একাদশ শ্রেণি  ইতিহাস৷  পূর্ণমান - ৩০

বিভাগ ক

A. নিম্নের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও

১. মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ এর সময়কাল ও বৈশিষ্ট্য আলোচনা করো।  ৪+৪=৮

২. মেহেরগড় সভ্যতার প্রাচীনত্ব ও বিভিন্ন কেন্দ্র গুলি উল্লেখ করো। মেহেরগড় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো। ২+২+৪=৮

অথবা,  মিশরকে নীলনদের দান বলা হয় কেন? প্রাচীন মিশরের বিভিন্ন শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উল্লেখ করো।  ৪+৪=৮

বিভাগ খ

B. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ  ১×৮=৮

i) ইতিহাসের জনক বলা হয়-  সক্রেটিসকে হেরোডোটাসকে প্লেটো কে জাস্টিন কে

ii) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো লিপি মুদ্রা ধর্মগ্রন্থ জীবাশ্ম

iii) প্রত্নতাত্ত্বিক উপাদান কে কয় ভাগে ভাগ করা হয় দুটি ভাগে তিনটি ভাগে চারটি ভাগে কোনোটিই নয়

iv) তারিখ ই ফিরোজশাহী গ্রন্থটি রচনা করেন আমির খসরু কাফি খাঁ জিয়াউদ্দিন বারানী বদাউনি

v) সিন্ধুর অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো লোহা তামা প্লাটিনাম স্টিল

vi) মিশরের মধ্যে দিয়ে বয়ে চলেছে টাইগ্রিস আমাজন ব্রহ্মপুত্র নীলনদ

vii) ইমহোটেপ বিখ্যাত কারণ তিনি মিশরের প্রথম বাঁধ নির্মাণের স্থপতি বাড়ি ঘর নির্মাণের স্থপতি পিরামিড নির্মাণের স্থপতি সেতু নির্মাণের স্থপতি

viii) কিউনিফর্ম লিপি গুহার গায়ে রং দিয়ে লেখা হতো মাটির ফলকে তীরের ফলার মতো অংশ দিয়ে লেখা হতো ধাতুর ওপর খড়ি মাটি দিয়ে লেখা হতো গাছের ছালের লেখা হতো


C. নিচের যে কোন ছয়টি  প্রশ্নের উত্তর দাও: ১×৬=৬

i) কোন গাছকে সুমেরীয় রা জীবন বৃক্ষ বলতো

ii) কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়

iii) কত খ্রিস্টাব্দে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয়

iv) আদিম মানুষ সর্বপ্রথম কোন পশুকে পোষ মানিয়ে ছিল

v) রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে ছিলেন

vi) ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি

vii) পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি

viii) ওডিসি মহাকাব্যের রচয়িতা কে ছিলেন

Post a Comment

Previous Post Next Post