📌নিম্নবর্গীয় ইতিহাসচর্চা- সমাজের নিচের তলার মানুষের দৃষ্টিতে ইতিহাস কে বিশ্লেষণ।
📌সামাজিক ইতিহাস - রাজনীতি ও অর্থনীতি নির্ভর দৃষ্টিভঙ্গির বাইরে সমাজ এবং সমাজের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে লিখিত ইতিহাস।
📌সাময়িক পত্র - নির্দিষ্ট সময়ান্তরে প্রকাশিত বর্তমান ঘটনা বলি সংক্রান্ত পত্রিকা।
📌প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট - ভারত তথা পূর্বদেশীয় ভাষা, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি নিয়ে কর্মরত ব্যক্তিবর্গ।
📌পাশ্চাত্যবিদ বা অ্যাংলিসিস্ট- পাশ্চাত্য বা ইউরোপীয় শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান বিষয়ে কর্মরত ব্যক্তিবর্গ।
📌নব্যবঙ্গীয় - ডিরোজিওর অনুগামী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ।
📌নবজাগরণ - যুক্তিবাদের আলোকে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন।
📌সতীদাহ - স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার বর্বর প্রথা।
📌সংরক্ষিত অরণ্য - সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সুরক্ষিত বনাঞ্চল। সরকারি নির্দেশ ভিন্ন এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ।
📌 বিপ্লব- প্রচলিত কোন ব্যবস্থার ব্যাপক, দ্রুত ও আমূল পরিবর্তন।
📌বিদ্রোহ - কোন প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির আন্দোলন। এর সামরিক চরিত্র নাও থাকতে পারে।
📌পাইকান- পাইকদের ভোগ করা নিষ্কর জমি।
📌দিকু - সাঁওতাল সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে অবস্থানকারী বহিরাগত। ব্যবসায়ী, মহাজন ও অন্যান্য জীবিকা ধারী ব্যক্তিদের সাঁওতালরা এই নামে অভিহিত করত, এর স্থানীয় অর্থ ছিল প্রতারক।
📌দামিন-ই-কোহ - সাঁওতাল অধ্যুষিত অঞ্চলের স্থানীয় শব্দ, যার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ।
📌হুল - সাঁওতাল উপজাতি ভাষায় বিদ্রোহকে অভিহিত করা হতো।
📌বেট বেগারি - মুন্ডা অধিবাসী কর্তৃক বহিরাগত মহাজন ও ভূস্বামীদের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদান।
📌খুৎকাঠি প্রথা - আদিবাসী অধ্যুষিত অঞ্চলে মুন্ডাদের জমিতে যৌথ মালিকানা প্রথা।
📌 দার উল হারব- বিধর্মী বা অমুসলমানদের বাসস্থান।
দার উল ইসলাম- মুসলিম ধর্মালম্বীদের বাসভূমি।
📌তারিকা ই মোহাম্মদিয়া - আক্ষরিক অর্থ মোহাম্মদের নির্দিষ্ট পথ। মুসলিম পুনরুজ্জীবন বাদী ওয়াহাবি আন্দোলন এই নামে পরিচিত।
📌দাদন - নীল চাষের জন্য নীলকুঠিয়াল কর্তৃক নীল চাষীদের প্রদত্ত অগ্রিম অর্থ।
📌উলগুলান - উলগুলান শব্দের আক্ষরিক অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা। মুন্ডা সমাজে স্থানীয় ভাষায় বিদ্রোহ এই নামে অভিহিত হতো।
📌জাতীয়তাবাদ- স্বদেশীকতার ভাব, আবেগ, দেশ ও জাতির প্রতি আনুগত্য এবং ভালোবাসা।
📌ভাইসরয়- ব্রিটিশ শাসিত ভারতের সর্বোচ্চ পদে থাকা রাজ প্রতিনিধি বিশেষ।
📌প্রতি বিপ্লব- কোন বিপ্লবের বিরুদ্ধাচারি ব্যক্তিদের দ্বারা প্রচলিত অপর একটি বিপ্লব।
📌 বুদ্ধিজীবী- বিদ্যা দান বা বিদ্যার চর্চা করাই যাদের প্রধান জীবিকা।
📌জাতি তত্ত্ব - মানবজাতির বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য এবং সেই বিষয়ক তত্ত্ব।
📌ব্যঙ্গচিত্র - কোন বিশেষ ঘটনা বা বিষয়কেন্দ্রিক বিদ্রূপাত্মক চিত্রবিশেষ।
📌প্রাগৈতিহাসিক যুগ - লিখিত ইতিহাস রচনার পূর্ববর্তী সময়ে যখনকার ইতিহাস জানার জন্য শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করতে হয়।
📌ছাপাখানা - বই বা সংবাদপত্র ছাপা হয় যে স্থানে।
📌চরমপন্থী - চরম পন্থা বা সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ব্যক্তি।
📌টোল - পাঠশালা বিশেষ, যেখানে সংস্কৃত ব্যাকরণ শাস্ত্র ইত্যাদির পাঠ দান করা হয়।
📌মক্তব - ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয়।
📌বঙ্গভঙ্গ - ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কর্তৃক বাংলাকে দ্বিখন্ডিত করার ব্যবস্থা বিশেষ।
📌বয়কট - স্বদেশী আন্দোলন পর্বে সমস্ত বৈদেশিক দ্রব্য, খেতাব, স্কুল, কলেজ ও অফিস আদালত বর্জনের নীতি বিশেষ।
📌 কারলাইল সার্কুলার - শিক্ষা সচিব আর ডাব্লিউ কারলাইন কর্তৃক প্রকাশিত নির্দেশনামা, যার দ্বারা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের স্কুল-কলেজ থেকে বহিষ্কারের কথা ঘোষিত হয়।
📌এন্টি সার্কুলার সোসাইটি - শচীন্দ্রনাথ বসুর নেতৃত্বে গঠিত কার্লাইল সার্কুলার বিরোধী সংস্থা।
📌স্বায়ত্তশাসন - স্বজাতীয় ব্যক্তিবর্গ কর্তৃক শাসিত শাসন ব্যবস্থা।
সমস্ত মক টেস্ট দেওয়ার জন্য ক্লিক করো👆👆
Post a Comment