোহম্মদ (সাঃ)।
২। হজরত মোহম্মদ (সাঃ)-এর পরবর্তী সময়কে কী বলা হয়?
উত্তর- খলিফার যুগ।
৩। হজরত মোহম্মদ (সাঃ)-এর মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর- ৬৩২ খ্রিস্টাব্দে।
৪। ইসলাম মানে কী?
উত্তর- শান্তি বা আত্মসমর্পণ।
৫। দাহির কে?
উত্তর- সিন্ধুর রাজা।
৬। সিন্ধু আক্রমণ করেন কে?
উত্তর- মোহম্মদ-বিন-কাশিম।
৭। মোহম্মদ-বিন-কাশিমের সিন্ধু আক্রমণ কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
উত্তর - রাজা দাহির।
৮। মোহম্মদ-বিন-কাশিম কোথাকার মানুষ ছিলেন?
উত্তর- আরব দেশের।
৯। আরবরা কত খ্রি. সিন্ধু জয় করেন?-
উত্তর- ৭১২ খ্রিস্টাব্দে।
১০। কে গজনি রাজ্যের পত্তন করেন?
উত্তর- আলপ্তিগিন।
১১। আলপ্তিগিন কবে গজনি রাজ্যের পত্তন করেন?
উত্তর- ৯৬২ খ্রিস্টাব্দে।
১২। সুলতান মামুদ কবে গজনির সিংহাসনে বসেন?
উত্তর- ৯৯৮ খ্রিস্টাব্দে।
১৩। সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর- সতেরো বার (১৭)।
১৪। মোহম্মদ-বিন-কাশিম কার সেনাপতি ছিলেন?
উত্তর- অলহাজ্জাজ।
১৫। অলহাজ্জাজ কোথাকার শাসক ছিলেন?
উত্তর- ইরাকের শাসক।
১৬। ভারতে দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কে?
উত্তর- মোহম্মদ ঘোরি।
১৭। আলবেরুনি কে?
উত্তর- আরবি পর্যটক।
১৮। আলবেরুনি কার সঙ্গে ভারতে আসেন?
উত্তর- সুলতান মামুদেব সঙ্গে।
১৯। ঘোরি বংশের শ্রেষ্ঠ সুলতান কে?
উত্তর- শাহবুদ্দিন মোহম্মদ।
২০। শাহবুদ্দিন মোহম্মদ কী নামে বেশি পরিচিত?
উত্তর- মোহম্মদ ঘোরি নামে।
২১। মোহম্মদ ঘোরি কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন?
উত্তর- ১১৭৩ খ্রিস্টাব্দে।
২২। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়?
উত্তর- ১১৯১ খ্রিস্টাব্দে।
২৩। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর- মোহম্মদ ঘোরি।
২৪। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর- তৃতীয় পৃথ্বীরাজ।
২৫। তৃতীয় পৃথ্বীরাজ কোন্ বংশের রাজা ছিলেন?
উত্তর- চৌহান বংশের।
২৬। চৌহান বংশ কোথায় অবস্থিত ছিল?
উত্তর- আজমিরে।
২৭। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর- ১১৯২ খ্রিস্টাব্দে।
২৮। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর- মোহম্মদ ঘোরি।
২৯। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে নিহত হন?
উত্তর- তৃতীয় পৃথ্বীরাজ চৌহান।
৩০। তরাইনের যুদ্ধের সময় কনৌজের রাজা কে ছিলেন?
উত্তর- জয়চাঁদ।
৩১। 'তবাকাৎ-ই-নাসিরি' কে রচনা করেন?
উত্তর- মিনহাজ।
৩২। 'তবাকাৎ-ই-নাসিরি'র উনিশ-কুড়ি অধ্যায়ে কী লিপিবদ্ধ আছে?
উত্তর- ঘোরির অভিযানের বিবরণ।
৩৩। 'তাজ-উল-মাসির' গ্রন্থ কে রচনা করেন?
উত্তর- হাসান নিজামি।
৩৪। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর- মোহম্মদ ঘোরি।
৩৫। 'তহকক-ই-হিন্দ' কার রচনা?
উত্তর- আলবেরুনি-র।
৩৬। 'তারিখ-ই-সিন্ধ' গ্রন্থটি কার রচনা।
উত্তর- মির মোহম্মদ মাসুমের।
৩৭। 'তারিখ-ই-ফিরোজশাহি' গ্রন্থ কার রচনা?
উত্তর- জিয়াউদ্দিন বারনির।
৩৮। 'সিরাত-ই-ফিরোজশাহি' গ্রন্থটি কার রচনা?
উত্তর- জিয়াউদ্দিন বারনির।
৩৯। মোহম্মদ ঘোরির বিশ্বস্ত অনুচর কে?
উত্তর- কুতুবউদ্দিন আইবক।
৪০। 'মালিক' উপাধি কে গ্রহণ করেন?
উত্তর- কুতুবউদ্দিন আইবক।
৪১। দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- কুতুবউদ্দিন আইবক।
৪২। দিল্লির সুলতান বংশের প্রতিষ্ঠাতাকে?
উত্তর- কুতুবউদ্দিন আইবক।
৪৩। কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেন?
উত্তর- ১২০৬ খ্রিস্টাব্দে।
৪৪। দিল্লির সুলতানি বংশ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ১২০৬ খ্রিস্টাব্দে।
৪৫। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন?
উত্তর- সুলতান মামুদ।
৪৬। সুলতান মামুদকে কে প্রথম বাধা দেন?
উত্তর- রাজা জয়পাল।
৪৭। রাজা জয়পাল কোন্ বংশের রাজা ছিলেন?
উত্তর- শাহি বংশীয়।
৪৮। মোহম্মদ ঘোরির প্রকৃত নাম কী?
উত্তর- শিহাবুদ্দিন।
৪৯। 'শাহনামা' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর- ফিরদৌসি।
৫০। চান্দোয়ারের যুদ্ধ কবে হয়?
উত্তর- ১১৯৪ খ্রি.।
৫১। চান্দোয়ারের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর- জয়চাঁদ।
৫২। চান্দোয়ারের যুদ্ধুে কে জয়লাভ করেন?
উত্তর- মোহম্মদ ঘোরি।
৫৩। 'আইবক' শব্দের অর্থ কী?
উত্তর- দাস।
৫৪। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন?
উত্তর- আলাউদ্দিন খলজি।
৫৫। কোন্ সুলতানকে 'খামখেয়ালি রাজা' বলা হয়?
উত্তর- মোহম্মদ-বিন-তুঘলককে।
৫৬। দিল্লির কোন্ সুলতান বেশি বয়সে সিংহাসনে বসেন?
উত্তর- গিয়াসউদ্দিন বলবন।
৫৭। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? (পঃ বঃ মাধ্যমিক ২০০৭)
উত্তর- গিয়াসউদ্দিন তুঘলক।
৫৮। তৈমুর লঙ কবে ভারত আক্রমণ করেন?
উত্তর- ১৩৯
৫৯। কোন সুলতানের আমলে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
উত্তর নাসিরউদ্দিন মামুদ শাহের আমলে।
৬০। কোন্ তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন?
উত্তর- বখতিয়ার খলজি।
৬১। চেঙ্গিস খার ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উত্তর ইলতুতমিস।
৬২। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর বহলুল লোদি।
৬৩। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর ইব্রাহিম লোদি।
৬৪। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর খিজির খাঁ।
৬৫। আলবেরুনি কখন ভারতে আসেন?
উত্তর ১০১৭ খ্রিস্টাব্দে।
৬৬। তালিকোটার যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর ১৫৬৫ খ্রিস্টাব্দে।
৬৭। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর হরিহর ও বুক্ক।
৬৮। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর বাহমন শাহ।
৬৯। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর গুলবর্গাতে।
৭০। 'সুলতানি' যুগের আকবর কাকে বলা হয়?
উত্তর ফিরোজ শাহ তুঘলককে।
৭১। বাংলার আকবর কাকে বলা হয়?
উত্তর হোসেন শাহকে।
৭২। কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উত্তর জৈনুল আবেদিনকে।
৭৩। কাকে কবিতার অন্ধ্র পিতামহ বলা হয়?
উত্তর পোদ্দনকে।
৭৪। বাংলার হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর হোসেন শাহ।
৭৫। আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর সিকন্দার শাহ।
২৭৬। আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর মালদহের পান্ডুয়াতে।
৭৭। কবিকঙ্কণ কাকে বলা হয়?
উত্তর মুকুন্দরাম চক্রবর্তীকে।
৭৮। চৈতন্যদেবের সময় বাংলার সুলতান কে ছিলেন?
উত্তর হোসেন শাহ।
৭৯। অষ্ট দিগগজ কার সভায় উপস্থিত ছিলেন?
উত্তর রাজা কৃয়দেব রায়ের।
৮০। অষ্ট প্রধান কার সভায় উপস্থিত ছিলেন?
উত্তর শিবাজির।
৮১। দোঁহাতে কার উপদেশগুলি সংকলিত হয়েছে?
উত্তর কবিরের।
৮২। 'শ্রীকৃয়কীর্তন' কাব্যটি কার রচনা?
উত্তর কবি চণ্ডীদাসের।
৮৩। শিখধর্মের প্রবর্তক কে?
উত্তর গুরু নানক।
৮৪। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর গ্রন্থসাহেব।
৮৫। 'শিখ' শব্দের অর্থ কী?
উত্তর শিষ্য।
৮৬। 'চৈতন্য চরিতামৃত' কার রচনা?
উত্তর কৃষ্ণদাস কবিরাজের।
৮৭। 'দিল্লির আলো' কাকে বলা হয়?
উত্তর নাসিরউদ্দিন চিরাগকে।
৮৮। কে 'সুলতান-ই-আজম' উপাধি পান?
উত্তর ইলতুতমিস।
৮৯। কৃয়দেব রায়ের সভাকবির নাম কী ছিল?
উত্তর পৌদ্দন।
৯০। দিল্লির কোন্ সুলতান 'কর্ম বিনিয়োগ কেন্দ্র' তৈরি করেন?
উত্তর ফিরোজশাহ তুঘলক।
৯১। আলাই-দরওয়াজা কে নির্মাণ করেন?
উত্তর আলাউদ্দিন খলজি।
৯২। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর বাবর।
৯৩। মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর সম্রাট আকবর।
৯৪। বাবরের পিতার নাম কী?-
উত্তর ওমর শেখ মির্জা।
৯৫। বাবরের পুরো নাম কী ছিল?
উত্তর জহিরউদ্দিন মোহম্মদ বাবর।
৯৬। 'বাবর' শব্দের অর্থ কী?
উত্তর ব্যাঘ্র।
৯৭। 'বাবরনামা' কার লেখা?
উত্তর সম্রাট বাবরের।
৯৮। বাবরনামা কোন্ ভাষায় লেখা?
উত্তর তুর্কি ভাষায়।
৯৯। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫২৬ খ্রিস্টাব্দে।
১০০। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫৫৬ খ্রিস্টাব্দে।
১০১। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?
উত্তর ১৭৬১ খ্রিস্টাব্দে।
১০২। খানুয়ার যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫২৭ খ্রিস্টাব্দে।
১০৩। ঘর্ঘরা যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫২৯ খ্রিস্টাব্দে।
১০৪। বাবরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর ১৫৩০ খ্রিস্টাব্দে।
১০৫। 'হুমায়ুন' শব্দের অর্থ কী?
উত্তর সৌভাগ্যবান।
১০৬। হুমায়ুনের মাতার নাম কী?
উত্তর মহম সুলতানা।
১০৭। চৌসার যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫৩৯ খ্রিস্টাব্দে।
১০৮। বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ কবে হয়?
উত্তর ১৫৪০ খ্রিস্টাব্দে।
১০৯। দিল্লির সিংহাসনে শুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর শেরশাহ।
১১০। শেরশাহের প্রকৃত নাম কী?
উত্তর ফরিদ খাঁ শূর।
১১১। জিলিল্লাহ কার উপাধি ছিল?
উত্তর গিয়াসউদ্দিন বলবনের।
১১২। কোন শব্দ থেকে মোগল শব্দের উৎপত্তি হয়েছে?
উত্তর মোজঙ্গল শব্দ থেকে।
১১৩। 'হুমায়ুননামা' কার রচনা?
উত্তর গুলবদন বেগমের।
১১৪। বাবরের পিতৃরাজ্য কোথায় ছিল?
উত্তর মধ্য এশিয়ার ফরগনায়।
১১৫। শেরশাহ কত বছর রাজত্ব করেন?
উত্তর পাঁচ বছর (৫)।
১১৬। 'সড়ক-ই-আজম' কে নির্মাণ করেন?
উত্তর শেরশাহ।
১১৭। ঘোড়ার পিঠে চড়ে ডাকব্যবস্থার প্রথম প্রচলন কে করেন?
উত্তর শেরশাহ।
১১৮। শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী?
উত্তর ব্রাজিৎ গৌড়।
১১৯। কে পাট্টা ও কবুলিয়তপ্রথার প্রবর্তন করেন?
উত্তর শেরশাহ।
১২০। 'রোটাস দুর্গ' ও 'পুরানা কিল্লা' কে নির্মাণ করেন?
উত্তর শেরশাহ।
১২১। শেরশাহের প্রবর্তিত রুপোর মুদ্রাকে কী বলা হত?
উত্তর রুপি।
১২২। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর ১৫৭৬ খ্রিস্টাব্দে।
১২৩। শেরশাহের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর ১৫৪৫ খ্রিস্টাব্দে।
১২৪। শেরশাহের কোথায় মৃত্যু হয়?
উত্তর কালিঞ্জর দুর্গে।
১২৫। আকবরের কোথায় জন্ম হয়?
উত্তর অমরকোটে।
১২৬। আকবরের মাতার নাম কী?
উত্তর হামিদাবানু বেগম।
১২৭। আকবরের অভিভাবকের নাম কী?
উত্তর বৈরাম খাঁ।
১২৮। 'বিক্রমজিৎ' উপাধি কে ধারণ করেন?
উত্তর হিমু বা হেমচন্দ্র।
১২৯। গন্ডোয়ানা রাজ্য কোথায় অবস্থিত?
উত্তর মধ্যপ্রদেশে।
১৩০। গন্ডোয়ানা রাজ্যের রানি কে ছিলেন?
উত্তর দুর্গাবতী।
১৩১। রানা প্রতাপ সিংহের বিখ্যাত ঘোড়ার নাম কী ছিল?
উত্তর চৈতক।
১৩২। আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কী?
উত্তর দীন-ই-ইলাহি।
১৩৩। দীন-ই-ইলাহি মত গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন?
উত্তর বীরবল।
১৩৪। 'কবিপ্রিয়' উপাধি কে লাভ করেছিলেন?
উত্তর বীরবল।
১৩৫। মেবারের রাজাদের উপাধি কী ছিল?
উত্তর রানা।
১৩৬। মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর রানা প্রতাপ সিংহ।
১৩৭। কোন্ মোগল সম্রাটকে 'জাতীয় সম্রাট' বলা হয়?
উত্তর আকবরকে।
১৩৮। তুলসীদাস কার সময়ে বর্তমান ছিলেন?
উত্তর আকবরের সময়ে।
১৩৯। আকবরের শেষ রাজ্যজয় কোন্টি?
উত্তর অসিরগড় দুর্গ।
১৪০। আকবর কবে আসিরগড় দুর্গটি জয়লাভ করেন?
উত্তর ১৬০১ খ্রিস্টাব্দে।
১৪১। আকবরের সমর দপ্তরের প্রধানের উপাধি কী ছিল?
উত্তর মিরবকশি।
১৪২। আকবরের রাজস্ব বিভাগের প্রধানের উপাধি কী ছিল?
উত্তর দেওয়া-ই-আলা।
১৪৩। আকবরের রাজসভার বিখ্যাত গায়ক কে ছিলেন?
উত্তর তানসেন।
১৪৪। ইবাদত খানা কোথায় অবস্থিত?
উত্তর ফতেপুর সিক্রিতে।
১৪৫। 'মনসবদার' কথার অর্থ কী?
উত্তর পদ মর্যাদা।
১৪৬। মনসবদারিপ্রথা কে প্রবর্তন করেন?
উত্তর সম্রাট আকবর।
১৪৭। জাবতিপ্রথা কেপ্রবর্তন করেন?
উত্তর আকবর।
১৪৮। জাবতিপ্রথার উদ্ভাবক কে?
উত্তর টোডরমল।
১৪৯। জাহাঙ্গিরের পূর্ব নাম কী?
উত্তর সেলিম।
১৫০। জাহাঙ্গিরের রাজত্বকালে কোন্ পর্যটক ভারতে এসেছিলেন?
উত্তর স্যার টমাস রো।
১৫১। জাহাঙ্গির কোন্ শিখ গুরুকে প্রাণদণ্ড দেন?
উত্তর পঞ্চম গুরু অর্জুনকে।
১৫২। 'নূরজাহান' শব্দের অর্থ কী?
উত্তর জগতের আলো।
১৫৩। 'আকবরনামা' গ্রন্থের রচিয়তা কে?
উত্তর আবুল ফজল।
১৫৪। 'আইন-ই-আকবরি' গ্রন্থের রচিয়তা কে?
উত্তর আবুল ফজল।
১৫৫। নূরজাহানের পূর্ব নাম কী ছিল?
উত্তর মেহেরুন্নিসা।
১৫৬। 'শাহজাহান' কথাটির অর্থ কী?
উত্তর বিশ্ববিজয়ী।
১৫৭। শাহজাহানের পূর্ব নাম কী ছিল?
উত্তর খুররম।
১৫৮। শাহজাহানের প্রিয়তমা পত্নীর নাম কী ছিল?
উত্তর মমতাজ।
১৫৯। কোন্ মোগল সম্রাটের যুগকে 'সুবর্ণ যুগ' বলা হয়?
উত্তর শাহজাহানের।
১৬০। কোন্ মোগল রাজকুমার উপনিষদের ফারসি অনুবাদ করেন?
উত্তর দারাশিকোহ।
১৬১। 'আলমগির' উপাধি কে ধারণ করেছিলেন?
উত্তর ঔরঙ্গজেব।
১৬২। ঔরঙ্গজেব কোন্ শিখগুরুকে প্রাণদণ্ড দেন?
উত্তর গুরু তেগবাহাদুরকে।
১৬৩। কোন্ মোগল সম্রাটকে 'বিয়োগান্ত চরিত্র' বলা হয়?
উত্তর সম্রাট ঔরঙ্গজেবকে।
১৬৪। ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর ১৭০৭ খ্রিস্টাব্দে।
১৬৫। ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী কে ছিলেন?
উত্তর বেবাদল খাঁ।
১৬৬। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন?
উত্তর শাহজাহান।
১৬৭। 'আলমগির বাদশাহ গাজি' উপাধি কে গ্রহণ করেন?
উত্তর ঔরঙ্গজেব।
১৬৮। ঔরঙ্গজেব নিজের কোন্ কন্যাকে কারাগারে বন্দি করেছিলেন?
উত্তর জেবউন্নিসাকে।
১৬৯। মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে?
উত্তর শিবাজি।
১১৭০। কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়?
উত্তর ১৬৭৪ খ্রিস্টাব্দে।
১৭১। কোন দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয়?
উত্তর রায়গড় দুর্গে।
১৭২। শিবাজি কোন্ পদ্ধতিতে যুদ্ধ করতেন?
উত্তর গেরিলা পদ্ধতিতে।
১৭৩। শিবাজির পতাকার নাম কী?
উত্তর ভগোয়া ঝান্ডা।
১৭৪। শিবাজি কত বার সুরাট বন্দর লুণ্ঠন করেছিলেন?
উত্তর দু-বার।
১৭৫। ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন?
উত্তর শিবাজি।
১৭৬। শিবাজিকে কে 'রাজা' উপাধি দেন?
উত্তর মোগল সম্রাট ঔরঙ্গজেব।
১৭৭। ভাস্কো-ডা-গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উত্তর ১৪৯৮ খ্রিস্টাব্দে।
১৭৮। ভাস্কো-ডা-গামা প্রথমে কোন্ বন্দরে আসেন?
উত্তর কালিকট বন্দরে।
১৭৯। ভাস্কো-ডা-গামা আগমনকালে কালিকট বন্দরের রাজা কে ছিলেন?
উত্তর জামোরিন।
১৮০। গোয়ার পোর্তুগিজ শাসক কে ছিলেন?
উত্তর আলবুকার্ক।
১৮১। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
উত্তর ১৭৩৯ খ্রিস্টাব্দে।
১৮২। নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর মোহম্মদ শাহ।
১৮৩। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর লর্ড ওয়েলেসলি।
১৮৪। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ১৮০০ খ্রিস্টাব্দে।
১৮৫। কলিকাতা নগরীর পত্তন কে করেন?
উত্তর জোব চার্নক।
১৮৬। কলিকাতা নগরীর পত্তন কবে হয়?
উত্তর ১৬৯০ খ্রিস্টাব্দে।
১৮৭। 'রামচরিতমানস' কার রচনা?
উত্তর তুলসী দাসের।
১৮৮। 'রামচরিত' কার রচনা।
উত্তর সন্ধ্যাকর নন্দীর।
১৮৯। রামায়ণের ফারসি অনুবাদ কে করেন?
উত্তর বদায়ুনি।
১৯০। আকবরের রাজস্বমন্ত্রীর নাম কী ছিল?
উত্তর টোডরমল।
১৯১। 'শফরনামা' কার লেখা?
উত্তর ইব্রাহিম ফারুকির।
১৯২। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর সাসারামে।
১৯৩। হুলিয়া ব্যবস্থার প্রবর্তন কে করেন?
উত্তর আলাউদ্দিন খলজি।
১৯৪। হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন?
উত্তর মানসিংহ।
১৯৫। শিবাজির মাতার নাম কী?
উত্তর- জিজাবাই।
১৯৬। শিবাজির পিতার নাম কী?
উত্তর- শাহজি।
১৯৭। শিবাজির শিক্ষার বাল্যগুরু কে ছিলেন?
উত্তর- দাদাজি কোণ্ডদেব।
১৯৮। জিন্দাপির কাকে বলা হত?
উত্তর - ঔরঙ্গজেবকে।
১৯৯। 'দহশালা' কে প্রবর্তন করেন?
উত্তর- সম্রাট আকবর।
২০০। মোহম্মদ-বিন তুঘলক প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কী?
উত্তর- দোকানি।
২০১। দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের নিকট পরাজিত হন?
উত্তর - চাঁদ সুলতানা।
২০২। আকবর কবে মারা যান?
উত্তর - ১৬০৫ খ্রিস্টাব্দে।
২০৩। মোগল যুগে একটি বন্দরের নাম লেখো।
উত্তর- সুরাট।
২০৪। শেষ মোগল সম্রাট কে?
উত্তর - দ্বিতীয় বাহাদুর শাহ।
২০৫। লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তর- সম্রাট শাহজাহান।
২০৬। আকবর কবে জিজিয়া কর রহিত করেন?
উত্তর- ১৫৬২ খ্রিস্টাব্দে।
২০৭। ঔরঙ্গজেব কবে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন?
উত্তর- ১৬৭৯ খ্রিস্টাব্দে।
২০৮। ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন?
উত্তর- মুয়াজ্জম।
২০৯। কোন্ মোগল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে পড়ে মারা যান?
উত্তর - হুমায়ুন
Post a Comment